DIY - এসো নিজে করি - রঙিন কাগজ দিয়ে ভালোবাসার বৃষ্টি ওয়ালমেট!! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
রঙিন কাগজ দিয়ে ভালোবাসার বৃষ্টি ওয়ালমেট

1.jpg

2.jpg3.jpg

ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো মাস অথবা দিনের প্রয়োজন হয় না। প্রতিটি দিন প্রতিটি মাস ভালোবাসার সময়। তবুও মানুষ ভালোবাসার মাস হিসেবে এই ফেব্রুয়ারি মাসকেই বিবেচিত করেছে। আর এই ভালোবাসার মাস অথবা দিনকে কেন্দ্র করে আজকে আমি আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের ভালোবাসার বৃষ্টিতে ভিজাবো। আমার কথাটা হয়তো কিছুটা অদ্ভুত , ভালোবাসা যেমন স্পর্শ করা যাই না তবে অনুভব করা যাই ঠিক তেমনি অনুভূতি দিয়ে ভালোবাসার বৃষ্টিতে আপনারা ভিজে যাবেন। আজকে আমি রঙিন কাগজ দিয়ে ভালোবাসার বৃষ্টি ওয়ালমেট তৈরি করেছি। আর সেই বৃষ্টিতে অনুভূতি দিয়ে আপনি আমি সকলেই ভিজবো।

আমি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সময় অনেক রকমের ওয়ালমেট ও ফুল তৈরি করেছি ও আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আমি আজকে যে ভালোবাসার বৃষ্টি ওয়ালমেট তৈরি করেছি এটি আমার চিন্তা ও অভিজ্ঞতা থেকে নতুন কিছু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি চাই আমার এই ভালোবাসার বৃষ্টিতে সবাই ভিজবে ও আমার ভালোবাসা নিবে। আমি আমার সাদ্ধমত চেষ্টা করি আপনাদের সাথে নিজে থেকে নতুন কিছু তৈরি করে সুন্দর ভাবে উপস্থাপন করার।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে রঙিন কাগজ দিয়ে ভালোবাসার বৃষ্টি ওয়ালমেট তৈরি করেছি। আমি এই রঙিন কাগজ দিয়ে ভালোবাসার বৃষ্টি ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ একে একে শেয়ার করেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে রঙিন কাগজ দিয়ে ভালোবাসার বৃষ্টি ওয়ালমেট তৈরি টি সম্পূর্ণ করেছি। আশাকরি আপনাদের কাছে আমার আজকের রঙিন কাগজ দিয়ে ভালোবাসার বৃষ্টি ওয়ালমেট তৈরি টি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

আমার আজকের এই ভালোবাসার বৃষ্টি ওয়ালমেট তৈরি করতে ব্যবহার করতে হয়েছে - রঙিন কাগজ , আইকা আঠা , গ্লোগান , কেচি ও কলম।

এখান থেকে আমি ধাপ গুলো শুরু করলাম।

ধাপ-1.

4.jpg

ধাপ-2.

5.jpg

ধাপ-3.

6.jpg

ধাপ-4.

7.jpg

ধাপ-5.

8.jpg

ধাপ-6.

9.jpg

ধাপ-7.

10.jpg

ধাপ-8.

11.jpg

ধাপ-9.

12.jpg

ধাপ-10.

13.jpg

ধাপ-11.

14.jpg

ধাপ-12.

15.jpg

ধাপ-13.

16.jpg

ধাপ-14.

17.jpg

ধাপ-15.

18.jpg

ধাপ-16.

19.jpg

ধাপ-17.

20.jpg

ধাপ-18.

21.jpg

ধাপ-19.

22.jpg

ধাপ-20.

23.jpg

ধাপ-21.

24.jpg

ধাপ-22.

26.jpg

ধাপ-23.

27.jpg

ধাপ-24.

28.jpg

ধাপ-25.

29.jpg

ধাপ-26.

30.jpg

ধাপ-27.

31.jpg

ধাপ-28.

32.jpg

ধাপ-29.

