টাকায় কি সুখ কেনা যায়?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

এ প্রশ্নটি আসলে অনেক বেশি পুরনো একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি কখনো না কখনো আমাদের সকলের মাথাতেই হয়তো এসেছে। অর্থাৎ এটা এমন একটি প্রশ্ন যেটা আসলে আমাদের সকলকেই কখনো না কখনো শুনতে হয়েছে কিংবা এখনো শুনছি। কিন্তু এটার যে যথাযথ উত্তর, সেটা আসলে জানা আছে কিনা আমার জানা নেই। অর্থাৎ আমি আমার মতন করে এই প্রশ্নটির উত্তর দেয়ার চেষ্টা করছি। আমি জানিনা আমি সম্পূর্ণ সঠিক হবো কিনা কিংবা এমনও হতে পারে যে আমি সম্পূর্ণ ভুল। তাও আমি আমার উত্তরটি শেয়ার করছি।

আমার কাছে মনে হয় যে, টাকায় অবশ্যই সুখ আছে। কারণ সুখ কেমন একটি জিনিস, যেটা আসলে পাওয়ার জন্য মানুষের কঠোর পরিশ্রম করতে হয় এবং এ পরিশ্রম এর মাধ্যমে আসলে সুখ পাওয়া সম্ভব।পরিশ্রম এর মাধ্যমে সফলতা আসলে তবেই আমরা সুখের মুখ দেখতে পারি। এখন আমরা পরিশ্রম করি। কিন্তু আমরা পরিশ্রম করি আমাদের সফলতা এবং টাকার জন্য। কারণ টাকা ছাড়া আসলে আমরা কোনো কিছুই করতে পারবো না, এটা আমরা সকলেই জানি।

এখানেই মূলতো মূল বিষয়টা আছে। অর্থাৎ আমরা আসলে টাকা দিয়েই কিন্তু সুখ কিনি। অথচ সবসময় এমন নয় যে, শুধুমাত্র টাকা থাকলে সুখ পাওয়া যায়। কিন্তু এটা আমাদের ভাবতেই হবে যে, আমাদের সুখের জন্য টাকা প্রয়োজনীয়তা প্রয়োজন এবং দেখবেন যে যেখানে আসলে টাকা নেই, সেখানে সুখ ও নেই। আমি জানিনা আপনারা কতোজন আমার সাথে একমত হবেন। কিন্তু আমার কাছে মনে হয় টাকাতে অনেক সুখ রয়েছে,তবে তা যদি হয় হালাল পথে। কারণ এটা আমি অনেকবার খেয়াল করে দেখেছি, যে টাকা হারাম ইনকাম করা হয়। সেই টাকায় কখনো সুখ আসে না বরং সে টাকাতে থাকে অনেক বেশি অশান্তি।তাই এই প্রশ্ন এর উত্তর যদি দিতে বলে আমাকে, তাহলে আমি বলবো হ্যাঁ অবশ্যই টাকায় সুখ আনা সম্ভব,তবে তা হালাল টাকায়।

ABB.gif