|| একটি বৃষ্টির ফোঁটার ম্যান্ডেলা আর্ট ||
নমস্কার বন্ধুরা
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, একটি বৃষ্টির ফোঁটার ম্যান্ডেলা আর্ট নিয়ে। সাপ্তাহিক ধারাবাহিকতা বজায় রাখার জন্যই মূলত আজকের এই আর্ট। প্রতি সপ্তাহেই একটি করে আর্ট পোস্ট করি। সেই মতোই আজকে আর্ট পোস্ট করব বলে ঠিক করেছিলাম। সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখলাম প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। তাই ঠিক করে নিয়েছিলাম আজকে বৃষ্টির ফোঁটার ম্যান্ডেলা আর্ট করব। বৃষ্টির ফোঁটার ম্যান্ডেলা আর্ট আমি এর আগেও কোথাও দেখেছি কিন্তু সেটা কোথায় দেখেছি আমার ঠিক মনে নেই। সে যাই হোক, নিজের মনের ভিতর একটি ডিজাইন কল্পনা করে নিয়ে বৃষ্টির ফোঁটার ভিতরে ছোট ছোট করে ডিজাইনটি ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। এই আর্ট সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে আসলে যথেষ্ট ধৈর্য্যের প্রয়োজন হয় আর সময়েরও। যাইহোক আমার আজকের আর্ট টি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।
এটি হলো আমার আজকের ম্যান্ডেলা আর্ট।
প্রয়োজনীয় উপকরণ |
---|
সাদা কাগজ |
পেন্সিল |
রবার |
স্কেচ পেন |
মার্কার |
পেন |
অংকন প্রণালী :
প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি - সাদা কাগজ, স্কেচ পেন , মার্কার, পেন্সিল ,রবার আর পেন।
প্রথমেই পেন্সিল দিয়ে বৃষ্টির ফোঁটার স্কেচটি করে নিলাম। এরপর মার্কার দিয়ে পেন্সিলের দাগের উপর দিয়ে স্কেচ করে নিয়ে ,পেন্সিলের দাগটাকে রবার দিয়ে মুছে দিলাম। বৃষ্টির ফোঁটাটির পাশের দিকে অল্প অল্প করে নীল রং করে নিলাম।
এরপর নীল রং এর পাশে ,আকাশি রং এর স্কেচ পেন দিয়ে হালকা রং করে নিলাম। বৃষ্টির ফোঁটা টির মধ্যে প্রথমে মার্কার দিয়ে এবং পরবর্তীতে পেন দিয়ে সামান্য ডিজাইন করে নিলাম।
এরপর স্কেচ পেন দিয়ে বৃষ্টির ফোঁটা টির মধ্যে ছোটো ছোটো করে ডিজাইন করে নিলাম।
আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের ম্যান্ডেলা আর্ট।
এরপর ম্যান্ডেলা আর্টটির নীচে সিগনেচার করে নিলাম।
সবশেষে ছবিটিকে হাতে নিয়ে একটি ফটো তুলে নিলাম।
পোস্ট বিবরণ | আর্ট |
---|---|
ডিভাইস | realme 8i |
ফটোগ্রাফার | @pujaghosh |
লোকেশন | বারাসাত |
আবহাওয়ার সাথে মিল রেখে মেন্ডেল আর্ট করেছেন বেশ ভালো লাগছে দেখতে। বৃষ্টির ফোঁটা একদম অরিজিনাল মনে হচ্ছে কারণ আকৃতি টা ঠিক একই রকম। সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাই আপনাকে, আপনার মূল্যবান মন্তব্যের জন্য ।
আপনি খুব সুন্দর একটি বৃষ্টির ফোঁটার ম্যান্ডেলা আর্ট করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। ম্যাডেলা আটগুলো করতে একটি সময় লাগলেও দেখতে খুবই সুন্দর লাগে। আপনার ম্যান্ডেলা আর্টটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি ম্যাডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু । ধন্যবাদ আপনাকে।
ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। এ ধরনের আট খুবই চমৎকার হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁত ভাবে বৃষ্টির ফোঁটার ম্যান্ডেলা আর্ট করেছেন। বৃষ্টির ফোঁটার ম্যান্ডেলা আর্ট খুবই দুর্দান্ত হইছে। আমাদের মাঝে সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে দিদি এতো চমৎকার ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে ,আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বাহ!! বৃষ্টির ফোঁটার তো দারুন ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্টটি দেখতে খুবই চমৎকার লাগছে। ম্যান্ডেলা আর্টটির ভিতর নিখুঁতভাবে ডিজাইনগুলো সম্পূর্ণ করেছেন জন্য বেশি সুন্দর দেখা যাচ্ছে। ধন্যবাদ দিদি বৃষ্টির ফোঁটার সুন্দর এই ম্যান্ডেলা আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
কি সুন্দর ক্রিয়েটিভিটি। বৃষ্টির ফোঁটার দারুন ম্যান্ডেলা আর্ট করেছেন দিদি। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর মাঝের ডিজাইন গুলো আলাদা আলাদা হওয়ায় দেখতেও বেশ ভালো লাগছে। অনেক ধন্যবাদ দিদি দারুন একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনাকে, আপনার অনেক সুন্দর মন্তব্যের জন্য।
এমনিতেই বৃষ্টির ফোটা দেখতে একদমই অসাধারণ লাগে। আর বৃষ্টির ফোঁটা দিয়ে আপনি যেভাবে আজকের এই ম্যান্ডেলা আর্ট তৈরি করে ফেলেছেন এটি একদমই ইউনিক হয়েছে৷ কখনো এরকম ভাবে মেন্ডেল আর্ট করার চিন্তাও আমার মাথায় আসেনি৷ তবে আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি ক্রিয়েটিভ একটি আর্ট দেখতে পেরে খুবই ভালো লাগলো।
আপনার কাছে আর্ট টি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই।ধন্যবাদ আপনাকে।
দুইদিন থেকে আমাদের এদিকেও বৃষ্টি হচ্ছে আপু। বৃষ্টি ভেজা দিনে কোন কিছু আর্ট করতে অনেক ভালো লাগে। বৃষ্টির ফোঁটার ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনি একেবারে ভিন্ন ধরনের একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে আপু।
আপনার অনেক প্রশংসনীয় মন্তব্যের জন্য, অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
আপু আপনার মেন্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়েছি।একটি বৃষ্টির ফোঁটার ম্যান্ডেলা আর্ট, প্রতিটি ধাপ আপনি অনেক দক্ষতার সহিত নিখুঁতভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ভালো লেগেছে প্রথম থেকেই শেষ পর্যন্ত শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্যও শুভকামনা রইল ভাই।
ঘুম থেকে উঠে যখন দেখেছিলেন বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই মুহূর্তে বৃষ্টির ফোটার ম্যান্ডেলা আর্ট করার চিন্তা করে ফেলেছিলেন এটা কিন্তু বেশ দারুন ছিল। আর এই বৃষ্টির ফোঁটার ভিতরে নিখুঁত নিখুঁত ফুলের ডিজাইন অঙ্কন করার কারণে দেখতে ভালো লাগছে। আপনি অনেক সময় দিয়ে এবং ধৈর্য ধরে পুরোটা কমপ্লিট করেছেন যা দেখেই বুঝতে পারছি দিদি। ডিজাইনগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে জাস্ট অসাধারণ লাগছে।
হ্যাঁ আপু , বেশ সময় আর ধৈর্য্যর প্রয়োজন হয়েছিল এই আর্ট টি তৈরি করতে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকারভাবে বৃষ্টির ফোঁটার ম্যান্ডেলা আর্ট করেছেন। সকালবেলা ঘুম থেকে বাহিরে বৃষ্টি হচ্ছে দেখে আপনি এই বৃষ্টির ফোঁটার ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে ম্যান্ডেলা আর্টের ভিতরে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে বেশ চমৎকার লাগতেছে। তবে আপনার ম্যান্ডেলা আর্ট দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।