PUSS যেনো বাঁধাহীন
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার কাছে মনে হয় যেনো আমাদের এই কয়েন একেবারে বাধাহীন ভাবে এগিয়ে চলেছে। কারণ মাঝে আসলে অনেক কয়েন অর্থাৎ অনেক স্ক্যান কয়েন আমাদের এই PUSS কয়েন সম্পর্কে মিথ্যা রটনা রটানোর চেষ্টা করেছিলো।অর্থাৎ অনেকভাবে এটা প্রমাণ করার চেষ্টা করেছিলো যে এটা একটা ফেক কমিউনিটি, এটা একটা ফেক কয়েন, এটা একটা স্ক্যাম কয়েন। যার কোনো ভিত্তি নেই। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, যারা এই কথাগুলো ছড়িয়েছে। তারা এখন যেনো একেবারে গায়েব হয়ে গিয়েছে। অর্থাৎ তাদের এখন হদিস পাওয়া যাচ্ছে না। আসলে আমাদের এই কয়েন যে কোনো স্ক্যাম কয়েন নয়। সেটা বুঝতে আর কারো বাকি নেই বলেই আমার মনে হয়।
আসলে স্ক্যাম কয়েন তাকেই বলা যায়। যার কোনো ভিত্তি এবং ব্যাকগ্রাউন্ড নেই। কিন্তু আমাদের কয়েন এর ব্যাকগ্রাউন্ড এতোটাই মজবুত যে আমাদের এই কয়েন বাঁধাহীন ভাবে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এগিয়ে যাচ্ছে এমন দুর্বার গতিতে যেনো সত্যি একটা সময় বলতে বলতে আমাদের কয়েন এতোটাই উন্নতির শিখরে পৌঁছে যাবে যে, যখন হয়তো এই কয়েন কিনতে হলেও মানুষের অনেক অনেক টাকা খরচ করতে হবে।
এটা বলার একমাত্র কারণ হলো, আমাদের এই কয়েনের ইউটিলিটি আমরা যতোদিন যাচ্ছে ততো বাড়িয়েই চলেছি এবং প্রমোশন তো রয়েছেই। অর্থাৎ সবকিছু মিলিয়ে কয়েনের সবকিছুই অনেক বেশি পজিটিভ এবং এর কারণেই আসলে আমাদের PUSS COIN একেবারে বাধাহীনভাবে এগিয়ে যাচ্ছে এবং আশা করি ভবিষ্যতেও তাই হবে। আর এ কারণেই puss কয়েন নিয়ে আমাদের অনেক বেশি বেশি প্রচারণা চালানো উচিত। যাতে করে সকলের কাছেই আমাদের এই PUSS coin পৌঁছে যায়।
@raintears, congratulations on trending! Your insights on the PUSS coin are incredibly engaging and resonate with the community. It's fascinating to see your perspective on how this coin has persevered despite the FUD and continues to gain momentum. I appreciate your optimism about its future and how you highlight the importance of community support and promotion.
The way you've articulated the coin's potential and its growing utility is compelling. Keep sharing your thoughts and analysis – they are valuable contributions! I am interested to hear your thoughts on the current market conditions on PUSS coin. Everyone, let's keep the conversation flowing in the comments!