স্বরচিত কবিতা: তোমাতে আমাতে ❤️

in আমার বাংলা ব্লগ5 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১০ এপ্রিল ২০২৫ ইং: রোজ: বৃহস্পতিবার।
বাংলায় ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। কবিতা লিখতে আমি সব সময় অনেক বেশি পছন্দ করি। আমার বাংলা কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন অনেক সদস্যরা। তাদের লেখা কবিতা গুলো পড়ে আমি নিজেও অনেক উৎসাহিত পাই।আশাকরছি আমার লেখা কবিতা পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

hand-7566739_1280.webp.jpg

Source


তোমাতে আমাতে
লেখাঃ তানহা তানজিল তরসা

তোমাতে আমাতে পথের বাঁকে,
স্মৃতিগুলো বাজে যেন বাঁশির সুরে,
একটি চোখে আকাশ ভেসে চলে,
অন্য চোখে কুয়াশা ঝরে দূরে।

তোমার স্পর্শে জেগে ওঠে পাতা,
শরতের মতো নরম আর শান্ত,
প্রতি নিঃশ্বাসে গন্ধ লাগে ভালোবাসার,
প্রতি দৃষ্টিতে দেখি আলোর ছায়াপথ।

তুমি মানে সকাল বেলা চায়ের ধোঁয়া,
আলতো রোদে কুয়াশার পাশে দাঁড়ানো,
আমি মানে সেই অপেক্ষার চিঠি
যা শুধু তোমার দরজায় রেখে যাই নিঃশব্দে।

তোমাতে আমাতে সময় থেমে যায়,
বাকি পৃথিবী শুধু ছায়া হয়ে থাকে,
ভালোবাসা বুঝি এভাবেই জন্মায়
নিঃশব্দে গভীরে নির্ভরতায় ঢেকে।


মূলভাব:

এই কবিতায় প্রেমকে দেখানো হয়েছে এক অতল, নিঃশব্দ, অথচ গভীর অনুভূতি হিসেবে। এখানে প্রেম শুধু আবেগ নয়, বরং এক ধরণের অস্তিত্ব যেখানে দু’জন মানুষের সংযোগে সময় থেমে যায়, চারপাশের পৃথিবী অস্পষ্ট হয়ে ওঠে। প্রেমের সূক্ষ্ম মুহূর্তগুলো যেমন চোখের ভাষা, অপেক্ষা, নির্ভরতা এসবই কবিতায় ধরা হয়েছে কোমলভাবে। প্রেম এখানে কোনো উচ্চকিত ঘোষণা নয়, বরং এক শান্ত, গভীর আত্মিক বন্ধন।


পোস্টের ধরনস্বরচিত কবিতা পোস্ট
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনকালীগঞ্জ



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

20250405_233853.jpg

Sort:  
 5 days ago 

Screenshot_2025-04-10-12-47-36-569_com.android.chrome.jpg

Screenshot_2025-04-10-12-47-08-530_com.android.chrome.jpg

Screenshot_2025-04-10-12-46-41-696_com.android.chrome.jpg

 5 days ago 

আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 days ago 

আপনার কবিতার লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।

 4 days ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই ভালো থাকবেন। গ