টার্গেট ডিসেম্বর সিজন-৫ পাওয়ার বৃদ্ধি ২০০ স্টিম।
টার্গেট ডিসেম্বরের নতুন সিজন ১৮ সপ্তাহ আগে চালু হয়েছে । ইতিমধ্যেই আমি আমার নতুন টার্গেট সেট করে নিয়েছি । আমি আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১০০,০০০ স্টিম পাওয়ার বানাতে ইচ্ছুক । প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করতে না পারলেও ধীরে ধীরে আমার টার্গেটে পৌঁছে যাব ইনশাআল্লাহ ।
এসপ্তাহে আমার ওয়ালেটে ৫১১ স্টিম ছিল। ৫১১ স্টিম থেকে ২০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করলাম। আজ আমি যে স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি সেটির পর্যায়ক্রমিক স্টেপগুলো নিম্নে দেওয়া হলঃ
এরপর ২০০ স্টিম, পাওয়ার বৃদ্ধির কাজে ব্যবহার করলাম।
অবশেষে আমার ওয়ালেটে ৮২২০০ স্টিম-পাওয়ার পূর্ণ হলো।
১০০,০০০ স্টিম পাওয়ার পূর্ণ হতে আমার আরও ১৭৮০০ স্টিম পাওয়ার প্রয়োজন। আশাকরি ডিসেম্বর মাসের মধ্যে ১৭৮০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবো। আপনারাও আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান। আমরা সবাই একসাথে আরো একবার সফল হব ইনশা আল্লাহ্।
পোস্ট থেকে প্রাপ্ত ৫০% রিওয়ার্ড এর বাইরে আমি ২১০০০ এস,পি পাওয়ার আপ করতে ইচ্ছুক। আজ ২০০ স্টিম পাওয়ার আপ করায় ২১ হাজারের টার্গেট পূরণ হতে বাকি রইল ৮২০০ স্টিম। ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

প্রতি সপ্তাহে বড় পরিসরে পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করে এগিয়ে যাচ্ছেন সেই একই ধারাবাহিকতায় চলতি সপ্তাহেও ২০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন এগিয়ে যান ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
0.00 SBD,
0.47 STEEM,
0.47 SP
প্রতিনিয়ত পাওয়ার আপ করে এগিয়ে যেতে দেখে অনেক বেশী ভালো লাগছে ভাইয়া।এই সিজনে ১৭৮০০ স্টিম পাওয়ার আপ করলেই আপনার লক্ষ্য পূরণ হয়ে যাবে।আশাকরা যায় বড় বড় এমাউন্ট পাওয়ার আপ করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
0.00 SBD,
0.46 STEEM,
0.46 SP
আপনি এই সপ্তাহে ২০০ স্টিম পাওয়ার আপ করেছেন এবং এতে করে আপনি ৮২,২০০+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। আশা করি এই সিজনে আপনি আপনার কাঙ্খিত লক্ষ্য ১ লাখ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
একাউন্টঃ @rex-sumon
পাওয়ার বৃদ্ধিঃ = 0.243902%