"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আর এই অনু কবিতাগুলো ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে লেখা। আসলে প্রিয় মানুষের প্রতি মনের যে অনুভূতি, এই অনুভূতি কখনোই বলে শেষ করা যায় না। তাই তো হৃদয় থেকে প্রিয় মানুষের প্রতি ভালোবাসার অনুভূতিগুলো যেন বের হতে থাকে। তাই আজকে আমার ভালোবাসার প্রিয় মানুষের প্রতি হৃদয়ের কিছু অনুভূতি আমি প্রকাশ করলাম এই কবিতাগুলোর মাধ্যমে। আশা করছি আজকের এই চারটি অণু কবিতা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে অনু কবিতাগুলো পড়া শুরু করা যাক।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১


তুমি আসার পর থেকেই,
শুকনো ডালে ফুল ফোঁটে,
বাতাস গুনগুনিয়ে গায় গান,
হৃদয়জুড়ে সুর যে তাই বাঁজে।

তোমার ছোঁয়ায় শীত গলে,
বুকের ভেতর রোদ উঠে,
তুমি এলে, প্রেমের আকাশে,
রংধনু মিশে যায় মেঘের সাথে।

অনু কবিতা-২


হাত ধরো, আজ যাবো দূরে,
যেখানে প্রেম হারায় না কখনো,
তোমার ছোঁয়ায় হৃদয় জাগে,
ক্লান্ত বিকেলও সুখ পায় মনে।

তুমি ছাড়া পথ যে অন্ধকার,
তুমি ছাড়া স্বপ্নও ফ্যাকাসে আমার,
তোমার চোখে হারিয়ে গিয়ে,
পাই যে আমি আমার শান্তির ঠিকানা।

অনু কবিতা-৩


চোখে চোখ রাখো, কিছু বলো না,
তোমার নীরব ভাষাতেই আমার গল্প,
তোমার দৃষ্টি গভীর সাগর,
আমি তাতে তলিয়ে যেতে চাই এক নিমিষে ।

তোমার এক পলক চাওয়াতেই,
আমার আকাশ রঙিন হয়,
তুমি এলে মন গুনগুনিয়ে গায় গান,
হারিয়ে যায় সব ক্লান্তি-অবসাদ আমার।

অনু কবিতা-৪


তুমি ছাড়া জীবন বড্ড সাদামাটা,
তুমি এলে সব কিছু বদলে যায় আমার,
তোমার ছোঁয়ায় রংধনু ঝরে,
অন্ধকারেও আলো ফোঁটে আমার দুয়ারে।

তোমার শব্দ, আমার কবিতা,
তুমি আমার সমস্ত ছন্দ,
তোমার হাসি আমার নীড়,
তুমি ছাড়া জীবন শুধু যে শূন্য।

fox-ga73d03b37_1920.png

source

মনের অনুভূতি থেকেই আমি আজকেই ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে এই চারটি অণু কবিতা লিখে রেখেছিলাম। তাই আজকে এই চারটি অণু কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে ভালোবাসা এক অসাধারণ অনুভূতি। হৃদয়ের এই অনুভূতি কখনো শেষ হয় না। তাইতো এই অনুভূতি নিয়েই আমি লিখেছি কবিতাগুলো। আশা করছি আজকের কবিতা ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা শেয়ার করবো,সে পর্যন্ত সবাই থাকবেন সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখলেন। আপনার লেখা অনু কবিতা গুলো সব সময় আমার পড়া হয়। আপনি প্রতিনিয়ত চেষ্টা করায় এত সুন্দর অনু কবিতা লিখতে পারছেন। এরকম অনু কবিতা গুলো পড়লে মনটা ভালো হয়ে যায়। কারণ এগুলো বিভিন্ন রকম টপিক নিয়ে লেখা হয়। আপনার লেখা প্রতিটা অনু কবিতা দারুন ছিল বলতেই হচ্ছে এটা।

 3 days ago 

আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন। আশা করছি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে এরকম ভাবে শেয়ার করে যাবেন।

 3 days ago 

আজকে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে খুব সুন্দর চারটি অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। আসলে অনু কবিতার মাঝে নিজের সুন্দর মনের অনুভূতিগুলো প্রকাশ করা যায়। আর আপনি এমনিতে চমৎকার অনু কবিতা লিখেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ভিন্ন ভিন্ন টপিক নিয়েও অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।