"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
তুমি আসার পর থেকেই,
শুকনো ডালে ফুল ফোঁটে,
বাতাস গুনগুনিয়ে গায় গান,
হৃদয়জুড়ে সুর যে তাই বাঁজে।
তোমার ছোঁয়ায় শীত গলে,
বুকের ভেতর রোদ উঠে,
তুমি এলে, প্রেমের আকাশে,
রংধনু মিশে যায় মেঘের সাথে।
অনু কবিতা-২
হাত ধরো, আজ যাবো দূরে,
যেখানে প্রেম হারায় না কখনো,
তোমার ছোঁয়ায় হৃদয় জাগে,
ক্লান্ত বিকেলও সুখ পায় মনে।
তুমি ছাড়া পথ যে অন্ধকার,
তুমি ছাড়া স্বপ্নও ফ্যাকাসে আমার,
তোমার চোখে হারিয়ে গিয়ে,
পাই যে আমি আমার শান্তির ঠিকানা।
অনু কবিতা-৩
চোখে চোখ রাখো, কিছু বলো না,
তোমার নীরব ভাষাতেই আমার গল্প,
তোমার দৃষ্টি গভীর সাগর,
আমি তাতে তলিয়ে যেতে চাই এক নিমিষে ।
তোমার এক পলক চাওয়াতেই,
আমার আকাশ রঙিন হয়,
তুমি এলে মন গুনগুনিয়ে গায় গান,
হারিয়ে যায় সব ক্লান্তি-অবসাদ আমার।
অনু কবিতা-৪
তুমি ছাড়া জীবন বড্ড সাদামাটা,
তুমি এলে সব কিছু বদলে যায় আমার,
তোমার ছোঁয়ায় রংধনু ঝরে,
অন্ধকারেও আলো ফোঁটে আমার দুয়ারে।
তোমার শব্দ, আমার কবিতা,
তুমি আমার সমস্ত ছন্দ,
তোমার হাসি আমার নীড়,
তুমি ছাড়া জীবন শুধু যে শূন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/rayhan111s/status/1907487310566060227?t=q2-3eBxv4aDT-VwSO0F-4g&s=19
আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখলেন। আপনার লেখা অনু কবিতা গুলো সব সময় আমার পড়া হয়। আপনি প্রতিনিয়ত চেষ্টা করায় এত সুন্দর অনু কবিতা লিখতে পারছেন। এরকম অনু কবিতা গুলো পড়লে মনটা ভালো হয়ে যায়। কারণ এগুলো বিভিন্ন রকম টপিক নিয়ে লেখা হয়। আপনার লেখা প্রতিটা অনু কবিতা দারুন ছিল বলতেই হচ্ছে এটা।
আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন। আশা করছি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে এরকম ভাবে শেয়ার করে যাবেন।
আজকে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে খুব সুন্দর চারটি অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। আসলে অনু কবিতার মাঝে নিজের সুন্দর মনের অনুভূতিগুলো প্রকাশ করা যায়। আর আপনি এমনিতে চমৎকার অনু কবিতা লিখেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ভিন্ন ভিন্ন টপিক নিয়েও অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।