স্বরচিত কবিতা: তোমাতে আমাতে ❤️
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। কবিতা লিখতে আমি সব সময় অনেক বেশি পছন্দ করি। আমার বাংলা কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন অনেক সদস্যরা। তাদের লেখা কবিতা গুলো পড়ে আমি নিজেও অনেক উৎসাহিত পাই।আশাকরছি আমার লেখা কবিতা পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।
তোমাতে আমাতে পথের বাঁকে,
স্মৃতিগুলো বাজে যেন বাঁশির সুরে,
একটি চোখে আকাশ ভেসে চলে,
অন্য চোখে কুয়াশা ঝরে দূরে।
তোমার স্পর্শে জেগে ওঠে পাতা,
শরতের মতো নরম আর শান্ত,
প্রতি নিঃশ্বাসে গন্ধ লাগে ভালোবাসার,
প্রতি দৃষ্টিতে দেখি আলোর ছায়াপথ।
তুমি মানে সকাল বেলা চায়ের ধোঁয়া,
আলতো রোদে কুয়াশার পাশে দাঁড়ানো,
আমি মানে সেই অপেক্ষার চিঠি
যা শুধু তোমার দরজায় রেখে যাই নিঃশব্দে।
তোমাতে আমাতে সময় থেমে যায়,
বাকি পৃথিবী শুধু ছায়া হয়ে থাকে,
ভালোবাসা বুঝি এভাবেই জন্মায়
নিঃশব্দে গভীরে নির্ভরতায় ঢেকে।
এই কবিতায় প্রেমকে দেখানো হয়েছে এক অতল, নিঃশব্দ, অথচ গভীর অনুভূতি হিসেবে। এখানে প্রেম শুধু আবেগ নয়, বরং এক ধরণের অস্তিত্ব যেখানে দু’জন মানুষের সংযোগে সময় থেমে যায়, চারপাশের পৃথিবী অস্পষ্ট হয়ে ওঠে। প্রেমের সূক্ষ্ম মুহূর্তগুলো যেমন চোখের ভাষা, অপেক্ষা, নির্ভরতা এসবই কবিতায় ধরা হয়েছে কোমলভাবে। প্রেম এখানে কোনো উচ্চকিত ঘোষণা নয়, বরং এক শান্ত, গভীর আত্মিক বন্ধন।
পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | কালীগঞ্জ |

https://x.com/TanhaT8250/status/1910220262358065251?t=EWzYuqEcfCUWTVrc4_B4Bw&s=19
https://x.com/TanhaT8250/status/1910219994434257274?t=XTIqt__SliNZ3QUOreiDFw&s=19
আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার কবিতার লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই ভালো থাকবেন। গ