33.jpg

34.jpg2.jpg3.jpg

আপনাদের কাছে আমার আজকের রঙিন কাগজ দিয়ে ভালোবাসার বৃষ্টি ওয়ালমেট তৈরি টি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।



break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

আপু,এই ওয়ালমেটটি খুবই সুন্দর হয়েছে। কারণ আপনি যেভাবে ঝুলন্তভাবে এই ছোট ছোট কাগজগুলো লাগিয়ে নিয়েছেন এটি বেশিই আকর্ষণীয় দেখাচ্ছে। পুরো ধাপে খুবই সুন্দর করে আপনি এটি তৈরি করেছেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে এটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ্,আপু ভালোবাসার বৃষ্টি ও হয়।সত্যিই ভালোবাসার কোন দিবস,মাস কিংবা দিন লাগে না।ভালোবাসলে সব দিনই এক রকম।আপু খুব সুন্দর হয়েছে।সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। কুব সহজ উপায়ে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার কাজ দেখে। রঙিন কাগজ দিয়ে ভালবাসার বৃষ্টি ওয়ালমেট তৈরি করেছেন অনেক সুন্দর ভাবে।প্রতিটি ধাপ খুব দক্ষতার সহিত আপনি উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারণ আপু। আপনার তৈরি করা ওয়ালমেটটি দেখে অনেক ভালো লাগলো। খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা করেছেন।ওয়ালমেটটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ভালোবাসার ওয়ালমেট খুবই চমৎকার হয়েছে । চোখে লাগার মত অসাধারণ হয়েছে দেখতে । সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের সামনে শেয়ার বানিয়ে শেয়ারর করেছেন ।ওয়ালে সুন্দর লাগতেছে ।ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু ভালোবাসা পরিমাপ এর জন্য দিন মাস এর প্রয়োজন নেই।প্রিয় মানুষ টাকে ভাল বাসলে প্রতিদিনই সিমা না রেখেই বাসা যায়।

ভালবাসার বৃষ্টি এগুলো সত্যি প্রিয় মানুষ কে ইমপ্রেস করার এক দারুন ডাই আমার কাছে আইডিয়া টা দারুন লেগেছে দেখি প্রিয় মানুষ টাকে উপহার দিব বানিয়ে।ধন্যবাদ আপু গুছিয়ে উপস্থাপন এর জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ভালোবাসার বৃষ্টি দেখে মনে ভালোবাসা জেগে উঠলো।তবে কি আর করার!
কেও তো নেই।🥴😉

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

দিদি এত সুন্দর বর্ণিল সাজে ভালোবাসা গুলোকে সাজিয়েছেন, আমার দুর্দান্ত লেগেছে পুরো আয়োজনটি 👌। আর হ্যাঁ আপনার কথার সাথে আমিও একমত ভালবাসতে বা ভালোবাসার জন্য কোন নির্দিষ্ট দিন বা সময়ের প্রয়োজন নেই। পৃথিবীর সব ভালোবাসা গুলো পূর্ণতা পাক এবং সবাই সবার ভালোবাসার মানুষটাকে নিয়ে ভালো থাকুক এই প্রত্যাশাই করছি ।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু ভালোবাসার কোন দিবস হয় না ভালবাসলে প্রতিটি দিনই ভালোবাসা যায়। আপনার ভালোবাসার বৃষ্টি ওয়ালমেটটি আসলেই খুবই চমৎকার হয়েছে অনেক বেশি কালারফুল হওয়ার কারণে ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগছে প্রত্যেকটি কালারই অনেক সুন্দর হয়েছে ।খুব সুন্দর করে আপনি ওয়ালমেটটি তৈরি করেছেন ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

রঙিন বৃষ্টি সেজে ভালোবাসা❤️ ছড়ানোর এই নতুন চিন্তাটা ছিল অসম্ভব সুন্দর । সত্যি বলেছেন ভালোবাসার জন্য কোন মাস বা কোনদিন প্রয়োজন হয় না । প্রতিটি দিনই ভালবাসাময় । আপনার রঙিন কাগজের ভালোবাসার বৃষ্টির ওয়ালমেট সত্যিই অসাধারণ লেগেছে ।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।