$PUSS এর ভবিষ্যৎ ও ভবিষ্যৎ পরিকল্পনা

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে $PUSS এর ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বলশেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে আরো কিছু পোস্ট শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।


1000081456.png


আজকে আমি আবার আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে চলে আসলাম৷ আজকে আমি আপনাদের মাঝে যে পোস্ট শেয়ার করব সেটি আপনারা হয়তো টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কি সম্পর্কে পোস্ট করতে যাচ্ছি৷ এই পোস্টের মধ্যে আমি খুব সুন্দর কিছু বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করব৷ $PUSS coin আমাদের সবার পরিচিত৷ $PUSS কয়েন সম্পর্কে আমরা সকলেই অবগত রয়েছি৷ এই কয়েন এর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে যাচ্ছে৷ এই কয়েনের দাম যেভাবে বৃদ্ধি পেয়ে যাচ্ছে তা থেকে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারবে৷ এটি এতটাই দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে যে এর ফলে আমরা অনেক উপকৃত হচ্ছি এবং অনেক লাভবান হচ্ছি৷ একইসাথে আমরা যতই লাভবান হতে থাকবো ততই আমরা এই $PUSS coin এর ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা করতে পারব। একইসাথে ভবিষ্যতকে এখন থেকে যেভাবে আমরা উজ্জ্বল দেখছি তা থেকেই বোঝা যায় যে এটি ভবিষ্যতেও খুবই ভালো পারফরমেন্স করবে৷ খুব ভালো একটি পর্যায়ে পৌঁছে যাবে যা আমাদের সবার জন্য অনেক ভালো একটি ব্যাপার৷ এটি আমরা করতে পারলে আমরা ভবিষ্যতে অনেক কিছুই করে ফেলতে পারব৷


এই কয়েন যখন বের হয়েছিল তখন এর দাম অনেক কম ছিল এবং প্রতিনিয়ত এর দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে৷ যখন এর দাম আরো অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে তখন থেকেই এর মধ্যে খুব সুন্দর কিছু বিষয় আসতে থাকবে৷ একই সাথে এখানকার অনেক বিষয়ে আমরা এখানে দেখতে পাবো এবং ভবিষ্যতে আমরা যদি এর উপরে কাজ করে যেতে পারি তাহলে আমরা এর থেকে অনেক লাভবান হতে পারব৷ যা আমাদের সকলের জন্য অনেক উপকারী হবে৷ একইসাথে এখানকার যে সকল বিষয়বস্তু রয়েছে তা যদি আমরা করে নিতে পারি তাহলে আমরা এখান থেকে অনেক কিছুই পেতে থাকবো৷ এখানে অনেকগুলো বিষয় রয়েছে যা আমরা অতি তাড়াতাড়ি করে ফেলতে পারলে আমাদের জন্য অনেক ভালো হবে৷ তার মধ্যে একটি কাজ হচ্ছে আমাদেরকে এখন অনেক বেশি পরিমাণে $PUSS coin কিনে রাখা দরকার এবং হোল্ড করা দরকার৷ আমরা যত বেশি পরিমাণে $PUSS coin হোল্ড করতে পারবো ততই আমাদের জন্য অনেক ভালো হবে৷ এই কয়েন আমরা যত বেশি হোল্ড করবো ততই আমাদের জন্য উপকার হবে এবং এর ভবিষ্যত আমরা উজ্জ্বল দেখতে পাবো৷


আমরা সকলেই জানি এখন এই কয়েনের হোল্ডার অনেক বেশি এবং এই কারণে প্রতিনিয়ত এর প্রাইস বৃদ্ধি পেয়ে যাচ্ছে৷ এভাবে সবসময় $PUSS coin এর প্রাইস বৃদ্ধি পেয়ে যেতে থাকলে আমাদের অনেক উপকার হবে। একইসাথে এখানকার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমরা করে নিতে পারি তাহলে আমরা এখান থেকে আরো অনেক কিছুই পেয়ে থাকব৷ ভবিষ্যতে এর অনেক সুফল আমরা ভোগ করতে পারব৷ এখন আমাদের কাছে যে $PUSS coin রয়েছে তা থেকেও আমরা এখন অনেক বেশি লাভে হয়েছে। এই লাভ অনেক বেশি পরিমাণে হয়ে যাবে যখন ভবিষ্যতে এর দাম অনেক বৃদ্ধি পেয়ে যাবে৷ যখন এই কয়েনের প্রাইস অনেক বৃদ্ধি পেয়ে যেতে থাকবে তখন এই কয়েনের এমন কোন বিষয়ই থাকবে না যে আমরা এখানে করে নিতে পারব। তাই আমাদের সকলেরই $PUSS coin নিতে হবে এবং এই বিষয়কে আমাদের অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে৷


