চিল হাঁসের বাথটাবে বৃষ্টি স্নানের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ❤️
হ্যালো
কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো একটি চিল হাঁসের চমৎকার সুন্দর বৃষ্টি স্নানের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে।
চিল হাঁস খুবই চমৎকার সুন্দর একটি হাঁস।চিল হাঁস আগে তেমন একটা দেখা যেতো না কিন্তুু এখন কোথাও কোথাও দেখতে পাওয়া যায়। আমাদের বাড়িতে কিছু চিল হাঁস আছে আর সেগুলো দেখতে ভীষণ চমৎকার। চিল হাঁসের মাথার মুকুট গুলো দেখতে দারুণ লাগে।মেয়ে হাঁসের মাথার অল্প মুকুট থাকলেও পুরুষ হাঁসের মাথার অনেক বড়ো ও সুন্দর মুকুট থাকে যা দেখতে দারুণ লাগে।
আমাদের বাড়িতে বেশ কিছু বছর থেকে চিল হাঁস পালন করে থাকে।চিল হাঁসের মাংস অনেক সুস্বাদু হওয়ার কারণে মুলত পালন করে চিল হাঁস।চিল হাঁসের অনেক দামও একটি পুরুষ চিল হাঁস কিনতে ১৫০০ থেকে ২০০০ হাজার টাকা গুনতে হয়।
আমাদের বাড়িতে যতোগুলো চিল হাঁস হয় সব গুলোই আত্নীয় স্বজন নিয়ে খাওয়া হয়ে থাকে। আমিও অনেক সখ করে বাড়ি থেকে চিল হাঁসের ডিম এনে বাচ্চা ফুটিয়ে ছিলাম কিন্তুু দুঃখজনক যে একটি বাচ্চা ও বাঁচে নি সব গুলো মরে গেছে।
যাই হোক আমাদের বাড়িতে যে চিল হাঁস আছে সেগুলো দেখতে অনেক সুন্দর আর আমি বাড়িতে গিয়ে চিল হাঁসের অনেক ফটোগ্রাফি করেছি এবং ভিডিওগ্রাফি করেছি।
চিল হাঁসের ও কবুতরের স্নান করার জন্য একটি বাথটাব আছে আর সেখানে চিল হাঁস ও কবুতর স্নান করে।চিল হাঁস পুকুরে নামতে পছন্দ করে না সেজন্য বাড়িতে স্নান করে বেশি।
রিমঝিম বৃষ্টি হচ্ছিল আর তখন দেখতে পাই একটি চিল হাঁস মনের সুখে সুন্দর করে স্নান করছে তাই এই সুন্দর স্নান করার মুহূর্তের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করে রেখেছি।বৃষ্টিতে স্নান করার দৃশ্য টি দারুণ লাগছিলো।
তো চলুন দেখি চিল হাঁসের বৃষ্টি স্নানের ভিডিও
লিঙ্ক
এই ছিলো আমার আজকের চিল হাঁসের বৃষ্টি স্নানের ভিডিওগ্রাফি।আমার তো খুবই ভালো লেগেছে ভিডিও টি।আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন নতুন সুন্দর পোষ্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ভিডিওগ্রাফি |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
https://x.com/DattaShapla/status/1926565832546537514?t=FbjP8NW6i0P71UPqRVW6Dg&s=19
চিল হাঁসের বাথটাবে স্নান করার ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর হয়েছে দেখতে। ভিডিওটি দেখেও বেশ ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ধারণ করেছেন। ভীষণ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে এবং চিল হাঁস সম্পর্কে জেনে ধন্যবাদ।