আপনাদের সামনে একটা অন্যরকম কবিতা নিয়ে এসেছি। এই কবিতাটি ভালোবাসার গভীর ও বাস্তব রূপকে খুব সোজা অথচ গভীরভাবে প্রকাশ করেছে। আমাদের সমাজে ভালোবাসাকে অনেক সময় শুধু হাসি-খুশি, উপহার বা আনন্দের সঙ্গে গুলিয়ে ফেলা হয়। কিন্তু এই কবিতাটি মনে করিয়ে দেয় ভালোবাসা আসলে তখনই সত্যি হয়, যখন আমরা কারো সব দিককে, ভালো-মন্দ দুইটাকেই আপন করে নিই।সুখের সময় পাশে থাকা সহজ, কিন্তু দুঃখে পাশে থাকা এটাই ভালোবাসার আসল পরীক্ষা। কবিতাটি সেই পরীক্ষায় টিকে থাকার কথা বলে। উপহারের মোড়কে নয়, ভালোবাসা লুকিয়ে থাকে যত্ন আর সম্মানের কোমল ছায়ায়।আশা করছি কবিতাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে দেখুন কবিতাটি আমি কিভাবে লিখেছি।
ভালোবাসা মানে
জান্নাতুল ফেরদৌস শেলী
ভালোবাসা মানে শুধু হাসি নয়
ভালোবাসা মানে সব কিছুই দেওয়া,
শুধু ভালো দেখে নয়, খারাপও সইয়া।
ভুল হলে পাশে থাকা, ধৈর্য্য ধরে,
মন্দকে আপন করে, ভালোকে ধরে।
শুধু ভালো সময় নয়, দুঃখে পাশে থাকা,
ভরসা দিয়ে চোখের জলও মুছে ফেলা।
উপহার নয়, মনের যত্নে লুকায় প্রেম,
সম্মানে, সহনশীলতায়, থাকে তার রেম।
ভালোবাসা মানে—নয় কিছু চাওয়া,
একটি হাসিতে নিজের সবকিছু বিলানো।
গভীরে, নিঃশব্দে, নিঃস্বার্থ ভালো থাকা,
তোমার যন্ত্রণাতেও নিজেকে খুঁজে পাওয়া।
এই কবিতাটি ভালোবাসার প্রকৃত অর্থকে ছুঁয়ে গেছে। শুধু ভালো সময় নয়, খারাপ সময়েও পাশে থাকাই ভালোবাসা। উপহারের চেয়ে যত্ন আর সম্মানেই থাকে সত্যিকারের প্রেমের ছোঁয়া। কবিতাটি হৃদয়ের গভীরে এক নরম আলো জ্বালায়।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |


আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
Task
https://x.com/JannatulF57996/status/1920840468260131231?t=kfaRyGZI_WUcuChaFJNGXg&s=19
https://x.com/JannatulF57996/status/1920841995108360383?t=cF_pNRy4zZNoNsUX_yPI_Q&s=19
https://x.com/JannatulF57996/status/1920842671989326258?t=F0hltV-d0A6PdDViO_RsKg&s=19
https://x.com/JannatulF57996/status/1920844713470386601?t=d-hIow3oLStY9JDDyJySEQ&s=19
সব সময় আপনি সবই সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ এই সুন্দর কবিতা গুলো আমার পড়তে অনেক ভালই লাগে৷ আপনি যেভাবে সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করে থাকেন সেগুলোর মধ্যে লাইনের সামঞ্জস্যতা বজায় রাখেন, তেমনি এখানে আপনি ছন্দে ছন্দে সবকিছু খুব সুন্দরভাবে মিল রেখেছেন৷ সবকিছু একেবারে ভালোভাবেই হয়েছে৷ যা পড়ে অনেক ভালই লাগলো৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