রবীন্দ্র কুঠিবাড়ি ভ্রমণ। (শেষ পর্ব)
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১২ ই মে, সোমবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। আমি আপনাদের সাথে প্রতিদিন নতুন নতুন পোস্ট শেয়ার করে থাকি। ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে। অনেকদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠেনা। বেশ কিছুদিন আগে রবীন্দ্র কুঠিবাড়ি ঘুরতে গিয়েছিলাম। সেখানকার কয়েকটি পর্ব আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে তার শেষ পর্ব শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
সেদিন যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করলে নিজের মতো ঘোরা যাই। আর ফ্যামিলির সাথে গেলে সেরকমটা হয়ে ওঠেনা। আমার অবশ্য ফ্যামিলির সাথে খুব একটা বেড়াতে যাওয়া হয় না।আগের পর্বে আপনাদের সাথে কুঠিবাড়ি দ্বিতীয় তলায় ওঠা পর্যন্ত শেয়ার করেছিলাম। রবীন্দ্র কুঠিবাড়িতে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত নানান ধরনের জিনিসপত্র সাজানো গোছানো রয়েছে। সেগুলো দেখার উদ্দেশ্যেই মূলত মানুষজন সেখানে গিয়ে থাকেন। আমরাও সেই উদ্দেশ্যে গিয়েছিলাম। তবে সেখানকার ছায়াছবিদের পরিবেশটাও মানুষকে সেখানে টেনে নিয়ে যাবে। উপরে উঠেই প্রখর রোদের উষ্ণতা পেলাম। প্রথমেই সেখানে গিয়ে নিজে কিছু ছবি তুলে নিলাম।
দোতালার উপর থেকে নিচের পরিবেশ দেখতে আরো বেশি সুন্দর লাগে। সেখানে দাঁড়িয়ে নিজের সুন্দর পরিবেশ উপভোগ করছিলাম। সবুজে সবুজে যেন সবকিছু ছেয়ে আছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তারপর বাম দিকে তাকাতে দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বেশ কিছু জিনিস। সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো ছবিও দেখতে। তার ব্যবহৃত চেয়ার টেবিল সবকিছু এখানে ছিল। আরো কিছু কিছু জিনিস ছিল যেগুলো চিনতে পারিনি। সবকিছু দেখতে ভীষণ ভালো লাগছিল। আমরা সবাই মিলে তো বেশ মজা করে জিনিসগুলো দেখছিলাম এবং উপভোগ করছিলাম।
তারপরে দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটি নৌকা। এটা মূলত টিনের নৌকা ছিল। আগেকার সময় মনে হয় এ ধরনের নৌকা ব্যবহার করা হতো। এটা দেখে তো আমার নৌকায় মনে হয়েছে। নৌকাটা দেখতে অনেকটা ইউনিক। এখন তো আর এসব দেখা যায় না। তারপর উপরে আর দেখার মত কিছুই ছিল না। এবার পালা ছবি তোলার। যে যার মত ছবি তুলে নিচ্ছিলাম। তারপর কুঠিবাড়ির ভেতর থেকে আমরা নেমে আসলাম। ভেতরের সব জিনিস দেখা শেষ। চারিদিকে ঘুরে দেখাও শেষ হয়ে গেছে।তবে আমার কাছে বেশি ভালো লেগেছিল পুকুর পাড়টা। সেজন্য আবার সবাই মিলে পুকুর পাড়ের দিকে চলে গেলাম।
পুকুর পাড়ের দিকে গিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকলাম। আমাদের যেহেতু বিকেলের দিকে সেখান থেকে আসার কথা ছিল। তাই বিকেল হতে কিছুটা সময় বাকি থাকায় আমরা আরেকটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। পুকুর ধারে পা দুলিয়ে বসে থাকতে বেশ লাগছিল। তারপর আমরা দেখতে পেলাম আমাদের কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণ আমি খুব একটা পছন্দ করি না তারপরেও সবার সাথে খাওয়ার জন্য কিনে নিলাম। সবাই একটা একটা করে কুলফি মালাই নিয়ে নিলাম। কুলফি মালাই খেতে খেতে সবাই মিলে গল্প আড্ডায় মেতে উঠলাম। তারপর সময় হলো সেখান থেকে চলে আসার।
তখন বেলা বেশ খানিকটা ছোট ছিল তাই তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে আসলো। সন্ধ্যার অনেকটা আগে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। আড্ডা হাসি মজা খুনসুটিতে সবাই মিলে চমৎকার একটি দিন উপভোগ করলাম। আমরা বাসে করে সেখান থেকে কুষ্টিয়ায় চলে আসলাম। আমাদের আসতে সন্ধ্যে হয়ে গিয়েছিল। দারুন উপভোগ্য একটি দিন ছিল। যারা কুষ্টিয়াতে ঘুরতে আসে তারা যদি রবীন্দ্র কুঠি বাড়িতে না যায় তাদের ঘোরাঘুরি করাটা অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। সেখানকার ছায়া সুনীবির পরিবেশ আপনাকে মনমুগ্ধ করে দেবে।
আজ এই পর্যন্তই।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ৭ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project
@tipu curate
Upvoted 👌 (Mana: 1/6) Get profit votes with @tipU :)
https://x.com/PurnimaBis34652/status/1922204850802082235?t=lRXlyNpQU_cZdHzx5U7rmw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1922205653981958219?t=r19lFsi57nAfDKKyxOTZ-w&s=19
https://x.com/PurnimaBis34652/status/1922206190424961117?t=LBc_ZeKXxZoheuL8iS5FaA&s=19
রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে গিয়ে সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছে জেনে খুবই ভালো লাগলো। ইতিমধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঘোরাফেরা নিয়ে অনেকগুলো পর্ব পড়েছি। আজকের শেষ পর্ব টা পড়ে বেশ ভালই লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।