বৃষ্টিময় সারাদিন

in আমার বাংলা ব্লগ20 hours ago
জীবনে প্রতিটা ধাপেই রয়েছে শিক্ষা

girl-8861154_1920.png

Source

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি তবে শারীরিকভাবে একটু অসুস্থ আছি। আশা করা যায় খুব দ্রুত সুস্থ হয়ে যাবো। আজ সারাদিনেই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে যার কারণে বর্তমানে ঢাকার আবহাওয়া একেবারে শীতল এবং শান্ত রয়েছে।

আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বাহিরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি পড়ছে। তখন আনুমানিক সকাল আটটা বাজবে। পরবর্তীতে আমি আশেপাশে একটু ঘুরে ফিরে পরিবেশ বোঝার চেস্টা করছিলাম। এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল ঘুম থেকে উঠে যেয়ে আর অন্য কোন কাজে বসব সেই ইচ্ছাটাও হচ্ছিল না। কারণ মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছিল। পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এবং বাহিরে তেমন কোন কাজ নেই আর নাস্তাটা না হয় এক দুই ঘন্টা পরেই করা যাবে। তাই আবারও কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।

পরবর্তীতে সকাল দশটার সময় ঘুম থেকে উঠলাম। আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। পরবর্তীতে নাস্তা তৈরি করে নিজের নাস্তা শেষ করে ফেললাম এদিকে ছোট ভাই ও ঘুমন্ত রয়েছে তাকেও ডেকে নাস্তা করাতে সাহায্য করলাম। পরবর্তীতে ইচ্ছে করছিল বারান্দায় বসে লাল চা খাব এবং বৃস্টি উপভোগ করব। যেই ভাবা সেই কাজ। সেটাই প্রথমে করলাম নাস্তা শেষ করে লাল চা বানালাম। লাল চা খেতে খেতে বাহিরের বৃস্টি উপভোগ করছিলাম। বেশ দারুন লাগছিলো সময় টা।

আমি যখন প্রথম ঢাকায় এসেছিলাম ঢাকায় এসে ছোটখাটো একটি চাকরি করতাম কিন্তু সেই চাকরির মাঝে সেই সময়টাতেই প্রচুর বৃষ্টিপাত হতো এবং সেই সময়ে আমি অফিসের মধ্যেই বারান্দায় গিয়ে লাল চা বানিয়ে সেই চা খেতাম এবং মুষলধারে বৃষ্টি উপভোগ করতাম। যদিও সেই সময় অফিসের তেমন কোন কাজ থাকতো না তাই সেই সময়গুলো আমি সেভাবেই অতিক্রম করেছিলাম। যদিও সেই বিষয়টা আমার এখনো ভালো ভাবে মনে আছে এবং সত্যি সেই সময়টাকে অনেক বেশি মিস করি।

rain-7995866_1920.jpg

Source

বৃষ্টি হলেই লাল চা হাতে নিয়ে বৃষ্টির ভোগ করা এবং সেই সাথে যদি ফেভারিট কোন গান চালিয়ে দেওয়া যায় তাহলে সেই সময়টা অনেক ভালোভাবেই উপভোগ করা যায়। ঠিক যেমনটা আজ আমি করেছি। পরবর্তীতে আবার অতীতের কিছু স্মৃতির কথাও মনে পড়ে গেল। সেই ছোটবেলায় বৃষ্টির সময় আমরা কতই না মজা করেছিলাম। কিন্তু আজ কোন বন্ধু আমাদের আশেপাশে নেই। প্রত্যেকটা বন্ধু নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত নিজের ক্যারিয়ার গোছাতে ব্যস্ত।

তবে আর যাই হোক না কেন আজকের এই সময়টা বেশি উপভোগ করছি। এই তো কিছুক্ষণ আগেই অনেকটা ঝড়ের মত একটি অবস্থা সৃষ্টি হয়েছিল আমাদের এখানে। তারপর বিদ্যুৎ চলে গিয়েছিল। সবমিলিয়ে একটি বর্ষাকালের প্রকৃত অনুভব অনুভূতি করতে পারছি। বর্তমানে আপনাদের এলাকার কি অবস্থা তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন আজকের মত এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: বৃষ্টিময় সারাদিন

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  

@alsarzilsiam, অসাধারণ! Your post beautifully captures the essence of a rainy day in Dhaka. I loved how you intertwined your present enjoyment of rain with nostalgic memories of your first job and simpler times. The imagery of sipping লাল চা (red tea) while watching the rain is so vivid and relatable. It reminds us to find joy in everyday moments.

It's also interesting to see how you connect the rain to memories of childhood and friends, highlighting how life evolves. The photos perfectly complement your narrative, adding a personal touch. Thank you for sharing this cozy slice of your life with the Steemit community. What's your favorite song to listen to on a rainy day? I'm curious to know! Keep creating such engaging content!