স্বরচিত Poetry: মানবতার হবে জয় Original Poetry by @narocky71

in আমার বাংলা ব্লগ2 months ago

ABB 23 ফেব্রুয়ারি 2K24

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


2023-02-19-22-29-14-726.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

বর্তমানে পৃথিবীতে মানবিক মানুষের খুবই প্রয়োজন। একটা মানবিক মানুষ যদি গড়ে ওঠে তাহলে একটা পরিবার মানবিক হবে। এখানে ইনসানিয়াত অর্থ মানবতাকে বুঝানো হয়েছে। ইনসানিয়াত অর্থ মানবতা। মানবতা নিয়ে সব সময় আমি ভাবি তাই আজকের এই কবিতাটি লিখার চেষ্টা করেছি। একবার চিন্তা করুন তো যদি দুনিয়াটা মানবিক দুনিয়া হতো তাহলে তাহলে কেমন হতো। দুনিয়ার সবাই একসাথে থাকতো। ধর্ম বর্ণ লিঙ্গ পেশা ইত্যাদি বৈষম্য থাকত না। সবাই একসাথে একটাই পরিচয় দিত আমি মানুষ। সবার আগে মানুষ সত্তা একথা বিশ্বাস করত। তাহলে অন্যায় অবিচার জুলুম শোষণ পৃথিবীতে থাকতো না। খুবই সুন্দর শান্তির একটি দুনিয়া গড়ে উঠতো।

স্বরচিত কবিতা: মানবতার হবে জয়


হবে জয় মানবতার ,
মিথ্যা জুলুম থাকবে না ।
কায়েম হবে দুনিয়ায় ,
ইনসানিয়াত ইনসানিয়াত।

সব মানুষের অধিকার ,
সব মানুষের স্বাধীনতা ।
সব মানুষের ভালবাসা ,
যদি আসে ইনসানিয়াত।

ইনসানিয়াতের আয়োজন ,
সব মানুষের প্রয়োজন।
সব মানুষ এক মানুষ ,
এক মানুষ সব মানুষ।

থাকবে না অন্যায় অবিচার ,
থাকবে না জুলুম শোষণ ।
থাকবে শুধু দুনিয়ায় ,
ইনসানিয়াত ইনসানিয়াত।

রাষ্ট্র হবে সবার ,
হবে রাষ্ট্র সব মানুষের ।
এমন একটা রাষ্ট্রের জন্য ,
চিন্তা করেন ইনসানিয়াত।

বস্তুর ঊর্ধ্বে উঠতে গেলে ,
বস্তুবাদ ছাড়তে হবে ।
বস্তুভিত্তিক জীবন হলে ,
হবে তুমি নাস্তিকবাদ।

মানবতার দুনিয়া কায়েমের জন্য ,
করো সবাই ইনসানিয়াত।
উদয় হল সারা দুনিয়ায় ,
ইমাম হায়াতের বিশ্ব ইনসানিয়াত।

(সমাপ্ত)

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000163454.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  
 2 months ago 

1000242377.jpg

1000242376.jpg

 2 months ago 

1000242376.jpg

1000242377.jpg

 2 months ago 

মানবতার জয় হোক। নীতিকথার ওপর নির্ভর করে আপনার লেখা কবিতাটি খুবই সুন্দর হয়েছে। সত্যি বলতে কি মানুষ এভাবে ভাবলে তো হয়েই যেত। সমাজ সহ দেশের উন্নয়ন আটকানোর সাধ্য কারও থাকবে না। তবে এই মানবতা মানুষের মধ্যে নেই সেটাই দুঃখের।

 2 months ago 

আমার কবিতাটি সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো দিদি।

 2 months ago 

আপনার কবিতাটি সত্যিই হৃদয়স্পর্শী এবং মানবতার জয়গান গেয়েছে! ইনসানিয়াতের মাধ্যমে একটি ন্যায়সঙ্গত, শোষণমুক্ত, ভালোবাসাময় সমাজ গড়ার আহ্বান অত্যন্ত শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ক। বিশেষ করে "সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ" লাইনটি মানবতার একতা ও সাম্যের গভীর বার্তা বহন করে। আপনার এই চিন্তাভাবনা থেকে আজকের কবিতাটি শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

এত সুন্দর চিন্তা ভাবনা থেকে কবিতা লিখতে পেরে খুব ভালো লেগেছে।।

 2 months ago 

মানবতা নিয়ে লেখা তোমার এই কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আর আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। আসলে বর্তমানে মানবিক মানুষের সংখ্যা অনেক কম রয়েছে আমাদের এই পৃথিবীতে। আর এই জন্য মানবিক মানুষ খুবই দরকার। সবার মধ্যে মানবিকতা থাকা জরুরী। অনেক বেশি সুন্দর করে তুমি কবিতাটা লিখেছ।

 2 months ago 

আসলে মানবিক মানুষ এখন খুবই কম রয়েছে। আমার কবিতা পড়ে এত সুন্দর মন্তব্য করেছ দেখে ভালো লেগেছে।

 2 months ago 

ভাইয়া আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।মানবতার হবে জয় কবিতাটি পড়ে ভালো লাগলো। তবে মানবতা যদি মানুষের কাছে থাকে তাহলে পরিবার এবং সমাজ সব ভালো হয়। আর মানবতা দিয়ে মানুষ নিজের ভালোর পরিচয় দেয়। ধন্যবাদ সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

হ্যাঁ ঠিক বলেছেন, মানবতার মাধ্যমেই সত্যি কারের মানুষের পরিচয় দেওয়া হয়

 2 months ago 

এটা হয়তো এখন শুধু মানুষের কথায় এবং বইয়ের পাতায় মানায়। মানুষের যে নৈতিক অবক্ষয় এখান থেকে যে মানুষ বেরিয়ে আসতে পারবে। এটা বিশ্বাস আর হয় না। চমৎকার লিখেছেন কবিতা টা ভাই। ধন্যবাদ আপনাকে।।

 2 months ago 

আমার কবিতা চমৎকার হয়েছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 2 months ago 

এটি শুনে ভালো লাগলো আপনি মানবতা নিয়ে ভাবেন। এই নিয়ে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন।মানবতার হবে জয় কবিতাটি পড়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনার কবিতা গুলো এমনিতে চমৎকার হয়। সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।