আলু ক্ষেতের মধ্যে ইঁদুরের উপদ্রব
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ০৪ ই ফেব্রুয়ারি ২০২৪ ইং
আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে, আমরা এবছর বেশ কয়েকটি জমির মধ্যে আলু চাষ করেছি। এবছর বেশ ভালোই ফলন হয়েছে আমাদের আলু ক্ষেতের। শুধু আমাদের নয়, এবছর কম বেশি সকলেরই বেশ ভালোই ফলন হয়েছে আলুর। আলুর ফলন বেশি হ ওয়ার মূল কারণ হলো, অতিরিক্ত শীত না থাকা ।শীত না থাকার ফলে আলু ফলন একদম চোখ জুড়ানোর মতো হয়েছে। তবে, আমাদের উত্তর বঙ্গের মধ্যে প্রায় প্রতি বছরই আলুর ফলন বেশ ভালোই হয়।এই বিষয়ে হয়তো আপনারা সকলেই অবগত আছেন। বিশেষ করে আমাদের উত্তরের দিনাজপুর এবং রংপুর জেলার মধ্যে একটু বেশি আলু চাষ হয়। উত্তরের কৃষকেরা আলু চাষ করতে বেশ ভালোই পারদর্শী। তারা প্রতি বছর একদম অভিজ্ঞতার সাথে আলু চাষ করে থাকেন। আসলে আলু এমন একটি সবজি, যা চাষ শীতের প্রয়োজন আবার অতিরিক্ত শীতের কারণে এই সবজি নষ্ট হয়ে যায়।
যাইহোক, গতকাল আমি আমাদের আলু ক্ষেতের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে দেখতে পারলাম আমাদের আলু ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে ইঁদুর লেগেছে।আর এই ইঁদুর গুলো আমাদের আলু গুলো একদম নষ্ট করে ফেলছে। এটা আসলেই আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার।আমি বাসায় এসে আমার পরিবারের সবাই কে বিষয় টি জানালাম। বিষয় টি আমার পরিবারের মানুষ জানার পর অনেক টা আতঙ্কিত হয়ে পড়েন। কেননা, গত বছর ইঁদুর আমাদের আলু ক্ষেত একদম শেষ করে দিয়েছিল। আবার অনুরুপ ভাবে এবছর ও আলু ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে ইঁদুর লেগেছে। আসলে ইঁদুর গুলো আলু গুলো খুব বেশি খেতে পারেন না, কিন্তু তারা আলু গুলো গর্তের ভিতর নিয়ে যায় এবং সেখানে আলু গুলো একদম নষ্ট করে ফেলে।
আমার বাবা আজ সকাল বেলা আমাকে নিয়ে চলে যায় আমাদের আলু ক্ষেতের মধ্যে। আজকে সকাল বেলা আলু ক্ষেতের মধ্যে গিয়ে দেখলাম, আজকে আরো বেশি পরিমাণে ইঁদুর লেগেছে। আমরা সাথে করে একটি কোদাল নিয়ে গিয়েছিলাম। আমরা প্রথমে জমির চারপাশে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে দেখতে পারলাম বেশ কয়েকটি জায়গায় ইঁদুর লেগেছে ।আর এই ইঁদুর গুলো আলুর লাইন গুলো একদম নষ্ট করে দিয়েছে।এটা দেখে অনেক টা খারাপ লাগছিল আমার কাছে। কেননা, আমরা খুবই কষ্ট করে এই আলু গুলো চাষ করেছিলাম। শুধু মাত্র একজন কৃষক আরেক জন কৃষকের কষ্ট বুঝবে।
আমরা প্রথমে একটি ইঁদুরের গর্ত খুঁড়তে শুরু করলাম। ইঁদুরের গর্ত গুলো ছিল খুবই গভীর। আমরা দীর্ঘ সময় ধরে একটি ইঁদুরের গর্তের একদম মাথায় চলে গিয়েছিলাম। মাথায় গিয়ে দেখতে পারলাম সেখানে অনেক গুলো আলু নিয়ে গিয়েছে। আমরা সাথে করে আলু নেয়ার জন্য একটি ব্যাগ নিয়ে গিয়েছিলাম। ব্যাগের মধ্যে ইঁদুরের গর্তে থাকা আলু গুলো তুলে নিলাম। আসলে এখন পর্যন্ত আমাদের জমির আলু গুলো খুব একটা বড় হয়নি। তবু ও এই ছোট ছোট আলু গুলো ইঁদুর তার গর্তে নিয়ে যাচ্ছে। আসলে ইঁদুর তো আর বুঝবে না যে, এই আলু গুলো খাওয়া যাবে না। যাইহোক, একে একে বেশ কয়েকটি আলুর গর্ত খুঁড়ে ছিলাম। প্রতিটি গর্তের মধ্যে অনেক গুলো আলু ছিল। আমরা আলু গুলো বের করে নিয়ে নিয়েছিলাম।
আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে একের পর এক গর্ত খুঁড়তে ছিলাম। প্রতিটি গর্ত আলু দিয়ে ভরাট ছিল। আমাদের মাঠের মধ্যে কম বেশি সকলেরই এবছর ইঁদুর আলু খাচ্ছিলো। বিভিন্ন জন বিভিন্ন ভাবে চেষ্টা করছিল তাদের আলু ক্ষেত থেকে ইঁদুর তাড়ানোর জন্য। কিন্তু কেউ কোন ভাবেই ইঁদুর তাড়াতে পারছিল না। স্বাভাবিকভাবেই এবছর আলুর দাম অনেক টা কম।আর অন্যদিকে আলু ইঁদুর খেয়ে ফেলছে এবং নষ্ট করছে, এটা আসলেই আমাদের মতো কৃষকের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমাদের আলু ক্ষেত থেকে ইঁদুর গুলো পালিয়ে যাবে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
ডেইলি টাস্ক রাতের বেলা পূরণ করবো ✅।
Upvoted! Thank you for supporting witness @jswit.
