স্বার্থের কারণে মানুষ বদলায়।(কবিতা আবৃত্তি)
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ-স্বার্থের কারণে মানুষ বদলায় ।আর আমি এই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।
আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।
কবিতাটির নাম হচ্ছেঃ
স্বার্থের কারণে মানুষ বদলায়।
আবৃত্তিঃ-
@nevlu123
https://youtube.com/shorts/I6B0JP55OnE?si=b8Ux36cPIqW7BrcM
আজকে আবৃত্তি করার জন্য কবিতা খুঁজছিলাম হঠাৎ করে এই কবিতাটির কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে এই কবিতাটি শেয়ার করেছিলাম আর আজকে সেটা আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
স্বার্থের কারণে মানুষ বদলায়,
আপনজনও দূরে সরে যায়।
যেখানে লাভ, সেখানেই তারা,
ভালোবাসা শুধু মুখের বারতা।
স্বার্থের টানে সম্পর্ক গড়ে,
তারপর একদিন মিথ্যের ঝড়ে
হারায় যে সেই সম্পর্ক।
কষ্ট পেয়ে তখন বুঝি শেষে,
স্বার্থ ছাড়া কেউই না মেশে।
যখন ছিলাম সুখের দিনে,
সবাই ছিল পাশে।
আজকে আমি একলা পথে,
কেউ নেই আর পাশে।
স্বার্থ যখন ছিল আমাতে,
পাশে ছিলো হাসি মুখে।
কথায় ছিল মিষ্টি ভাব,
আন্তরিকতার ছিল না অভাব ।
মানুষ যখন বদলে যায়!
স্বার্থ ছাড়া কিছুই না চায়।
যেখানে লাভ, সেখানেই তারা,
স্বার্থের নেশায় তারা হয় মোহরা ।
তবু কেনো ভালোবাসি?
তাদের করি বিশ্বাস!
স্বার্থ ছাড়া আজ সত্যিকারের,
মানুষ পাওয়ার নেই কোনো আশ্বাস।
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | কবিতা আবৃত্তি |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Nevlu123/status/1911229049361584529
অন্যান্য শিল্পের মতোই কবিতা আবৃত্তিও একটি চমৎকার শিল্প। আপনার নিজেরই লেখা একটি কবিতা আপনি নিজের কন্ঠে চমৎকার ভাবে আবৃত্তি করেছেন। আসলেই ভাই স্বার্থের জন্যই মানুষের বিভিন্ন রূপ লক্ষ করা যায়। গভীর ভাব সম্পূর্ণ একটি কবিতা লিখে এবং নিজেই আবৃত্তি করে শেয়ার করেছেন, ধন্যবাদ।
আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে খুব ভাল লাগে। আজকে আপনি কিছুদিন আগে আপনার লেখা কবিতাটি আবৃত্তি করেছেন।স্বার্থের কারণে মানুষ বদলায় কবিতাটি আবৃত্তি শুনে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আর এটিই ঠিক গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি মনের খোরাক। ধৈর্য ধরে কবিতাটি আবৃত্তি করে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
1 | https://x.com/Nevlu123/status/1911476418141159637
2 | https://x.com/Nevlu123/status/1911476704012362026
3 | https://x.com/Nevlu123/status/1911477806560686300
4 | https://x.com/Nevlu123/status/1911477984449491024
বাহ্! কবিতার লাইনগুলো তো দারুণ। এটা কিন্তু আসলেই ঠিক, স্বার্থের কারণে মানুষ ঠিকই বদলায়। আপনি এই কবিতাটি দারুণভাবে আবৃত্তি করেছেন ভাই। বেশ ভালো লাগলো আপনার আবৃত্তি শুনে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।