স্বরচিত কবিতা ||| আনমনা মন ভালোবাসা চায় সারাক্ষণ ||| ১০% লাজুক শিয়ালের জন্য।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও বিধাতার রহমতে ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা নিয়ে হাজির হয়েছি। আমার কবিতা লিখতে অনেক ভালো লাগে। আমি কবিতা লিখে যাচ্ছি আমার বাংলা ব্লগের সুবাদে। আমার কবিতা লেখার একটি জায়গা পেয়েছি এবং লিখছি। জানিনা আমার কবিতাগুলো আপনাদের কেমন লাগে? তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কবিতা লেখার। আমার বাংলা ব্লগের প্রত্যেক সপ্তাহে আমি আমার লিখা একটি করে কবিতা সবার মাঝে উপহার দিচ্ছি জানিনা কবিতা গুলো কেমন লাগছে সবার। তবে যদি সবার ভালো সাড়া পাই আমি আরো কবিতা লিখে যাবো। আজকের কবিতার নাম "আনমনা মন ভালোবাসা চায় সারাক্ষণ "।এই কবিতায় লিখেছি কিছু মান-অভিমান ভালোবাসার মানুষকে নিয়ে। চলুন আর কথা না বাড়িয়ে কবিতার ভিতরে ভালোবাসার মানুষকে নিয়ে কি মান অভিমান আছে তা দেখে নেয়া যাক।
আজ কেন জানি
খুব কষ্ট হচ্ছে
এই বুকের পাঁজরের ভিতরটায়
কোন কিছু যেন স্বাভাবিক
লাগেনা আর আগের মতন।
মনটাও কেন যেন বিষন্ন
হয়ে থাকে অবিরত
তোমার ভালোবাসা ও লাগেনা
ভালো আগেরি মত।
মনের ভেতরটা যুদ্ধ চলছে
কেনই বা মনে
কালো মেঘে ছেয়ে নিচ্ছে
আমি নির্জনে বসে নীরবে
প্রশ্ন করছি মনকে
উত্তর নাই পেলাম
এ কেমন ভালোবাসার কাছে এলাম।
যে আমায় বুঝলো না
মনের আকাশে ফুল ফুটালোনা
আবেগ অনুভূতির নেইকোন চাওয়া
লোক দেখানো ভালোবাসা নেই তো আমার পাওয়া।
ভালো যদি বাসতে হয়
ভালোবাসা শিখতে হয়
মনটি উজাড় করে
রেখো হৃদয়ের গহীনে
ভুল ভাবনায়
ভুল ধারণায়
আমাকে আর জড়িও না।
শুধরে নিও নিজেকে
খাঁটি ভালোবাসা দিও আমাকে
আনমনা মন তোমারি অপেক্ষায়
ভালোবাসার জন্য।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
বিষয়ঃ- কবিতা "আনমনা মন ভালোবাসা চায় সারাক্ষণ"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার রেসিপিটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......
আপনার কবিতাটি সম্পূর্ণ করে বুঝতে পারলাম ভালোবাসার মানুষ ভালোবাসার মূল্য না দিয়ে চলে গিয়েছে। আনমনা মন ভালবাসা চাই সারাক্ষণ কবিতার চরণগুলো অসাধারণ ছিল। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই।
আপু অনেক সুন্দর হয়েছে কবিতা টি।ভালবাসার মানুষের থেকে কষ্ট পেলে এরকমই মনে হয়।ধন্যবাদ সুন্দর ভাবে কথা গুলো ফুটিয়ে তোলার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপু আপনি সব সময় অনেক সুন্দর কবিতা লিখেন। আপনার কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।
আপনি খুবই সুন্দর সুন্দর কবিতা লেখেন। আজকের কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। সত্যি আপনার কবিতার আবৃত্তি আমার বেশি ভাল লাগে। এই কবিতাটি আবৃত্তি করলে অনেক খুশি হব।
মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
বাহ! আপনি সব সময় অনেক দারুন কবিতা লিখেন পড়ে মনটা ভরে যায়। আপনার কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি ভালোবাসার অনেক সুন্দর কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য। আর হ্যাঁ এভাবে প্রতিনিয়ত আরো চমৎকার ও ইউনিক কবিতা আশা করছি আপনার কাছে।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
জি আপু আপনার কবিতা গুলো আমাদের কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর কবিতা লেখেন। আপনার কবিতাটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। কবিতায় মনে হচ্ছে যেন আপনার মনের ভিতর দুঃখ কষ্ট আশা-আকাঙ্ক্ষার শেষ নেই😑।
আপনার ভালো লাগছে এটাই আমার বড় পাওয়া আপু।
ভালো লাগলো এই লাইন গুলো। আরও লিখতে থাকুন।
অসংখ্য ধন্যবাদ আপু।
বাহ,সুন্দর লিখেছেন আপু।চেষ্টা করতে করতেই তো ভালো কিছু হয়।ভালোবাসতে গেলে আগে ভালোবাসাকে সম্মান করতে হয়।সুন্দর মনের ভাব প্রকাশ করেছেন, ধন্যবাদ আপু।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি।
আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যান্ত দক্ষতার সহকারে আমাদের মাঝে কবিতাটি উপস্থাপন করেছেন। আসলে কবিতা প্রতিটি লাইন বেশ দুর্দান্ত হয়েছে। এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
আপু অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। প্রিয় মানুষের প্রতি এক ধরনের অভিমান আপনার কবিতার প্রতিটি লাইনে ফুটে উঠেছে। আপু প্রিয় মানুষের প্রতি অভিমান করলে প্রিয় মানুষের প্রতি ভালবাসা আরো বেড়ে যায়। অসাধারণ একটি কবিতা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।