স্বরচিত কবিতা :মানুষের চেয়ে বড় কিছু নেই
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
জান্নাতুল ফেরদৌস শেলি
মানুষের চেয়ে বড় কিছু নেই, তবু কেন ভেদাভেদ?
রঙ, ধর্ম, ভাষার নামে কাঁটাতার কেন বুনে নিঃশেষ?
একই রক্ত বইছে সবার, একই নিশ্বাসে চলি,
তবু কেন পরের চোখে পরেই থাকি গলি?
নদীর জলে নেই তো জাতি, বাতাস চেনে না কোন রঙ,
তবে কেন ভিন্ন খুঁজি আমরা, বেধে ফেলি নানান বাঁধন?
খোকা যখন হাসে মুখে, বোঝে কি সে জাত?
মায়ের কোলে ঘুমিয়ে গেলে ভিন্ন হয় কি রাত?
পাহাড় বলে, "আমি সবার," সাগর ডাকে কুলে,
গাছের ছায়া চেনে না ভেদ, ছড়ায় সবার কূলে।
তবু কেন মানুষ হয়ে মানুষকে ভয় পাই?
আপন হয়ে আপন চোখে কেন পরের দাগ পাই?
জাতি, ধর্ম, বর্ণ ভুলে একসাথে হাত রাখো,
মানুষ হয়ে মানুষ চেনো, হৃদয়ের দরজা খোল।
ভালোবাসার শক্তি বড়ো, ঘৃণা বড়ো ক্ষণস্থায়ী,
একসাথে চললেই তবে জীবন হবে প্রাণবন্ত তাই।
এভাবে একত্রে চলতে পারলে তবেই,
সমস্ত বিপদ আপদ মোকাবেলা হবেই।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-PROMOTION
pls complete the $PUSS promo
https://x.com/JannatulF57996/status/1903391800989221134?t=bq5RZ6SZxUsHUgfGxd6UdA&s=19
https://x.com/JannatulF57996/status/1903394741053763860?s=19
Daily Task 👇
সত্যি মানুষের চেয়ে বড় কিছু নেই। তবুও বুঝিনা মানুষের মানুষ এত ভেদাভেদ কেন করে। সবার শরীরেই তো একই রক্ত বইছে সবাই রক্তে মাংশে গড়া। তবুও মানুষে মানুষে এত হিংসা। আসলে আমরা যদি হিংসা ভুলে সবাই মিলে একসাথে একত্রে মিলেমিশে বাঁচি তাহলেই কিন্তু আমরা নিজেরাও ভালো থাকতে পারবো আর দেশের অনেক উন্নতি করতে পারব। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আমাদের মাঝে এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
জ্বী ভাইয়া ঠিক বলেছেন আমরা মিলে মিশে করতে বাঁচলে দেশের উন্নতি করতে পারব।
অনেক অনেক ভালো লাগলো আপনার লেখা অসাধারণ এই কবিতা আবৃত্তি করে। বেশ সুন্দরভাবে আপনি লিখেছেন আপু। ভালো লাগে যখন দেখি কেউ সুন্দরভাবে কবিতা লিখে প্রকাশ করে। আপনার লেখাটা চমৎকার ছিল। এত সুন্দর ভাবে লেখার জন্য ধন্যবাদ।
আপনার মন্তব্য আমার অনেক ভালো লেগেছে আপু।
দারুন কবিতা লিখেছেন আপু। কবিতার প্রতিটি কথা একদম মুগ্ধ করার মত ছিল। সত্যি মানুষের চেয়ে বড় আর কিছু নেই। তবুও আমরা করি অনেক ভেদাভেদ হিংসে বিদ্বেষ। সবকিছু ভুলে যদি আমরা মিলেমিশে থাকি তাহলে সব সুন্দর হবে। ধন্যবাদ আপু দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার লেখা আজকের এই কবিতা ছিল অনেক বেশি সুন্দর। পুরো কবিতাটা আপনি অনেক সুন্দর একটা টপিক তুলে ধরেছেন। এই কবিতাটা লেখার টপিক এক কথায় দারুন ছিল। পুরো কবিতা পড়ে আমি সত্যি অনেক মুগ্ধ হলাম। সত্যি আপনি অনেক সুন্দর কবিতা লিখতে পারেন। আশা করি সব সময় সুন্দর সুন্দর কবিতা গুলো শেয়ার করবেন।