স্বরচিত অনুভূতিমূলক কবিতা || স্বার্থবাদী আপনজন
আজ - বুধবার
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করব, আমার লেখা এই কবিতা আবৃত্তি করে আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
কবিতা
নাম:
স্বার্থবাদী আপনজনকেউ নেই আপনজন।
আপন সেজে কাছে আসে যে
শুধু তার স্বার্থ প্রয়োজন।
স্বার্থের টানে যেমন ছুটে আসে
স্বার্থের জন্য হয়ে যায় পর।
লোভ লালসার কবলে ফেলে
পুড়িয়ে দেয় অন্তর।
ভুলিয়ে রাখে মায়ার জালে
পরিয়ে মায়ার চাদর।
স্বার্থ পেলে আপন সেজে
করে ছলনাময়ী আদর।
আপন চেনে না কখনো সে
যতই মায়া দেখাক।
স্বার্থে আঘাত লাগামাত্র
বেড়ে যায় তার দেমাক।
বুঝাতে চাইবে নিজের মতো করে
কোনটা ভালো মন্দ।
না শুনলে তার স্বার্থবাদী কথা
শুরু করে দেবে দ্বন্দ্ব।
বুঝাতে চাইবে ভুলিয়া-ভালিয়ে
করবে ছলা কলা।
ফাঁদে যদি পা পড়ে যায়
বুঝিয়ে দেবে জালা।
যদি না শোনো স্বার্থবাদীর কথা
হয়ে যাবে অনেক পর।
একাকিত্বের যন্ত্রণা দিয়ে
ভাঙবে মনের ঘর।
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য
দুনিয়াটা স্বার্থের কারখানা। আপনি যেখানে স্বার্থ প্রয়োগ করতে পারবেন সেখানে আপনার মান সম্মান আছে। যেখানে আপনি টাকা ছিটাতে পারবেন না সেখানে আপনার কোন মান-সম্মান নেই। ভোটের সময় আমরা লক্ষ্য করে থাকে যে ব্যক্তি তত বেশি টাকা ছিটাতে পারে তার তত বেশি ভোট বেড়ে যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রে এমনটাই লক্ষ্য করবেন। সম্পর্কে দূর সম্পর্কে আত্মীয় সম্পর্কে অনেক মানুষ আপনার আপনজন রয়েছে। যখন আপনি টাকা দেখাতে পারবেন তখন সে সমস্ত মানুষেরা আপনার অতি ঘনিষ্ট হবে। আর আপনি যখন তাদের টাকা দেখাতে পারবেন না অর্থাৎ স্বার্থ দেখাতে পারবেন না তখন সে সমস্ত মানুষেরা আপনার ঘনিষ্ঠ থাকবে না। এমনকি আত্মার সাথে সম্পর্ক রয়েছে যেই যে মানুষের সাথে সে মানুষগুলোও পর হয়ে যাবে স্বার্থের অভাবে। একদম অর্থহীন লাঞ্ছিত একাকিত্বের মধ্যে এটা উপলব্ধি করা যায়। আপনি নিজেও স্বার্থ ছাড়া এক পা ফেলতে চাইবেন না। দুনিয়াটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছি আমরা স্বার্থের জন্যই পথচলা, আপন হওয়া। যদি আমাদের মধ্যে সেই মনুষ্যত্ব থাকতো তাহলে আমরা কখনো স্বার্থকে আপন করে নিতাম না। সব সময় মানুষকে আপন রূপে দেখতাম। কিন্তু দিন দিন আমাদের সকলের মধ্য থেকে শেষ সঠিক মানুষত্ব হারিয়ে যাচ্ছে তাই স্বার্থলোভী হয়ে উঠছে। আর এজন্য যত প্রকার খারাপ সম্পর্ক সৃষ্টি হচ্ছে আপনজনদের মধ্যে। তাই আমাদের সকলের মধ্যে লোভ লালসা স্বার্থবাদী মনোভাব দূর করতে হবে। প্রিয় ব্যক্তির সাথে সুসম্পর্ক বজায় রাখতে হলে, অবশ্যই স্বার্থবাদী মনোভাব দূর করতে হবে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখাও কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সুন্দর ভাষায় অসাধারণ কবিতা লিখেছেন। শেয়ার করার জন্য
ধন্যবাদ ভাই
আসলে আমাদের পৃথিবীর মানুষগুলো সত্যি অনেক বেশি স্বার্থপর। তারা সব সময় শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করে। এমনকি আমাদের আপনজন গুলো ও এরকমই। স্বার্থ ফুরিয়ে গেলে তারা আমাদেরকে ছেড়ে চলে যায়। আপনার লেখা আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর করে বিষয়টাকে তুলে ধরেছেন। ভালো লাগলো কবিতাটা।
বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।
08-01-25
X-promotion
মনের অনুভূতি এবং বাস্তব কথা দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন।স্বার্থবাদী আপনজন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে বর্তমান সময়ের স্বার্থ ছাড়া মানুষ দেখা যায় না। স্বার্থবাদী লোক গুলো সমাজে এখন বড় মাথা। তবে আপনার কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন পড়ে অসম্ভব ভালো লাগলো। এবং এই ধরনের কবিতা গুলো বারবার পড়তে মন চায়।
হ্যাঁ স্বার্থ যেখানে মানুষ সেখানে।
সবচেয়ে স্বার্থপরতার পরিচয় আমরা আপনজনের কাছ থেকে পেয়ে থাকি। আপনি সুন্দর একটি কবিতা লিখলেন। কবিতার মধ্যে এমন সুন্দর অনুভূতি প্রকাশ করলেন যা পড়ে খুব ভালো লাগলো।
এটা কিন্তু ঠিক বলেছেন
আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া । আসলেই আপনার কবিতাটি পড়ে অনেক কিছু বুঝতে পারলাম ।স্বার্থের টানে অনেক মানুষ ছুটে আসে ।আবার স্বার্থের জন্য হয়ে যায় পর। আসলেই এই কথাটি সত্যি ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।
হ্যাঁ এটা বাস্তব কথা।