আমার জীবনে এমন কেউ নাই
যে নতুন করে ভালো লাগায়।
ভালোলাগা বলতে আর কিছুই নাই
যে স্বপ্ন দেখিয়ে নতুন আশা যাগায়।
ভালোলাগার স্মৃতিগুলো পর হয়ে যায়
নিজ দায়িত্বে জীবন পারকরি রঙিন বেদনায়।
একাকিত্বের ভরসা নিয়ে জীবন পারাপার
কে ছিল কে আছে কে থাকবে আমার।
ভাবি না বেশি কিছু তবুও ভাবনায়
ক্ষতবিক্ষত হয়ে যায় হৃদয় আমার।
দুঃখরা করে আলিঙ্গন নির্জনতায়
মানুষ সমাজ থেকে যেন আমিও হারিয়ে যায়।
ভরসার মাটিগুলো নদীতে ভেঙে পড়ে
তাই হৃদয়ের বোবা কান্না আর্তনাদে মরে।
প্রজাপতিরা আসে না রঙিন স্বপ্ন নিয়ে
কবে যেন ভুলে গেছি দিতাম পুতুলের বিয়ে।
এখন শুধু হতাশা থাকে মনের গহীনে
হয়তো সেই ভালোলাগা আর আসবে না জীবনে।
নতুন করে অনুভূতি সৃষ্টি হয়েছিল যত
আঘাতে আঘাতে মরে যাই ইচ্ছে অবিরত।
তোমার অভাবে আমি খারাপ পথে চলে যায়
তুমি না বুঝিলে এই জগতে কেউ বুঝবার নাই।
বুঝাবো না আর আগের মত ভালো-মন্দ যত
ঝরে যাওয়া ফুলের মত করেছি মাথা নত।

মানুষের একাকীত্বের মুহূর্তটা বেশ কঠিন। একাকিত্বের সময় যখন মানসিক কষ্ট অনুভব করে অনেক সময় অনেক মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। যে সমস্ত মানুষেরা ধোঁকা দেয় তখন একজন মানুষের বোঝা উচিত থাকে সে ধোঁকা দিয়ে চলে গেছে বরঞ্চ জীবনের জন্য ভালো হয়েছে। কারণ থাকলে তো আরো দিত। কিন্তু ভালোবাসার অবুঝ পাগল মনটা তো সেগুলো বুঝতে চায় না সবসময়, তাই মানুষ খারাপ পথ বেঁচে নেয়। তবে এই কথা সত্য মানসিক যন্ত্রণা কষ্ট কখনো প্রিয়জন বুঝবে না। যার কষ্ট তাকে সহ্য করতে হয়। যেখানে একান্ত রাইট সেখানে প্রিয়জন কখনোই থাকবে না। যেখানে আপনার মানসিক কষ্ট আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়ার পথে তখনও আপনার প্রিয়জন বোঝার চেষ্টা করবে না। আপনি স্বেচ্ছায় ক্ষতির দিকে পা বাড়িয়ে এগিয়ে যাচ্ছেন সেটা জানা সত্ত্বেও আপনার প্রিয়জন কোন কিছুই করবে না কিন্তু চাইলে খুব সহজে সামান্য ভালোবাসার বিনিময়ে সঠিক পথে আনতে পারে, তখনও হাত বাড়াবে না। আর এভাবেই ধ্বংস হচ্ছে শত শত জীবন। বর্তমান সময়ের মানুষ ভালোলাগা ভালোবাসার প্রতি বেশি ইমোশন। আর সেটাকে ব্ল্যাকমেইল করে ধ্বংস করে দিচ্ছে অনেক মানুষের। কিছুটা রূপকের কবিতার ছলে অনুভূতি তুলে ধরলাম। হয়তো অনুভূতিটা কেউ বুঝবেন না কিন্তু এর তাৎপর্য অনেক বেশি।


Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
কবিতা খুব সুন্দর লিখলেন আপনি। ঝরে যাওয়া ফুল কবিতাটি আমার অনেক ভালো লাগলো। এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে অনেক দুঃখ কষ্ট জমে যায়। তাছাড়াও জীবন চলার পথে অনেক স্বপ্ন ভেঙ্গে যায়। আপনি সুন্দর কবিতা লিখলেন ঝরে যাওয়া ফুল নিয়ে। কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে।
সুন্দর মন্তব্য করেছেন
27-11-24
দারুন একটি কবিতা লিখেছেন ভাই। দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন।জীবনে চলার পথে অনেক স্বপ্ন আসে এবং সেই স্বপ্নগুলো মাঝেমধ্যে ভেঙ্গে যায়। কবিতার নামটি যেমন অসাধারণ ছিল তেমনি কবিতাটি এত সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাই দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ভালো লাগলো আপনার মন্তব্য দেখে
'রঙিন বেদনায়' শব্দবন্ধটি অসাধারণ লাগলো। একেই বলে কাব্যিক প্রয়োগ। আপনার ভালোলাগা গুলো জীবনে একঘেয়ে হয়ে গেছে এবং সেই অনুভূতি থেকেই প্রচন্ড একাকীত্ব ঘিরে ধরেছে। যদিও এটা কবিতার কথা। কবি যে সবসময় নিজের কথা কবিতায় লেখে তা নয়। অন্যের কথাও লেখেন। কবিতাটি ভালো লাগলো।
প্রশংসা করার জন্য ধন্যবাদ
বাস্তবতাকে ঘিরে খুব সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার চমৎকার এই কবিতা আবৃত্তি করে মুগ্ধ হলাম। কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ ছিল।
মন্তব্য করার জন্য ধন্যবাদ
আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। বিরহের অনুভূতি যেন সুন্দরভাবে প্রকাশ করেছেন। তাই আমার ভালো লেগেছে।
আবৃত্তি করার জন্য ধন্যবাদ।
বাহ ভাইয়া আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।ঝরে যাওয়া ফুল কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে একাকীত্ব জীবন মানুষকে বেশি কষ্ট দেয়। অনেক সময় মানুষ নিজের জীবন পর্যন্ত শেষ করে ফেলে। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
কবিতা পড়ে প্রশংসা করার জন্য ধন্যবাদ।