কবিতা আবৃত্তি:- হারিয়ে যাবো একদিন। লেখক @rayhan111

in আমার বাংলা ব্লগlast month

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9VBvhKk9nR2MTJfQpmUUtBej18USgp2UmnJu2LDu8BgohpGcFcQFsNJ9H459QGKjHkTGkVfLwMyj8AxxHZy97seWm8A.jpeg

source

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ-হারিয়ে যাবো একদিন। লেখক @rayhan111 ।আর আমি এই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।

আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।


কবিতাটির নাম হচ্ছেঃ
হারিয়ে যাবো একদিন।

আবৃত্তিঃ-
@nevlu123

হারিয়ে যাবো একদিন।👇

https://youtube.com/shorts/JMw86xC6wZI?si=c8UXhNSE6jhbKXwh

@rayhan111 ভাই এর এই কবিতাটি অনেক বেশি ভালো লাগলো আমার।আসলে বেশির ভাগই আমি নিজের কবিতা নিজেই আবৃত্তি করি।আজকে আবৃত্তি করার জন্য কবিতা খুঁজছিলাম হঠাৎ করে রায়হান ভাই এর কবিতাটির কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে এই কবিতাটি পড়েছিলাম আর তাই আজকে আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


কবিতাটির কথা 👇

হারিয়ে যাবো একদিন আমি,
সব মায়া ছেড়ে।
থাকবো আমি নিরবে একলা ঘরে।
তাইতো আজ সে কথা ভেবে, খুবই কষ্ট লাগে।
হারিয়ে যাওয়ার দিনগুলো,
পাবো নাকি আর আমি কোন ভাবে।
সেই দিনগুলোর কথা ভেবে,
খুঁজতে থাকি আমি একলা পথে।
হারিয়ে যাওয়া সোনালী সেই দিনগুলো,
পাবো না আর আমি কোন ভাবে।
তবুও খুঁজতে থাকি,
সোনালী সেই দিনের পথে, আমি হেঁটে হেঁটে।
বন্ধুদের সাথে কত আনন্দময় দিন,
পার করেছি আমি।
সেই দিনগুলোর কথা ভাবলেই লাগে,
মনের ভিতর আনন্দ আর হাসি।
তাইতো আমি ফিরে পেতে চাই,
সেই পুরনো দিনগুলো।
হারিয়ে যাওয়া দিনগুলো খুঁজতে থাকি,
একলা পথে নীরবে তাই হাঁটি।
হারিয়ে যাবো একদিন আমি,
সব মায়া ছেড়ে।
সকল স্মৃতি পড়ে থাকবে,
প্রিয়জনদের মাঝে।
কেউবা মনে করবে আমায়,
কিছুদিন ধরে।
সকলকেই ছেড়ে চলে যাব আমি,
নতুন এক যুগে।

পোষ্ট লিংক👇
https://steemit.com/poetry/@rayhan111/4629tf

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টকবিতা আবৃত্তি
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 last month 

রায়হান ভাইয়ের কবিতাটি অনেক অসাধারণ হয়েছে এবং উনার কবিতাটি তুমি আবৃত্তি করেছ দেখে অনেক ভালো লাগলো। আর তোমার গলায় কবিতাটি ভালোই মানিয়েছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে রায়হান ভাইয়ের কবিতাটি সবার উদ্দেশ্যে আবৃত্তি করে শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ তোমায় সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 last month 

রায়হান ভাইয়ের লেখা চমৎকার একটি কবিতা হারিয়ে যাব।ভাইয়া কবিতার কথাগুলো যেমন সুন্দর লিখেছেন আপনিও তেমন সুন্দর আবৃত্তি করেছেন। আপনার আবৃত্তের আগেও শুনেছি। বেশ ভালো লাগলো আপনার আবৃতি শুনে। পোষ্টের ভিন্নতা আনার জন্য মাঝে মাঝে অন্যরকম পোস্ট করলে বেশ ভালো লাগে। সুন্দর একটি আবৃতি আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last month 

ভালো লিখেছেন আপু ভালো থাকুন।

 last month 

আমার বাংলা ব্লগে রায়হান ভাই অনেক কবিতা শেয়ার করে যেগুলো বেশিরভাগই পড়া হয়। সত্যি বলতে রায়হান ভাইয়ের কবিতা গুলো ভীষণ ভালো লাগে আমার কাছে। আপনি আজকের রায়হান ভাইয়ের অনেক চমৎকার একটি কবিতা আবৃতি করেছেন শুনে ভালো লাগলো। প্রতিদিন আলাদা আলাদা পোস্ট করায় সবথেকে ভালো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last month 

অনেক অনেক ধন্যবাদ দাদা সুন্দর মতামতের জন্য।

 last month 

রায়হান ভাইয়ের এই কবিতাটি তো দেখছি চমৎকার। কবিতার লাইনগুলো আমার বেশ ভালো লেগেছে। তাছাড়া আপনি এই কবিতাটি দারুণভাবে আবৃত্তি করেছেন ভাই। বেশ ভালো লাগলো আপনার আবৃত্তি শুনে। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

ধন্যবাদ ভাইজান ভালো থাকুন সব সময়।'

 last month 

রায়হান ভাইয়ার এই কবিতাটি আমি কিছুদিন আগে দেখেছিলাম বেশ ভালো লেগেছিল। আপনি আজকে কবিতা আবৃত্তি করবেন কোনটা ভেবেই পাচ্ছিলেন না হঠাৎ করে রায়হান ভাইয়ার এই কবিতাটি আবৃত্তি করেছেন দেখে খুবই ভালো লাগলো। খুবই সুন্দরভাবে কবিতার প্রতিটি লাইন আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া।

 last month 

ধন্যবাদ ফাতেমা আপু ভালো থাকুন।

 last month 

Screenshot_20250305-092835_Chrome.jpg

Screenshot_20250305-092803_Chrome.jpg

 last month 

খুব সুন্দর কবিতা আবৃত্তি করলেন। হারিয়ে যাব কবিতাটি এত সুন্দর ভাবে আবৃত্তি করলেন আপনি শুনে বেশ ভালো লাগলো। প্রতিটি মানুষ এমনই এই পৃথিবী থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে। অথবা অনেকেই এই দুনিয়াতে ভালোবাসার কাছে হারিয়ে যাই। বিভিন্ন অনুভূতি দিয়ে বোঝানো যায়। ভীষণ ভালো লেগেছে আবৃত্তি শেয়ার করার জন্য।

 last month 

আসলে মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে।

 last month 

আমার লেখা কবিতাটি আপনি আবৃত্তি করেছেন। জানতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর আপনার কন্ঠে আবৃত্তিটা দারুন হয়েছে। আপনার কন্ঠে আবৃত্তি শুনতে পেয়ে কবিতাটির যেন পরিপূর্ণতা আরো পেল। সত্যি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে কবিতাটি আবৃত্তি করার জন্য।

 last month 

আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি।

 last month 

আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি আমাদের প্রিয় rayhan111 ভাই এর লেখা কবিতা আবৃত্তি করেছেন। তবে rayhan111 ভাইয়ের কবিতাগুলো অসাধারণ হয়।হারিয়ে যাবো একদিন কবিতাটি আমাদের মাঝে সুন্দর করে কভার করার জন্য ধন্যবাদ।

 last month 

জি জামাল ভাই আসলেই ভালো হয়।