স্বরচিত অনুভূতিমূলক কবিতা || মন বাগিচা শূন্য
আজ - বুধবার
কবিতা
বিরহ যন্ত্রণায় হয়ে উঠেছে ধূসর।
সৃষ্টি করেছে নিজের আবাসভূমি
যেখানে থাকতে শুধু বন্ধু তুমি।
তোমার তৈরি সুন্দর ফুলের বাগান
ফোটায় না ফুল করে অভিমান।
যে বাগানে ছিলে তুমি কলিজা ময়না পাখি জান
অরণ্য ভূমি নিঃশেষ হয়ে গড়ে উঠেছে বালুকা ময়দান।
কোমল পরশে হৃদয় শীতল করেছিলে তুমি
এখন যতদিন যাই যেন গড়ে ওঠে মরুভূমি।
আগের মত নেই কোলাহল বাগানটা জুড়ে
হৃদয়পুড়া তপ্ত দহনে গাছগুলো যায় মোরে।
আসে না ফাগুন তাই ফোটে না আর ফুল
তোমায় নিয়ে স্বপ্ন সাজানো পুরোটাই ছিল ভুল।
যতদিন যায় খরস্রোতা নদীর মতো হয়ে যায় শূন্য
তুমি ছিলে তাই মন মন্দির ফুলে ফুলে ছিল পরিপূর্ণ।
বিরহ বেদনায় প্রজাপতি চলে যায়
ফুলের দেখা নাই তাই ভ্রমর হয়েছে নিরুপায়।
মরা জীর্ণশীর্ণ গাছে যদিও ফোটে দুই একটা ফুল
তোমায় দেখার আর্তনাদে হয়ে ওঠে ব্যাকুল।
বাগানে এসে চাঁদ মামা ছড়ায় না মায়াবী আলো
ঘন বর্ষার রাতের মত বাগান থাকে কালো।
জোৎস্না মাখা ফুলের বুকে জোনাক জ্বলে না আর
হৃদয় নিড় ছেড়ে বন্ধু বাসিন্দা হলে কার?
চলে গেলে চক্ষুর আড়ালে পর মানুষের বেশে
যেথায় থেকো ভালো থেকো দেখে যেও একবার এসে।
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য
Upvoted! Thank you for supporting witness @jswit.
মামা আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে সহজ সরল ভাষায় কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর বিরহের একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মামা।
কবিতাটা আবৃত্তি করার জন্য ধন্যবাদ মামা।
কবিতাটি কিন্তু দারুন ছিল। আপনার কবিতা আমি আগেও পড়েছি। এ কথা সত্য যে আপনি দারুন কবিতা লিখেন। সব মিলিয়ে বেশ দারুন একটি কবিতা শেয়ার করেছেন আমাদের সাথে। ধন্যবাদ ভাইয়া।
আশা করব এভাবে পাশে থাকবেন
বাহ বেশ কারন একটা কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এইসব প্রেমের কবিতা গুলো এবং বিরহের কবিতাগুলো পরেও যেমন ভালো লাগে তেমনি উপলব্ধিও করা যায়। আমি যদিও কবিতা লিখতে পারিনা তবে পড়তে অনেক ভালো লাগে।
অনেক সুন্দর মন্তব্য করেছেন।
খুবই চমৎকার একটি একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি আমার একদম হৃদয় ছুঁয়েছে। মনের মাধুর্য দিয়ে প্রতিটা লাইন লিখেছেন। পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ভালো লেগেছে জেনে খুশি হলাম
অনেক সুন্দর ভাবে একটি কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতার ভাব গম্ভীর্য অনেক। যেন হৃদয় নিংড়ানো অনুভূতি প্রকাশ পেয়েছে এই কবিতার মাঝে। আবৃত্তি করে বেশ ভালো লাগলো আমার।
মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