আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভালোবাসার কবিতা নিয়ে হাজির হলাম ।এই কবিতার নাম তোমার ছোঁয়ায়। আসলে প্রিয় মানুষে কেন্দ্র করে মনের ভিতর যে অনুভূতি রয়েছে। এই অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করতে অনেক বেশি ভালো লাগে। তাই তো নিরিবিলি যখন বসে থাকি তখনই কবিতা লেখার জন্য বসে পড়ি। আর এই কবিতা গুলো লিখতে অনেক বেশি ভালো লাগে। কারণ প্রিয় মানুষের প্রতি মনের যে অনুভূতি এই অনুভূতি কখনোই শেষ হয়ে যায় না। এই অনুভূতিগুলো যতই প্রকাশ করি ততই যেন মনের ভিতর থেকে বের হতে থাকে। তাই আজকে একটি কবিতা লিখে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে।
তোমার ছোঁয়ায় জেগে ওঠে মন,
ঝিরিঝিরি হাওয়ায় বাজে কানন।
চোখের ইশারায় বলে যে গান,
তা কি কখনো বোঝবে আমার এই জগৎখান।
হৃদয়ের পাতায় তুমি জলরঙ,
মনের অলিতে করো যে তাই ঢঙ।
তোমার হাসিতে মন হারায় আমার ,
তুমি যে ভালোবাসার পরশ পাথর।
চুপচাপ রাতে তারা গোনার ছলে,
তোমার স্মৃতিগুলো মিশে যায়,
ভালোবাসার আলো-ছায়ার দোলায়।
তুমি দূরে থেকেও এতো কাছে কেন,
যেন নিঃশ্বাসের মাঝেও রয়েছো তুমিই লুকিয়ে ।
তোমার নামেই বৃষ্টি নামে ধীরে,
ভেজে আমার শরীর পুরোপুরি ভাবে।
কবিতার খাতা ভরে যায় চুপিচুপি,
তোমাকে লেখা হাজারো কবিতা ছন্দে মিলে লিখি।
তুমি এক অনুভব, তুমি এক চিরন্তন রাগ,
যেখানে প্রেম খুঁজে পায় নিজস্ব কাব্যস্বর।
তোমার ছোঁয়ায় জেগে ওঠে মন,
ভালোবাসায় বুনে নিই,
আমি এক চিরকালীন জীবন।
শব্দের বাইরে, ভালোবাসায় তুমি,
হৃদয়কথার যে একান্ত সঙ্গিনী।
তুমি নেই তবুও আছো, গভীর নিঃশ্বাসে,
প্রতিটি ক্ষণে ভালোবাসায় জড়িয়ে।

source
ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের অনুভূতি নিয়ে আমি এই কবিতা লিখেছি। আসলে প্রিয় মানুষকে প্রতি মনের যে অনুভূতি এবং মনের যে ছোঁয়া রয়েছে তাকে কেন্দ্র করে, সকল আশা ভরসা এই অনুভূতিগুলো প্রকাশ করার চেষ্টা করেছি। তাই তো আজকে আপনাদের মাঝে আমার লেখা এই ভালোবাসার কবিতাটি শেয়ার করলাম। আশা করছি আজকের কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন অনু কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইল। 💗🙏💗।

আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
https://x.com/rayhan111s/status/1908581421566091331?t=iE8lFjlcgz4qs7og3CeKGg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে। অনেকদিন পর কবিতা পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। অসাধারণ লিখেছেন আপনি। কবিতার লাইন গুলো দারুন ছিল।
https://x.com/rayhan111s/status/1908132351793602977?t=RfpRcTP2wI_Ml7y1S32sKQ&s=19
https://x.com/rayhan111s/status/1908423649779994876?t=xiFjaJesOKuoBfbxuoRS8w&s=19
https://x.com/rayhan111s/status/1908424171505566055?t=aZzhDbq2F7hTd9s7Lr4GQQ&s=19
https://x.com/rayhan111s/status/1908424828681437626?t=7cX0T6RTxcY4EeswDbk0IQ&s=19
বিভিন্ন রকম টপিক নিয়ে কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আর যদি ভালোবাসার কবিতা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন। কবিতাটা যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল।