একগুচ্ছ প্রেমের অনু কবিতা-"মা জননী"-Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ5 months ago

জুমা মোবারক,

আসসালামু আলাইকুম প্রিয় পরিবারের সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা। আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন ছুটির দিনে। নিশ্চয়ই খুব সুন্দর সময় কাটালেন পরিবারের সবাইকে নিয়ে। শুক্রবার দিন মানে পরিবারের সবাইকে নিয়ে সময় কাটানো এবং ভালো মন্দ খাওয়া দাওয়া করা। আমরা সবাই চেষ্টা করি এই দিনটিকে সুন্দরভাবে কাটানোর এবং সবাইকে সময় দেওয়ার। শত ব্যস্ততার মাঝেও তাদেরকে সময় দিতে ভুল করি না। আর শত ব্যস্ততা কাটিয়ে আপনাদের সাথে পোস্ট লিখতে হাজির হয়ে গেছি। আশা করি বন্ধুরা আমার আজকের লেখা অনু কবিতা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা তো জানেন প্রতি শুক্রবারে আমি একক কবিতা কিংবা অনু কবিতা লিখে শেয়ার করি। সেই ধারাবাহিকতায় আজকে আমি আবারো অনু কবিতা লিখে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আজকে আপনাদের সাথে ৬টি অনু কবিতা লিখে শেয়ার করব। আশা করি আমার শেয়ার করা প্রতিটি অনু কবিতা আপনাদের কাছে ভালো লাগবে।

vecteezy_ai-generated-mothers-day-greeting-card-ideas-mother-daughter_37039501.jpeg
Image Source Location

আজকে আমি ৬টি অনু কবিতা লিখেছি আমার ভিন্ন অনুভূতি দিয়ে। আসলে সৃষ্টিকর্তা এত সুন্দর করে এই পৃথিবীটা সাজিয়েছেন যা আমাদের জন্য। যখন আমরা বিভিন্ন সময় আমাদের প্রকৃতি দেখতে পাই তখন আমরা বুঝতেই পারি যে আমাদের প্রকৃতি কত সুন্দর। এই সুন্দর প্রকৃতি যদি সৃষ্টিকর্তা সৃষ্টি না করতো তাহলে আমরা কখনো এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতাম না। এই সুন্দর প্রকৃতি আমাদের বসবাসের উপযোগী করে সৃষ্টিকর্তার সৃষ্টি করেছেন। আমার অনুভূতিতে আমি আরও লিখেছি মাকে নিয়ে খুব সুন্দর অনুভূতির কবিতা। এই পৃথিবীতে মায়ের কোন তুলনা হয় না। একজন শিশু জন্মের পর থেকে চোখ মেলে প্রথমেই তার মাকে দেখেন। একজন মা তার সন্তানকে অনেক যত্ন সহকারে বড় করে থাকেন। হাঁটা থেকে শুরু করে কথা বলা এবং জীবনে বড় করা সুন্দর একটি জীবন পর্যায়ে নিয়ে যাওয় থেকে সব কিছুর ক্ষেত্রে মা-বাবার অবদান কখনো আমার অস্বীকার করতে পারবো না।

এই অনুভূতি নিয়ে লেখা কবিতা গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি বন্ধুরা আমার লেখা প্রত্যেকটি অনু কবিতা আপনাদের কাছে ভালো লাগবে। সময় দিয়ে দেখবেন এবং কেমন লাগলো সেই অনুভূতিগুলো আমাকে জানালে মতামতের মাধ্যমে আরো অনেক বেশি অনুপ্রাণিত হব।

(১)
গোধূলির সাত রঙে সাজিয়েছে প্রকৃতি
অবাক নয়নে তাকিয়ে আছি দেখছি আর ভাবছি
কত সুন্দর ধরণী সৃষ্টি করিয়াছো তুমি
সৃষ্টিকর্তা তোমার কাছে করি হাজারো মিনতি
আমায় তুমি কবুল করো প্রতিটি প্রার্থনাতে।

(২)
চোখ মেলে দেখি কত সুন্দর ধরণী
তোমার কোলে জন্মেছি বলে মা জননী
মা তুমি দেখালে আমাকে এই ভুবন
আমি তোমার কাছে ঋণী আজীবন।

(৩)
ভালোবাসার অপর নাম তুমি মা
বেঁচে থাকার অনুপ্রেরণাতে তুমি আমার মা
হাজারো স্বপ্নের মাঝে তোমাকে রাখি মা
প্রতিটি নিঃশ্বাসে, বিশ্বাসে শুধু তোমার প্রার্থনা মা।

