"আমার বাংলা ব্লগ"// কবিতা // তোমার ছায়ায় 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার একটি কবিতা নিয়ে হাজির হলাম। আর প্রিয় মানুষকে কেন্দ্র করে আমি এই কবিতাটি লিখেছিলাম। আমি গতকাল বিকেলবেলা নীরবে বসে বসে এই কবিতাটি লিখেছি আর কবিতার মাধ্যমে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি মনের অনুভূতিগুলো আমি প্রকাশ করার চেষ্টা করেছি। আসলে ভালোবাসা এক অসীম অনুভূতি এই অনুভূতি আমরা যতই প্রকাশ করি ততই যেন এই অনুভূতিগুলো বের হতে থাকে। তাই ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করেই লেখা আমার এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালো লাগছে।
তোমার ছায়ায় হারাই আমি,
তোমার চোখে স্বপ্ন গাঁথি।
একটুখানি হাসি দিলে,
মনে হয় তুমিই আমার জীবন সাথি।
তোমার নামে জেগে ওঠে,
নীরব রাতের তারা।
তুমি এলে ফুল ফোঁটে,
সারা দেহে জেগে ওঠে ভালোবাসা।
চাঁদের আলো থেমে থাকে,
তোমার মুখে যতই দেখি।
তোমার কথা মনে হলে,
মনটা উড়ে পাখি সাথে ।
তুমি ছুঁয়ে দিলে মন,
জেগে ওঠে সুরের সাগর।
তোমার পাশে বসে থাকি,
ভুলে যাই দুঃখের স্মৃতি ।
তোমার স্পর্শে ঘুম আসেনা,
চোখের পাতায় থাকো তুমি।
তোমার নামে হৃদয় জুড়ে,
চুপিসারে বাজে ভালোবাসার গান গুলি।
তুমি বলো, আকাশ নীল,
তখনি ঝরে মেঘের ছায়া।
তুমি বলো, স্বপ্ন সত্যি,
আমার ভুবন খুঁজে পায় তোমার ছাঁয়া।
ভালোবেসে বলো যদি,
তোমাতে-আমাতে সীমাহীন।
তুমি আমি মিলেমিশে,
হয়ে যাবো এক স্বপ্নের দিন।
ভাই আপনি verified member কিভাবে করেছে, আমাকে একটু জানাবে।
আমি নতুন তু তাই কিছু বুঝতে পারি না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/rayhan111s/status/1913650751047696407?t=w2y_bLD-SdBfgSW91Qv22A&s=19
খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। প্রিয়জনকে অনুভব করে হৃদয়ে অনুভূতিগুলো কবিতার ছন্দে প্রকাশ করেছেন। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
https://x.com/rayhan111s/status/1914036174555152556?t=n-s5HyfOcFe9u0c79pnFWQ&s=19
https://x.com/rayhan111s/status/1914036848076476828?t=sq1gY7yuS8lRvnFcRalMAw&s=19
https://x.com/rayhan111s/status/1914037066763215173?t=WT3z1egSStgfcUSReX69Uw&s=19
https://x.com/rayhan111s/status/1914037238784200950?t=Y5xhKFGZXo9zkEoSJB4tTg&s=19