শীত কম হওয়ার কারণে আলুর ফলন বেশি হয়েছে এ খুবই আনন্দের খবর। কিন্তু ইঁদুরে আলু খেয়ে পালাচ্ছে শুনেই মন খারাপ হয়ে গেল। যেকোন সবজি চাষের ক্ষেত্রে চাষীদের খুবই কষ্ট ও পরিশ্রম করতে হয়। কিন্তু এই ভাবে ফসল নষ্ট হয়ে গেলে পরিশ্রম অনুযায়ী দাম পাওয়া যায় না। এ বড় যন্ত্রণার। কোনভাবেই কি ইঁদুর মারা যায় না?
ইঁদুরের কারণে আলু খেয়ে ফেলানো খুবই দুঃখজনক। চাষীদের পরিশ্রমের যে মূল্য পাওয়া উচিত, তা যদি এমনভাবে নষ্ট হয়, তবে তা খুবই হতাশাজনক। সবজি চাষের ক্ষেত্রে এত কষ্টের পর এমন ক্ষতি হওয়া যেন চাষীদের জন্য এক ধরনের বড় দুর্ভোগ।
এই একটা জিনিস সারা জীবনটা জ্বালিয়ে মাছ ভাজা করে ফেলল। আমার রুমের মধ্যে ইঁদুরের অত্যাচার অত্যধিক। কেন যে আল্লাহ এই জিনিস সৃষ্টি করেছিল। এর কাজ শুধু ক্ষতি করেই চলা। যেখানে পাবেন তুলোধোনা করে ফেলবেন। কষ্টের ফসল নষ্ট করে দিলে সহ্য করা যায়।
আসলে ভাই এই সমস্ত জিনিসের অত্যাচার গুলো সামলানো বেশ কঠিন। কিছুদিন ধরে আমার শিম বাগানে একই অবস্থা। ইঁদুরে শিমের গাছসহ শিমের শীষ কেটে নষ্ট করে দিচ্ছে। দেখেন কিভাবে নিধন করা যায়। ফসল তো বাঁচাতে হবে।
আপনার অন্য পোস্টে পড়েছিলাম ভাই আপনার এবার অনেক আলু চাষ করেছেন। আলুতে এবার আমাদের এলাকায় মানুষের অনেক ফলন হয়েছে। পাবে আলুর ক্ষেত মসুরের ক্ষেত গমের ক্ষেত ইত্যাদি জমিতে ইঁদুরের উপদ্রব্য দেখা যায়। এতে চাষীদের অনেক কষ্ট হয় আরো অনেক বেশি পরিশ্রম করা লাগে ইঁদুরের জন্য। অনেক সময় বেশিরভাগ আলু ইদুর তার গর্তে নিয়ে যায় এবং নষ্ট করে।
সঠিক বলেছেন ভাইয়া উত্তর বঙ্গে আলু চাষের বাম্পার ফলন হয় কৃষকের দক্ষতার সাথে আলু চাষের ফলে।ইদুর খুবই ক্ষতিকট প্রাণী।কৃষকের শত্রু বলা চলে ইদুরকে।ভাগ্যিস আপনি খেয়াল করেছেন ইদুর লেগেছে জমিতে।দুঃখজনক বিষয় যে ইদুর তারানো যাচ্ছে না। ফটোগ্রাফিতে আলু গুলো দেখে মনটা ভরিয়ে গেলো।আশা করছি খুবই দ্রুত ইদুর পালিয়ে যাবে।ধন্যবাদ সুন্দর পোস্ট টি ভাগ করে নিয়েছেন জন্য।