আমার স্বরচিত একগুচ্ছ অনুকবিতা - 🖤 " বিরহ সুরে গাঁথা "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন কিছুটা ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো একগুচ্ছ অনুকবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
একগুচ্ছ বিরহের অনুকবিতাঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকের ব্লগটি হলো বিরহের একগুচ্ছ অনুকবিতা।কবিতা ই হোক আর অনুকবিতা ই হোক না কেন বিরহ নিয়ে লিখতে ভীষণ ভালো লাগে।আজকের একগুচ্ছ অনুকবিতা তাই বিরহ নিয়ে লিখে শেয়ার করলাম। আমার আজকের অনুকবিতা গুলো আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আমি আমার আজকের অনুকবিতা গুলোর শিরোনাম দিয়েছি "বিরহ সুরে গাঁথা"।
কবিতা কিংবা অনুকবিতা লেখা কিন্তু সহজ বিষয় নয়।আর আমি কিন্তু কবিও নই।তবে প্রতিনিয়ত কবিতা আর অনুকবিতা লিখে যাচ্ছি আপনাদের অনুপ্রেরণা পেয়ে।আমার লেখা কবিতা পড়ে আপনারা এতো চমৎকার চমৎকার কমেন্ট করেন যার অনুপ্রেরণাতে আমি প্রতিনিয়ত কবিতা লিখে চলেছি।কবিতা লিখতে যেমন আমার ভালো লাগে।ঠিক তেমনি কবিতা আবৃত্তি করতেও আমার আরো বেশী ভালো লাগে।আবার কারো কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে পেলে আরো বেশী ভালো লাগে আমার।
আজকের বিরহ নিয়ে লেখা অনুকবিতা গুলো আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজ বেশ কিছু অনুকবিতা লিখে শেয়ার করলাম।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে পরবর্তী কবিতা লিখতে দারুন উৎসাহ যোগাবে এমনটা ই ধারনা করছি।
আসুন আজকের অনুকবিতা গুলো আবৃত্তি করে আসি--
অনুকবিতা -১
দিনগুলো মোর রইলো না আর
ভালোবাসার মাঝে
বিরহ ব্যথা নিয়ে আজি
অশ্রু ঝরে পরে।
অনুকবিতা -২
আনমনা তুমি বিষন্ন আমি
ভাবছি তোমার কথা
বোঝে না সে মনটা আমার
বিরহ সুরে গাঁথা।
অনুকবিতা -৩
সুখ সে তো মরিচীকা
সোনার হরিণের মতো
হেথায় খুঁজি সেথায় খুঁজি
পাইনা খুঁজে তাকে।
অনুকবিতা -৪
একাকি আজ বড্ড একা
কাটে না দিন ঘরে
একলা প্রহর একলা নিশি
জেগে থাকি চেয়ে।
অনুকবিতা -৫
আশার আলো তুমি ছিলে
ছোট্ট এই মনে
মনের ঘরে অন্ধকার আজ
তোমার ই বিহনে।
আজ আর নয়।আশাকরি আজকের অনুকবিতা গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন অনুকবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | অনুকবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু কবি না হয়ে কবিতা লিখার চেষ্টা করেন এটাই অনেক। সত্যি আপনি অনেক সুন্দর কবিতা লিখেন। আজ আপনার অনুকবিতা গুলো মন দিয়ে পড়েছিলাম। আসলে বিরহ অনেক কঠিন। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।
X-promotion
ভালোলাগার মত চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন আপনি। আর অনু কবিতার মধ্যে নিজের ছোট্ট ছোট্ট মনের অনুভূতি প্রকাশ করা যায়। তবে আপনার অনু কবিতার ভাষায় এমনিতে চমৎকার। এবং চমৎকার অনুভূতি এবং চমৎকার বাসা দিয়ে অনু কবিতাগুলো লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।
https://x.com/shimulakter403/status/1913240700277440874?t=PxOxaarAILoPSAV_Q5RraQ&s=19
https://x.com/shimulakter403/status/1913244291104907553?t=Va_-ClE90qgWMWmJZTtGxw&s=19
https://x.com/shimulakter403/status/1913246504396947559?t=-zjOje-AsMv3CVPoZslB0g&s=19
https://x.com/shimulakter403/status/1913264522384584964?t=y-UPq_7VpCUcJvSZK9wDMg&s=19
https://x.com/shimulakter403/status/1913267359877607869?t=sK6F6751kSwX4Ak5cWZKvA&s=19
আপনার অনু কবিতাগুলি অনেক সুন্দর হয়েছে। অনু কবিতাগুলি সত্যি পুরো বিরহে গাঁথা। বিরহ সহ্য করা অনেক বেশি কঠিন সেটা হতে পারে কোন মানুষের বিরহ বা কোন প্রাণীর বিরহ অথবা কোন জিনিসের বিরহ। প্রত্যেকটা বিরহই আমাদের জন্য অনেক বেশি কষ্টের হয়ে থাকে। ধন্যবাদ আপনি আমাদের মাঝে এত সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন।
একের পর এক চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর অনু কবিতা গুলো পড়ে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একইসাথে এখানে এই অনু কবিতাগুলোর মধ্যে একের পর এক লাইনের সামঞ্জস্যতা খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷ অনেক ধন্যবাদ এই সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