স্বরচিত কবিতা আবৃত্তি:- সুখের প্রহর।
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ-সুখের প্রহর ।আর আমি এই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।
আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।
কবিতাটির নাম হচ্ছেঃ
সুখের প্রহর।
আবৃত্তিঃ-
@nevlu123
https://youtube.com/shorts/muFYJPdHkSc?si=tVJqNtfeI7WMa9c9
আজকে আবৃত্তি করার জন্য কবিতা খুঁজছিলাম হঠাৎ করে এই কবিতাটির কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে এই কবিতাটি শেয়ার করেছিলাম আর আজকে সেটা আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
মনের মাধুরী মিশিয়ে তোমায়,
বেসেছি আমি ভালো।
তোমায় কাছে পেলে যেন,
দূর হয় আধার কালো।
মন পিঞ্জিরায় থাকো তুমি,
রবে তুমি চিরকাল।
তোমায় নিয়ে উত্তাল সমুদ্রে,
মনের খুশিতে তুলব পাল।
তুমি আমার সকাল বেলা,
তুমি আমার দুপুর।
তুমি আমার গোধূলি বিকেল,
তুমি আমার সুখের প্রহর ।
তোমার পানে চেয়ে থাকে,
আমার অবলা এই মনটা।
তুমি এসে ভালোবেসে,
জুড়াও আমার প্রাণটা।
ঘোর অন্ধকার রাতে ওগো,
তুমি আমার পূর্ণিমা।
তুমি ছাড়া এই দুনিয়ায়,
আমি আর কিছু চাই না।
থাকবে তুমি হৃদয় মাঝে,
রবে তুমি জনম ভর।
তোমার ছোঁয়ায় আমি আবার,
ভুলে যাব সব দুঃখের বহর।
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | কবিতা আবৃত্তি |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
কবিতা আবৃত্তি শুনতে আমার অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে কবিতা আবৃত্তি করেছেন শুনে খুবই ভালো লাগলো ভাইয়া। দারুন হয়েছে কবিতা আবৃত্তি।
https://x.com/Nevlu123/status/1909560461525225921
আপনার কন্ঠে কবিতা আবৃত্তি এবং গান শুনতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি সুখের প্রহর কবিতাটি সুন্দর করে আবৃত্তি করেছেন। তবে কবিতা আবৃত্তি করতে ধৈর্য ও সাহস দুটো লাগে। আপনি ধৈর্য এবং সাহস নিয়ে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
https://x.com/Nevlu123/status/1909612479635665341
https://x.com/Nevlu123/status/1909613919066558917
https://x.com/Nevlu123/status/1909614959795093891
https://x.com/Nevlu123/status/1909616414123868557
https://x.com/Nevlu123/status/1909616622022934805
https://x.com/Nevlu123/status/1909617894167920883