স্বরচিত কবিতা:- "হঠাৎ দেখা"

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

আজকে আবারো আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হলাম। কবিতা একটি শক্তিশালী মাধ্যম, যা আমাদের মনের কথাগুলো সুন্দর ভাষায় প্রকাশ করতে সাহায্য করে। যখন কোনো অনুভূতি শব্দের মাধ্যমে প্রকাশ করা কঠিন হয়ে পড়ে, তখন কবিতাই হয়ে ওঠে আমাদের একমাত্র সঙ্গী। আজকের কবিতার নাম "হঠাৎ দেখা"

এটি এক বিশেষ অনুভূতির প্রতিচ্ছবি, যেখানে সময়ের সাথে হারিয়ে যাওয়া সম্পর্ক কিংবা পুরনো স্মৃতি এক হঠাৎ দেখা দেয়। জীবনের নানা মোড়ে ঘটে যাওয়া হঠাৎ ঘটনার মতো, আমাদের মাঝে ঘটে যায় এক অদ্ভুত পুনর্মিলন। আজকের এই কবিতায় আপনাদের মাঝে সেই অনুভূতিই তুলে ধরতে চেয়েছি, যেখানে মনের গহিনে লুকিয়ে থাকা কথা নতুনভাবে জেগে ওঠেছে।আশা করছি আজকের কবিতাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে এবার সবাই মিলে কবিতাটি একবার পড়ে আসি...

1000046270.png

"হঠাৎ দেখা"
মোঃ ফয়সাল আহমেদ

হঠাৎ করেই একদিন
দেখা হবে তোমার আর আমার।
চলতে চলতে হঠাৎ
দুর থেকে ভেসে আসবে স্মৃতির হাওয়া।

বয়সের কাঁটা বাঁধবে নতুন পথ,
দীর্ঘদিন পর দেখা হবে আমাদের।
চোখের মধ্যে ছড়িয়ে যাবে স্মৃতির ঝিলিক,
হাসির আকাশে উঠবে এক উজ্জ্বল তারা।

নীরবতায় মিশে যাবে আমাদের পুরোনো কথা,
জীবনের অমলিন সন্ধ্যায় হারিয়ে যাবে দুঃখ।
সব কিছু আবার ফিরে আসবে,
হৃদয়ে ভরবে সেই পুরনো আনন্দ।

হঠাৎ করেই একদিন
দেখা হবে তোমার আর আমার।
সে দিন হবে জীবনের এক নতুন সূর্যোদয়,
যে সূর্য ছড়াবে ভালবাসার আলো।

যতটুকু বাকি ছিল কষ্ট,
সেই কষ্ট ঢেকে যাবে ভালোবাসায়।
অসংখ্য দিন-রাত্রি পর,
বেঁচে থাকবে সেই অম্লান সম্পর্কের চিহ্ন।

হঠাৎ করেই একদিন
দেখা হবে তোমার আর আমার,
অতীতের সমস্ত শোক ভুলে
একসাথে চলতে থাকবো আমরাই নতুন পথ।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 11 days ago 
 11 days ago 

আপনার স্বরচিত কবিতাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাই। আজকে অনেক চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ভালোবাসার মানুষের সাথে দেখা হলে দারুন অনুভূতির সৃষ্টি হয়। অনেক সুন্দর একটি প্রশ্ন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 days ago 

খুব ভালো লাগলো আপনার লেখা কবিতাটি আবৃত্তি করে।কবিতার লাইনগুলোতে অপেক্ষারা বিরাজ করছে।লাইনগুলো চমৎকার লেগেছে।অনেক ধন্যবাদ সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 10 days ago 

ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন।হঠাৎ দেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে কবিতার মধ্যে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। ‌ তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। সুন্দর অনুভূতি এবং চমৎকার ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 9 days ago 

এমন একটা দেখা আমাদের হয়ে যাক। হঠাৎ করেই আবার কথা হোক কিন্তু হঠাৎ করে যেন হারিয়ে না যায়। দারুণ লাগল আপনার কবিতা টা ভাই। চমৎকার লিখেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 9 days ago 

আপনার কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে এবং আমি সবসময় চেষ্টা করি আপনার কবিতা গুলো পড়ার৷ আজকেও যেভাবে আপনি এত সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে৷ একই সাথে এখানে কবিতার মধ্যে হঠাৎ দেখা নিয়ে যেভাবে এত সুন্দর একটি মুহূর্তকে শেয়ার করেছেন তা পড়ে খুব খুশি হলাম৷