এই $PUSS কয়েন এর জন্য আমরা সবাই টুইটারে প্রমোশন করে যাচ্ছি৷ এই প্রমোশনের ফলে অনেকেই আমাদের এই কয়েনের যে বিষয় রয়েছে সেটি সম্পর্কে জানতে পারছেন এবং সকল বিষয়গুলো ওনারা আমাদের কাছ থেকে জানতে পারছেন৷ তারা একটি বিশ্বস্ত কমিউনিটি থেকে এটি পেয়েছেন এবং আমাদের এই কমিউনিটি অনেক বিশ্বস্ত একটি কমিউনিটি৷ তাই এই কমিউনিটি থেকে যেকোনো কিছুই সকলেরই বিশ্বাসের যোগ্যতা রাখে৷ এখানকার যে সকল মেম্বার রয়েছে তারাও একটি সম্মানিত জায়গায় রয়েছে৷ তাই আমরা যখন এখানে কোন ধরনের পোস্ট করি তখন তারা আমাদের এই পোস্টগুলোকে বিশ্বাসের সাথে বিবেচনা করে এবং সেই অনুযায়ী তারা সামনের দিকে এগিয়ে চলে। তাই আমাদের এই $PUSS coin এর ভবিষ্যতে অনেক উজ্জ্বল৷ একই সাথে আমাদের ভবিষ্যতও অনেক উজ্জ্বল হবে৷ যখন আমরা এই $PUSS coin হোল্ড করে রাখতে পারব এবং ভবিষ্যতে বিক্রি করে দিব তখন আমাদের এই $PUSS coin এর প্রাইস এতটাই বেশি বৃদ্ধি পাবে যা একেবারে বলার বাহিরে। এখন যেহেতু অনেক দ্রুত গতিতে এর প্রাইস বৃদ্ধি পেয়ে যাচ্ছে ভবিষ্যতে তা অনেক বৃদ্ধি পাবে এবং এত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে যা একেবারেই কল্পনার বাইরে থাকবে৷ যা আমাদের স্বপ্ন পূরণের একটি ধাপ হয়ে যাবে৷ তাই আমাদের সবার উচিত এই কয়েন হোল্ড করা এবং ভবিষ্যতের জন্য অপেক্ষা করা৷ একইসাথে আমাদের ভবিষ্যতে কি কি কাজ করা দরকার সেগুলো নিয়েও এখন থেকেই চিন্তা ভাবনা করা।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।

 last year 

পুষ কয়েন এর ভবিষৎ নিয়ে বেশ দারুন মতামত প্রদান করেছেন আপনি। আশা করি আপনার পোস্ট পড়ে সবাই নিজের ওয়ালেটে কিছু হলেও পুষ কয়েন রাখার চিন্তা করবে। এমন সুন্দর কিছু মূল্যবান কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে। অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে পুশ কয়েন নিয়ে খুবই সুন্দর একটি ভবিষ্যৎ বাণী লিখেছেন। আসলে ভাইয়া আমরা সকলেই এটার উপর অনেক আশাবাদী যেটার দাম আরো বৃদ্ধি পাবে। কেননা সবাই হোল্ড করে রেখেছে এটা ‌ । আশা করছি ঠিক এর ভবিষ্যৎ ভালো হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য।

 last year 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর আলোচনা করেছেন এই পোষ্টের মাঝে। আলোচনা করার মধ্য দিয়ে বেশ ধারণা পেলাম। যেখানে আপনার অনুভূতি প্রকাশ পেয়েছে এবং পরিকল্পনা প্রকাশ পেয়েছে। আমরা সবাই অনেকটা আশাবাদী এই কয়েনকে নিয়ে। জানিনা কবে আমাদের সফলতা আসবে। তুমি সবাই পথ চেয়ে রয়েছি।

 last year 

খুবই সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ।

 last year 

$PUSS কয়েন নিয়ে আপনি খুব সুন্দর পরিকল্পনা এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেছেন। তবে এটি ঠিক $PUSS কয়েন যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে আমরা যদি হোল্ড করে রাখি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আর টুইটারে সবাই যেভাবে দিতেছে আশা করি আমাদের $PUSS কয়েন সম্বন্ধে অনেকে জানতে পারবে। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

একদমই ঠিক বলেছেন৷ ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

ওয়াও ভাই আপনি $PUSS নিয়ে দেখছি বেশ ভালই ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন। আমাদের সবার উচিত হবে এই কয়টি হোল্ড করে রাখা তাহলে সবার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

সবসময় সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বেশি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এটা দেখেই তো আমার কাছে খুব ভালো লেগেছে। সুন্দর অনুভূতিটাকে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন আপনি। পুস এর ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। আশা করছি এটি ভবিষ্যতে অনেক ভালো একটা পর্যায়ে চলে যাবে। আর এর ফলে আমরাও আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো। খুবই সুন্দর হয়েছে এটি।

 last year 

খুবই খুশি হলাম আপনার সুন্দর মন্তব্যটি পড়ে।
অসংখ্য ধন্যবাদ।

 last year 

$PUSS এখন আমাদের প্রতি মুহূর্তে হৃদয়ের ভাবনায়। $PUSS নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কোন শেষ নেই। শয়নে স্বপনে এখন $PUSS নিয়ে ভাবছি। আপনার $PUSS নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা পড়ে খুব ভালো লাগলো। আশা করছি $PUSS এর ভবিষ্যৎ বেশ ভালো হবে। ধন্যবাদ আপনাকে ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।