শেষ পর্ব || ভার্সিটিতে Rag Day উদযাপন!
12-08-2025
** ২৮ শ্রাবণ , ১৪৩২ বঙ্গাব্দ**
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি ভালো না থাকলে কোনো কাজই করতে পারবেন না। তো ইতোমধ্যে আমাদের ভার্সিটিতে হয়ে যাওয়া Rag Day এর ১ম পর্ব শেয়ার করেছিলাম। আজকে ২য় পর্ব লিখতে বসে পড়লাম।
১ম পর্বের পর
আমাদের এবারের Rag Day উদযাপন দুটো সেগমেন্ট এ সাজানো হয়েছিল। প্রথম অংশ সম্পর্কে ইতোমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। ১ম সেগমেন্ট টা ছিল ইসলামিক ফেইথ অনুষ্ঠান। যেখানে বাংলাদেশের স্বনামধন্য ইসলামিক স্কলাররা এসেছিলেন। তার মধ্যে মোক্তার আহমেদ স্যার অন্যতম! তাছাড়া ডুয়েটে এর ইতিহাসে এবারই প্রথম আয়োজন এটি যেখানে ভার্সিটির Rag Day তে ইসলামিক অনুষ্ঠান আয়োজন। তবে Rag Day বলতে আমরা কনসার্টকে বুঝে থাকি। পাবলিক ভার্সিটির Rag Day হবে সেখানে স্বনামধন্য ব্র্যান্ড থাকবে না, তা কি করে হয়! এবারের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড Warfaze। ওয়ারফেজের গান পছন্দ করে না এমন মানুষ কম। বিশেষ করে যারা স্কুল, কলেজ ও ভার্সিটিতে পড়াশোনা করে তারা বেশি ব্র্যন্ডের গানের সাথে পরিচিত থাকে বেশি।
আগেরবার Ashes ব্র্যান্ডকে আমন্থণ জানানো হয়েছিল! আর কোনে একটা ব্র্যান্ডের গান শোনার জন্য মানুষ অধির আগ্রহে অপেক্ষায় থাকে। এবার Warfaze ব্র্যান্ড নিয়ে আলাদা একটা উত্তেজনা ছিল সবার মাঝে। কনসার্টটা ভার্সিটিকে কেন্দ্র করে হলেও ভার্সিটির বাহির থেকে অনেকেই আসে ডুয়েটের কনসার্ট দেখার জন্য! যেহেতু ডুয়েট ক্যাম্পাস ধূমপান মুক্ত। তাই এবার সিকিউরিটি বেশি বাড়ানো হয়েছিল! কারণ কনসার্টে এসে অনেকেই অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যায়! তার জন্য সন্ধ্যা থেকেই গেইটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। আমাদেরকে অবশ্য আগেই বলে দিয়েছিল সাথে করে আইডি কার্ড নিয়ে আসার জন্য। কারণ গেইট দিয়ে প্রবেশ করার সময় চেক করবে। অনুষ্ঠান শুরু হয়ে যায় এশার নামাজের পরই। আমাদের ডুয়েট এর একটি গানের ব্র্যান্ড রয়েছে! তারা শুরু করে প্রথমে! ভোকালে আমাদের ইইই ডিপার্টমেন্ট এর কয়েকজন সিনিয়র বড় ভাই ছিল। বিভিন্ন নামকরা ব্র্যন্ডের গান তারা গাইতে শুরু করেছিল। মজার ব্যাপার হলো তাদের গান গাওয়ার ধরণটা একদম মেইন সুরকারের মতো মনে হচ্ছিল।
আমাদের ডুয়েটের ব্র্যান্ড অনেকগুলো গান গেয়েছিল। তাদের গান শেষ হতে হতে রাত বারোটা বেজে যায়। তারপর বাংলাদেশের আরও একটি ব্র্যান্ড Bay of Bengal স্টেজে আসে। সবচেয়ে জনপ্রিয় একটি গান ওপারে দিয়ে শুরু করে Bay of Bengal। গানটি অনেক আগের হলেও এখনও অনেক জনপ্রিয়। তারপর গেয়েছিল এই শহরে আমি তোমার এখনও গন্ধ খুঁজে পায়। গানটি আমার বেশ প্রিয়। Bay of Bengal মনে হয় দশটির মতো চমৎকার গান উপহার দেয়। তাদের পারফরর্মেন্স শেষ হতে হতে দুইটার উপরে বেজে যায়। তবে সবাই অপেক্ষায় ছিল Warfaze কখন আসবে। Warfaze স্টেজে আসে রাত তিনটার দিকে। তখন তো প্রায় রাত্রিশেষ একেবারে এমন। তখনও অনেক দর্শক ছিল মাঠে। Warfaze স্টেজে আসতেই দর্শকরা উচ্ছসিত হয়ে যায়। প্রথমেই শুরু করে অবাক ভালোবাসা গান দিয়ে। তারপর রুপকথা। এরপরে পূর্ণতা। আর গানগুলো চমৎকার সব। Warfaze ৭-৮ টার মতো গান কভার করতে পারে। কারণ ফজরের আযানের সময় হয়ে যায় তখন।
Device | Oppo A12 |
---|---|
Photographer | @haideremtiaz |
Location | DUET, Gazipur |
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
twitter share
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভার্সিটির rag day উপলক্ষে দারুন সময় উপভোগ করেছেন মনে হয়। Warfaze এর গান আমার খুব পছন্দ। ভার্সিটিতে এত জাকজমকপূর্ণ উৎসব অনুষ্ঠান দেখে বেশ ভালো লাগলো। স্বপ্নের ডুয়েট জানিনা কখনো পাবো কিনা। তবে যতবার নামটা শুনি ততবার যেন মনে খুব স্বাধ জাগে স্বপ্নকে ছুঁয়ে দেখার।
হুমম,, ডুয়েটে তোমাকে আমন্ত্রণ!