স্বরচিত কবিতা ||| ইচ্ছে আমার ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা। বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা দূর দূরান্ত থেকে যেখানে যেভাবেই আছেন আশা রাখছি বিধাতার কাছে মঙ্গল ভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও বিধাতা রহমতে ভালো আছি।

IMG_20220811_160210.jpg

আমি আজ আপনাদের মাঝে কোনো রেসিপি নিয়ে আসিনি। এসেছি আমার স্বরচিত কবিতা নিয়ে। আমি কবিতা লিখতে ভালবাসি। কবিতা আবৃত্তি করতে ভালবাসি। কেন জানি আজকাল কবিতার প্রেমে পড়ে গেছি। অন্যের কবিতা পড়তে ভালো লাগে এবং নিজে লিখে অন্যের মাঝে উপস্থাপন করতে অনেক ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগের মাধ্যমে কবিতা লেখার অনেক বড় একটা সুযোগ পেয়েছি। এই প্লাটফর্মে না আসলে হয়তো বা আমার প্রতিভাটা নিজের ভিতর থেকে যেত। ভাগ্যক্রমে বাংলা ব্লগ কমিউনিটি পেয়েছি বিধায় আমার লেখা সবার মাঝে তুলে ধরার সুযোগ হয়েছে । আমার কবিতার নাম "ইচ্ছে আমার" চলুন আর কথা না বাড়িয়ে এই কবিতার ভেতরে আমার কি ইচ্ছে ব্যক্ত করেছি তা দেখে নেয়া যাক।

ইচ্ছে আমার হয় যে শুধু
ডানা মেলে উড়তে
দূর আকাশের ঐ নীলকে
ছিনিয়ে হাতে রাখতে।

ইচ্ছে আমার ভীষণ হয়
তোমাকে ভালবাসতে
তোমার চোখে চোখ রেখে
নতুন স্বপ্ন বুনতে
ইচ্ছে হয় জীবনটাকে
অন্যভাবে গড়তে।

তুমি আমার ভালোবাসায়
যদি হিয়ার ভেতর থাকতে
ইচ্ছে হয় অভিমান করে
থাকতে তোমার প্রতীক্ষায়
তুমি এসে দরজায় দাঁড়িয়ে
থাকবে আমার অপেক্ষায়।

ইচ্ছে আমার হয় যে
বলতে নাহি পারি
সৎ ও ন্যায়ের সাথে যেন
দেশে চলতে পারি।

ইচ্ছে আমার অনেক
অজানাকে জানতে
তোমার মনের
সকল দরজা খুলতে।

বন্ধ আবদ্ধ দূয়ারে
রেখোনা নিজেকে জড়িয়ে
স্বাধীনভাবে চলতে শেখো
আমার ইচ্ছে গুলো বুঝতে শিখো
ইচ্ছেরও থাকে অনেক আশা
তাকে ছুটি দিলে থাকে না
কোন ভাষা।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি।আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি সহযোগিতামুলক এবং নিরপেক্ষ একটি কমিউনিটি। তাই এই কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।

বিষয়ঃ- কবিতা " ইচ্ছে আমার"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি.......

Sort:  
 3 years ago 

আমিও আপনার কথা সঙ্গে একমত পোষণ করছি আমি যবে থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যোগদান করেছি, সেদিন থেকেই নিজের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীলতা জাগ্রত করতে পেরেছি। যদিও আগে তেমন কবিতা লিখতে পারতাম না কিন্তু এখানে যোগদান করার পরে মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি। আর আপনি বরাবরই অনেক সুন্দর কবিতা লেখেন এবং সুন্দর আবৃত্তি করেন যেগুলো আমরা হ্যাংআউটের মাধ্যমে মাঝে মাঝে শুনি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সময় চেষ্টা করছি এবং শেখার চেষ্টা করছি।

 3 years ago 

ইচ্ছে আমার অনেক
অজানাকে জানতে
তোমার মনের
সকল দরজা খুলতে।

লাইনগুলো অনেক ভালো লিখেছেন।
আপু ইচ্ছা তো সবারই কম বেশি থাকে কিন্তু ইচ্ছা পূরণ হয় কয়জনের।

 3 years ago 

তার পরও ইচ্ছে গুলো কে জীবিত রাখতে হবে।

 3 years ago 

ইচ্ছার কথা বলে বা লিখে শেষ করা যাবে না ।।মানুষের ইচ্ছা অনেক।। তবে ছোটবেলায় ভাবতাম যদি পাখি হতাম তাহলে আকাশে উড়ে বেড়াতাম যেটা মন চাইতো সেই ফলটা খেয়ে নিতাম।। এখন ইচ্ছে সুন্দরভাবে জীবন গড়ার। যাতে জীবনে সুখী হতে পারি ।।অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু।। খুবই ভালো লাগলো পড়ে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া ভাই।

