স্বরচিত কবিতাঃ রমজানের রুহানী আলো।

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ০৬ মার্চ ২০২৫ ইং: রোজ বৃহস্পতিবার ।
বাংলায় ২১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ।

ramadan-7122654_1280.webp

Source


হ্যালো আমার বাংলা ব্লগবাসি..........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো। কবিতা লিখতে এবং পড়তে আমি অনেক পছন্দ করি। বিশেষ করে কবিতা আবৃত্তি করতে অনেক বেশি ভালো লাগে। আমার বাংলা ব্লগের অনেক সদস্যরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করে থাকেন। তাদের লেখা কবিতা গুলো আমি যত তত বেশি ভালো লাগে এবং আমি নিজেও অনেক উৎসাহিত পাই কবিতা লেখার জন্য।আশা করি আমার লেখা আজকের কবিতাটি ও আপনাদের কাছে ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

"রমজানের রুহানী আলো"
লেখাঃ তানহা তানজিল তরসা

রমজান মাস, সিয়ামের মাস,
আলোর উৎস, শান্তির বাস।
দিনভর তাপ, তবু মনে শান্তি
রাতে নেমে আসে এক রুহানী ছাঁই।

রোজা রেখে মনের দূষণ সাফ,
হৃদয়ে শুধু ভালোবাসার রাফ।
দুঃখ-দ্রব্য ভুলে, সবার কাছে
আসুক প্রেমের আলো শান্তির কাছে।

মসজিদে ইবাদত, হাতে দোয়া
মনের মাঝে পবিত্রতা, সৃষ্টির সওয়া।
রমজানের এই রহমতপূর্ণ দিনে,
সবার মাঝে হোক শান্তি, ভালোবাসা এবং ভ্রাতৃত্ব চিরদিনে।

রমজান তুমি আশীর্বাদ, শান্তির বার্তা,
তোমার রোজায় খুঁজে পাই সত্যের অংশ।


কবিতার মূলভাব

রমজান মাস হলো এক আধ্যাত্মিক উপলক্ষ, যেখানে সিয়াম বা রোজা রাখা মানুষের মন ও দেহকে পবিত্র করে। এই মাসে আল্লাহর কাছে দোয়া, তওবা এবং ভালো কাজের মাধ্যমে মানুষ শান্তি, পবিত্রতা এবং আল্লাহর রহমত লাভ করে। রোজা রাখার মাধ্যমে মানবতা, সহানুভূতি এবং একতার অনুভূতি গভীরভাবে অনুভূত হয়, যা সমাজে শান্তি ও ভালোবাসার বার্তা পৌঁছে দেয়।

পোস্টের ধরনস্বরচিত কবিতা পোস্ট
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Bright_Animated_Ramadan_Kareem_Islamic_Greeting_Card_Video.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPnXqv8yMxzHNR6nUXKQkvfrP3ovLM9EsUu4UCgXa59s7GHNpnrVMyhKUUPdzi...KSUYpV4x15hWpVmBuiCqQUnihjHZtSQQLu1MKTdmTHAGm2LQqPmYRYZuTohyoRAcBCHeZgTdUfBZP2d4mXF2C6HgKH5SnFeZiAxVzDG9eJJQL7M6CsRCp85E7.webp

Sort:  
 last month 

1741273235920.png

 last month 

খুব ভালো একটি কবিতা পড়লাম আপু। রমজান মাসকে ঘিরে আপনার উপলব্ধি পড়ে ভালো লাগল। ঈশ্বরের প্রতি প্রত্যেকের নিবেদন নিঃস্বার্থ হোক। এমন আশা রাখি। ভালো থাকুন। ভালো কাটুক আপনার রোজা মাস।

 last month 

আমার লেখা কবিতাটি পড়ে ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 last month 

রমজান মাস একটা পবিত্র মাস। রমজান মাস উপলক্ষে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। কবিতার প্রত্যেকটা লাইন বেশ দারুন ছিল। ভালো লাগলো পুরো কবিতাটা পড়ে। ধন্যবাদ আপু ছন্দ সাজিয়ে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last month 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

আপনার লেখা রমজানের রুহানী আলো কবিতার লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।

 last month 

রমজান উপলক্ষে আমার লেখা কবিতাটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই ধন্যবাদ আপনাকে।

 last month 

অনেক সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকে এই কবিতাটা লিখেছেন। যেটা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতে এবং পড়তে খুবই পছন্দ করি। আপনার এই কবিতাটা লেখার টপিক খুব সুন্দর ছিল।

 last month 

আমার মত আপনিও কবিতা লিখতে এবং পড়তে অনেক পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো।

 28 days ago 

রমজানকে নিয়ে আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে যেরকম ভালো লাগছে তেমনি এখানে আপনি যেভাবে একের পর এক লাইনের সামঞ্জসতা বজায় রেখেছেন তাও বেশ অসাধারণ হয়েছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 28 days ago 

আমার লেখা কবিতাটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।