(৪)
ভালোবাসা কি জিনিস শিখিয়েছো তুমি
জীবনের ভালো মন্দ শিখেছি আমি
মা তোমার পাঠশালাতে আমার প্রথম অর্জন
তুমি আমাকে মানুষের মত মানুষ করতে
জীবনে করেছো কত বিসর্জন।

(৫)
হাটি হাটি পা পা করে হাঁটতে শিখেছি
জীবনে হারতে হারতে জিততে শিখেছি
জীবনে ভালো-মন্দ অনেক কিছু বুঝেছি
সবকিছুতে তোমারি অনুপ্রেরণা ছিল
তুমি আমার জীবনের সকল সুখের মূল।

(৬)
হাজারো ভিড়ের মাঝে খুঁজি তোমার মুখ
তুমি আমার জীবন চলার পথে যত সুখ,
খুঁজেছি তোমায় আকাশ পানে
খুঁজেছি তোমায় মরুর দেশ কোথাও তুমি নেই
চোখ বুজলে তোমাকে দেখি, নিঃশ্বাসে তোমাকে পাই
প্রতিটি স্বপ্নে তুমি ভেসে আসো
শুধুই তোমাকে খুঁজে পাই।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

New_Benner_ABB1.png

Banner_PUSS1.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 5 months ago 

আপনার লেখা ছোট ছোট কবিতা গুলো আবৃত্তি করতে খুব ভালো লাগলো। কবিতা লেখার ধরনটা আপনার অনেক সুন্দর ছিল। যেখানে ছোট ছোট অনুভূতি দিয়ে লেখা প্রত্যেকটা কবিতা। যেন মনের মাধুর্য মিশিয়েছেন কবিতার লাইনে লাইনে।

 5 months ago 

অনু কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

আপনার প্রত্যেকটা কবিতা ভীষণ সুন্দর হয়েছে আপু। সবগুলোই অসাধারণ ভাবে সাজিয়ে লিখেছেন আপনি। প্রত্যেকটা শব্দ খুব সুন্দর ভাবে সাজিয়েছেন কবিতার লাইনে। দারুন হয়েছে কবিতা গুলো। বিশেষ করে প্রথম এবং শেষের দুটো কবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপু।

 5 months ago 

অনেক ভালো লাগে আপু আমার লেখা কবিতা গুলো পড়ে যখন এত বেশি অনুপ্রাণিত করেন আমাকে।

 5 months ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার লেখা এমন সুন্দর ছোট ছোট কবিতা গুলো দেখে। বেশি দারুন ভাবে আপনি কবিতার প্রত্যেকটা লাইন মিলিয়ে লিখে। অসাধারণ ছিল আপনার লেখা আজকের কবিতা। এত সুন্দর ভাবে ছোট ছোট কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে কবিতাগুলো পড়ার জন্য।

 5 months ago 

আমার আজকের টাস্কঃ-

Screenshot_20241122-213609~2.png

Screenshot_20241122-212910~2.png

Screenshot_20241122-211147~2.png

 5 months ago 

ভিন্ন ভিন্ন অনুভূতি থেকে বেশ কিছু t কবিতা লিখেছেন আর অণু কবিতাগুলো উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। আপনার লেখা অনু কবিতা গুলো দারুন হয়েছে।

 5 months ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকেও।

 5 months ago 

ওয়াও আপু ভালোবাসার একগুচ্ছ অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। মাকে নিয়ে অনু কবিতাটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে আমার কবিতাগুলো পড়ার জন্য।

 5 months ago 

আজ আপনি আমাদের সাথে একগুচ্ছ অনু কবিতা শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি অনু কবিতা পড়তে ভীষণ ভালো লাগলো। ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতাগুলো তৈরি করেছেন। কবিতার প্রত্যেকটি লাইন বেশ চমৎকার। আপনার কবিতা লেখার সব সময় অনেক ভালো হয় আপু। সুন্দর কবিতাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

ভালো লেগেছে আপু সুন্দর মতামতের মাধ্যমে আমাকে অনেক সহযোগিতা করলেন আপনি।

 5 months ago 

মাকে নিয়ে চমৎকার কয়েকটি অনুকবিতা লিখেছেন। অনেকদিন পর আপনার অনুকবিতা পড়লাম আপু। মায়ের সাথে আসলে দুনিয়ার কোনো কিছুরই তুলনা হয়না। একমাত্র মাই মায়ের তুলনা। ভালো থাকুক পৃথিবীর সকল মা। আপনার মাকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদাউস নসিব করুক।

 5 months ago 

সময় দিয়ে পড়লেন অনেক ভালো লাগলো।