 3 years ago 

হুম ঠিক তাই যেন !! ইচ্ছে তো সবারই হয় কিন্তু সেই ইচ্ছেটা কি পুরো পরিপূর্ণতা পায়৷ হয়তো বা সেই ইচ্ছেটা পূর্ণতা পায়৷ তবে পূর্ণতা পাক বা না পাক ইচ্ছেটা যে মনে গুনগুন করে বেজে ওঠে তা বেশ ভালো লাগে৷

সর্বোপরি আপনার ইচ্ছে টা পরিপূর্ণতা এমনটাই প্রত্যাশা ৷

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

তুমি আমার ভালোবাসায়
যদি হিয়ার ভেতর থাকতে
ইচ্ছে হয় অভিমান করে
থাকতে তোমার প্রতীক্ষায়
তুমি এসে দরজায় দাঁড়িয়ে
থাকবে আমার অপেক্ষায়।

ইচ্ছে আমার কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। আমিও কবিতা পড়তে ভালোবাসি। কবিতার প্রতিটি লাইন চমৎকার ভাবে সাজিয়েছেন। আপনার উপস্থাপনা ভালো ছিলো। আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 3 years ago 

কবিতাটি অসাধারণ লিখেছেন আপু। কবিতাটি পড়ে মুগ্ধ হলাম। ইচ্ছে গুলো যদি পূরণ হতো তাহলে জীবনে সবাই সুখি থাকতো। আপনার ইচ্ছা পূরণ করুন সৃষ্টিকর্তা এই কামনা রইল। ধন্যবাদ কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার দোয়া যেন আল্লাহ তায়ালা কবুল করেন।

 3 years ago 
কবিতা পড়তে এবং লিখতে আমার অনেক ভালো লাগে। কবিতার মধ্য দিয়ে অনেক সুন্দর ভাবে নিজের মনের ভাবকে ব্যক্ত করা যায়। আমাদের মনের মাঝে এমন অনেক কথা থাকে যেগুলো সাধারণ শব্দ দিয়ে বোঝানো যায় না। কিন্তুু কবিতার মধ্য দিয়ে মনের সেই অব্যক্ত কথা টাকে খুব সহজেই ব্যক্ত করা যায়। আমি একজন কবিতা প্রেমি হিসেবে আপনার লেখা "ইচ্ছে আমার" কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই কবিতার মাধ্যমে আপনি আপনার ইচ্ছেটাকে প্রকাশ করেছেন। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করবার জন্য ধন্যবাদ।
 3 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো এবং অনেক উৎসহ পেলাম ভাই।

 3 years ago 

ইচ্ছে আমার ভীষণ হয়
তোমাকে ভালবাসতে
তোমার চোখে চোখ রেখে
নতুন স্বপ্ন বুনতে
ইচ্ছে হয় জীবনটাকে
অন্যভাবে গড়তে।

সত্যি এক কথায় অসাধারণ ছিল আপনার কবিতাটি। আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি লাইন আপনি খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন আমাদের মাঝে পড়তে বেশ ভালো লেগেছে। আপনার কবিতা লেখা খুবই সুন্দর।

 3 years ago 

চেষ্টা করছি এবং লেগে আছি ভাই।

 3 years ago 

কবিতা পড়তে আমারও খুবই ভালো লাগে। তবে কখনো কবিতা লিখা হয়নি। আপু আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। আসলে আমাদের মনের অপূর্ন ইচ্ছা গুলো হয়তো প্রকাশ করা হয় না। কবিতার ভাষায় নিজের অনুভূতিগুলো তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

লেখা শুরু করেন দেখবেন এক সময় অনেক সুন্দর কবিতা লিখে ফেলেছন আপু।

 3 years ago 

বন্ধ আবদ্ধ দূয়ারে
রেখোনা নিজেকে জড়িয়ে
স্বাধীনভাবে চলতে শেখো
আমার ইচ্ছে গুলো বুঝতে শিখো
ইচ্ছেরও থাকে অনেক আশা
তাকে ছুটি দিলে থাকে না
কোন ভাষা।

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। প্রত্যেকটি মানুষেরই অনেক ইচ্ছা থাকে। আসলে আমাদের নিজেদের ইচ্ছা গুলোকে স্বাধীনতা দেওয়া উচিত। তবে চাইলেও সব ইচ্ছা পূরণ হয় না। কিছু কিছু ইচ্ছা অপূর্ণই রয়ে যায়।

 3 years ago 

আপনার ভালো লেগেছে এটাই আমার জন্য বড় পাওয়া আপু।