আজকে আমি আপনাদের সামনে একটা সুন্দর কবিতা নিয়ে হাজির হয়েছে। মুসলমানদের জন্য সব থেকে খুশির এবং আনন্দময় দিন বছরে দুইবার আসে একটা হচ্ছে ঈদুল ফিতর আরেকটা হচ্ছে ঈদুল আযহা। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমানদের জন্য অনেক আনন্দ এবং উচ্ছ্বাস বয়ে নিয়ে আসে। ছোটদের ঈদ আনন্দ আরো অন্যরকম সকালে ঘুম থেকে উঠে নতুন জামা পড়া, মিষ্টি খাবার খাওয়া, সবার সাথে ঘোরাঘুরি। বড়দের ঈদ আনন্দ আবার ছোটদের থেকে আলাদা। বাড়ির মেয়ে বউরা সকালে সেমাই,পোলাও আরও নানা রকম সুস্বাদু খাবার তৈরি করে থাকে। এই দিনের নতুন জামা পড়ে ঘুরে বেড়ায়। এই আনন্দে ঘিরে আজকে আমি কবিতার মাধ্যমে কিছুটা প্রকাশ করতে চেয়েছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।
" ঈদের সকাল "
জান্নাতুল ফেরদৌস শেলি
ফজরের আযানে ঘুম ভাঙে আজ,
মনে বাজে ঈদের সুর।
সাদা পাঞ্জাবি, নতুন শাড়ি,
খুশির ছোঁয়া চারদিক।
গলির মোড়ে কোলাকুলি,
হাত মেলায় বন্ধু-স্বজন,
গরিব ছেলেটার মুখেও দেখো,
আজকে ফুটেছে আলোর মন।
মায়ের হাতে সেমাই রান্না,
বাবার হাতে নতুন নোট,
বোনটা খুশি রঙিন চুড়িতে,
ভাইয়ের হাতে আতরের সুবাস।
সারা বছর যাক গৃহিণী,
আজকে মেয়ে বাবার বাড়ি,
বুড়ো দাদু কাঁদছে হেসে,
নাতির হাতটা ধরে ভারী।
ঈদ মানে তো ফিরে আসা,
ভালোবাসার ঘর-বাড়ি,
ঈদ মানে একসাথে থাকা,
ভেদাভেদ সব উড়িয়ে দিই!
কবিতাটি ঈদের দিনে সকালে প্রতিটি ঘরে ঘরের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।ঈদ হচ্ছে ধনী গরিব একত্র হয়ে খুশির একটা মিলবন্ধন। সকল ভেদাভেদ ভুলে এই ঈদে সব একত্রে এক কাতারে ঈদের নামাজ পড়ে মিলেমিশে থাকে।জানিনা কতটুকু পেয়েছি তবুও চেষ্টা করেছি সম্পূর্ণ তুলে ধরার। ভুল রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |


আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
link
https://x.com/JannatulF57996/status/1905926881578512456?t=SCTsgmMXbX51aDvR3Dma-w&s=19
https://x.com/JannatulF57996/status/1905924942144602204?t=FjQq2svHm9Dj-VzfGd3fkQ&s=19
task