কবিতা পোস্ট।। স্বরচিত একগুচ্ছ অনু কবিতা।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
📝 একগুচ্ছ অনু কবিতা 📝
লেখক:-ই.টি শাহিদ ইসলাম
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তাছাড়াও অনেক সময় ভিন্ন রকম কবিতা গুলি লিখতে ভালবাসি। আমার জীবনে প্রথম কবিতা লিখেছিলাম ক্লাস সেভেনে। আমার মাদ্রাসাকে নিয়ে। তারপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত অনেক কবিতা লিখেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটাই সেগুলো সংরক্ষণ করে রাখতে পারিনি। কারণ মাঝখানে প্রায় দুই বছর কোনরকম কবিতা লিখিনি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিলো যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
📝অনু কবিতা নং:-১📝
জীবন হলো কুরুক্ষেত্র
হেরে যাওয়া নয়
বাঁচতে হলে এখানে
সংগ্রাম করে যেতে হয়।
ব্যর্থতাকে জয় করে
সামনে এগোতে হয়
তবেই না এ জীবনে,
সাফল্য অর্জিত হয়।
📝অনু কবিতা নং:-২📝
দুনিয়ার পেছনে ছুটিওনা মানব
দুনিয়া বড় ধোঁকা,
এ কাল সেকাল হারাবে সব
দেখলে এ ধারার রংতামাশা।
এই দুনিয়ার টালবাহানা
সবই হলো ফাঁকা
দিন শেষে যেতে হবে একলা একা।
📝অনু কবিতা নং:-৩📝
অন্ধ বিশ্বাস করিওনা
কভু কোনো মানবরে,
ভালো সাজার আড়ালে সবে
ঘোর বেইমানি করে।
বিশ্বাসের বদলে করে
কঠিন বিশ্বাসঘাতকতা।
📝অনু কবিতা নং:-৪📝
মানুষকে বিশ্বাস করেছি যতবার
জীবনে ঠকেছি ঠিক ততবার,
যতবারই করি ইচ্ছা পোষণ
করবো না কভু কারোর উপকার
তবুও আনচান করে ওঠে মন
করতে মানবজাতির উপকার।
আর তাইতো আমি প্রতিবার
বিশ্বাসের বদলে খেয়েছি ধোকা বার বার।
অণু কবিতাগুলিকে নিয়ে আমার অনুভূতি:-
আজকের কবিতাগুলি লিখেছি একটু মনের আবেগ দিয়ে। আর নিজের মনের ভাষা থেকে। সত্যি বলতে বিশ্বাস জিনিসটা ভীষণ দামি। আমি আমার জীবনে যত মানুষকে বিশ্বাস করেছি সবাই আমাকে ধোকা দিছে। সে কারণেই এখন মানুষের প্রতি আমার বিশ্বাস উঠে গেছে। তবে হ্যাঁ কিছু মানুষ রয়েছে যাদেরকে সত্যিকার অর্থেই কঠিন বিশ্বাস করি। এরকম মানুষ রয়েছে আমার হাতে গোনা দু থেকে একজন। তাছাড়াও জীবনে নিজের গুরুত্ব এবং দুনিয়ার প্রতি নিজের লোভ লালসাকে নিয়ন্ত্রণের প্রতি গুরুত্ব আরোপ করার অনুরোধ জানিয়েছি। সর্বোপরি আপনাদের এটাই বলবো যে বিশ্বাস কেউ যদি আপনার প্রতি করে তাহলে সেই বিশ্বাসের যথাযথ মূল্য দিবেন। আর নিজেকে সর্বদা সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করবেন।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
X promotion
https://x.com/mdetshahidislam/status/1914375626683031922?t=5rj75MzNGez6xepk88EdjQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1914376692841504827?t=ccaM-9xUPPSSCHMpQOU3XQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1914377442401394974?t=C0CEiiwGd0AOENaK8OKaAg&s=19
https://x.com/mdetshahidislam/status/1914378347565736353?t=pe4iHIdM_V88y9AkeOB7Sg&s=19
https://x.com/mdetshahidislam/status/1914379489641160712?t=nbiX9akBoQ6Ya6xx8DDo_g&s=19
https://x.com/mdetshahidislam/status/1914380257467179176?t=n70rN9LpPnHkdJ8HUSiMkw&s=19
https://x.com/mdetshahidislam/status/1914380872075428173?t=SVY-wIrRqjbKKo4TVTYmaQ&s=19
আপনি কিন্তু অনেক সুন্দর অনু কবিতা লিখতে পারেন। আপনার লেখা অনু কবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে পড়ে। খুবই সুন্দর ছিল আপনার প্রতিটা অনু কবিতা লেখার টপিক। এরকম সুন্দর অনু কবিতা গুলো আশা করি সবসময় শেয়ার করবেন।
মনের অনুভূতি দিয়ে লেখা অনু কবিতা গুলো পড়তে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। তবে মনের অনুভূতি এবং সুন্দর বাসা দিয়ে কবিতা লিখেছেন পড়ে খুব ভালো লাগে। ভালোবাসা এবং বিশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে। ধন্যবাদ ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।
চমৎকার কিছু অন্য কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এই সুন্দর অনু কবিতা গুলো পড়ে খুব ভালোই লাগলো৷ এখানে অনু কবিতাগুলো লাইনের সামজ্ঞস্যতা আপনি খুবই সুন্দরভাবে বজায় রেখেছেন৷ এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ অনু কবিতা আমার অনেক পছন্দ হয়েছে৷