তোমার ছোঁয়া

Onulipi_02_25_02_57_03.jpg

তোমার ছোঁয়া
সুমন....✍️

তুমি আকাশ, আমি বৃষ্টি,
তোমার ছোঁয়ায় রঙিন স্বপ্ন।

তুমি জোনাকির আলো,
আমি তোমার পাশে বসি।
তোমার হাসিতে ভরে মন,
তোমার কথায় ভুলে যাই সব।

তুমি পাশে, কাটে রাত,
ভালোবাসায় আসুক প্রভাত।
তুমি কবিতা, তুমি গান,
ভালোবাসি তোমায় প্রাণ।