"বর্ধমান রাজবাড়ীর কিছু ইতিহাস ও ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু অনুভূতি শেয়ার করতে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

বর্ধমান রাজবাড়ীর কিছু ইতিহাস ও ফটোগ্রাফি:

IMG_20250814_154137.jpg
এগুলো হচ্ছে রাজবাড়ীর দৃশ্য।বর্ধমান রাজপরিবারের শেষ রাজা ছিল উদয়চাঁদ।আর এই রাজা উদয়চাঁদের রানীর অন্দরমহল-ই বর্তমানে বর্ধমানের উইমেন্স কলেজ অর্থাৎ (মহারাজাধিরাজ উদয়চাঁদ উইমেন্স কলেজ)নামে পরিচিত।যেখানে আমি তিন বছর অনার্স এর পড়াশুনা করেছি।আমাদের এই কলেজের পাশেই রাজবাড়ী অবস্থিত।কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি।পূর্বে এটি রাজবাড়ী থাকলেও বর্তমানে এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মূল ভবন নামেই পরিচিত।আর এই মূল ভবনটিই প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়।

IMG_20250814_154130.jpg
বর্ধমান বিশ্ববিদ্যালয় পূর্বে বর্ধমান রাজবাড়ী ছিল,যেটি গোলাপবাগ ক্যাম্পাসে শিক্ষাদানের কাজে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ পাঠভবন হিসেবে অবস্থিত।বর্ধমান রাজবাড়ীর অংশবিশেষ মহতাব মঞ্জিল নামে পরিচিত।যেটি ১৯৬০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য দান করেন রাজা উদয়চাঁদ।ফর্ম ফিলাপের কাজে গিয়ে ইচ্ছে ছিল এই রাজবাড়ীটি ঘুরে দেখার।কিন্তু 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে সমস্ত সময় চলে গিয়েছে তারপর যখন বিকেলে ঘোরার মন স্থির করলাম।হয়তো তেমন এনার্জি ছিল না শরীরে কিন্তু ওখানের দায়িত্বপ্রাপ্ত মানুষেরা বিকেল হয়ে যাওয়াতে ওদিকে যেতে নিষেধ করেছিল।তাই ঝটপট কিছু ছবি আশেপাশে থেকেই সংগ্রহ করেছিলাম।

IMG_20250814_153453.jpg
এই রাজবাড়ীর মধ্যে একটি সংগ্রহশালা ও আর্ট গ্যালারী রয়েছে, যেখানে প্রাগৈতিহাসিক যুগের মৃৎশিল্প প্রদর্শন করা হয়।রাজবাড়ীর বিল্ডিংটি ইয়া বড় আর পুরোনো হওয়াতে ভিতরে অনেকটাই অপরিস্কার।কর্মরত মানুষের সংখ্যাও অনেকটাই কম।ভিতরের ব্যবস্থা খুব একটা ভালো লাগেনি আমার কাছে।ভিতরে কাগজপত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ফ্যানগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে আর অনেক বিল্ডিং এর গায়ে ফাটল ধরেছে।তাছাড়া দেওয়ালে ধুল-কালি জমেছে আর মাকড়সারা মনের সুখে জাল বুনেছে।

এই বিল্ডিং এর অসংখ্য রুম খালি অবস্থায় পড়ে আছে।এগুলো পরিস্কার করলে দারুণ একটা রুপ দেওয়া যাবে অন্যান্য বিভিন্ন কাজের ক্ষেত্রে।রাজবাড়ীর এই বিল্ডিং এর মধ্যে পরিচর্যার অভাব থাকলেও বাইরের পরিবেশ বেশ মনোরম।মাঠটি সবসময় ঘাস কেটে পরিষ্কার করে রাখা হয়, ফলগাছে ফল ঝুলছে আর গাছে গাছে ফুল ফুটে আছে।

IMG_20250814_153446.jpg

তবে আমার মনে হয় আমরা যে বিল্ডিং এ গিয়েছিলাম সেটি অপরিচ্ছন্ন থাকলেও অন্যান্য বিল্ডিংগুলি বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন।আসলে রাজবাড়ীতে এত এত বিল্ডিং আর বড় টাইপের যে পরিচর্যা করা মানুষের বেশ কমতি রয়েছে।তবে বাইরে থেকে প্রকৃতিগুলি খুবই মুক্ত ও বিশুদ্ধ।আর এই বটগাছটি ছিল ইয়া বড় ও বেশ পুরোনো।পুরোনো এই বট গাছের শরীর থেকে কত মূল বা শিকড় বের হয়ে ঝুলে পড়েছে।আর সেই গাছের ফাক দিয়ে সূর্যের আলো কোনোরকম উঁকি মেরে ঠিকরে পড়ছে এই পাশটিতে।আর রয়েছে বড় বড় গাছের গুঁড়ি।যার ঠিক পাশেই রয়েছে একটি মঞ্চ আর অনেকগুলো চেয়ার সাজিয়ে রাখা।হয়তো এখানেই মিটিং হয় বিভিন্ন বিষয়ের উপর টিচারদের।যেগুলো বেশ আকর্ষণীয় দেখতে লাগছিলো।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওইখানেই স্নাতকোত্তর ডিগ্রিতে(এম.এ) অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।