স্বরচিত কবিতা:- "অন্ধকারের পথযাত্রী"
একা থাকলে মাঝে মাঝে হতাশার ছায়া মনের উপর নেমে আসে। জীবনের না বলা কথাগুলো, চাপা কষ্টগুলো বারবার মনে উঁকি দেয়। মনে হয়, যেন আমি একা, আমার পথ অন্ধকার। কিন্তু এ ভাবনাগুলো ক্ষণস্থায়ী,সময়ের সাথে মিলিয়ে যায়। তবুও, একাকীত্ব মাঝে মাঝে বিষণ্ণতার গল্প লিখে যায় মনে।
গতকাল রাতে যখন আমি একা ছিলাম, তখন মন থেকে নানা ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। একদিক থেকে মনে হচ্ছিল, জীবনের লক্ষ্য হারিয়ে গেছে, আর একাকী চলতে চলতে পথ যেন অন্ধকারে পূর্ণ। তবুও, আমি বুঝলাম যে এ সব কিছুই অস্থায়ী। সময়ের সাথে সঙ্গে এসব ভাবনা মিলিয়ে যায়, কেটে যায়। যদিও একাকীত্ব মাঝে মাঝে আমাকে বিষণ্ণ করে, তবুও আমি জানি যে, আলোর দিকে চলে যেতে হবে, যে আলো একদিন আমাকে পথ দেখাবে।
তাই, গত রাতের একাকীত্ব থেকে জন্ম নিল একটি কবিতা। কবিতার নাম দিলাম "অন্ধকারের পথযাত্রী"। এর মাধ্যমে আমি আমার মনের অব্যক্ত কথা, মনের একাকী গল্প, আর হতাশার অনুভূতিগুলো প্রকাশ করেছি।চলুন সবাই মিলে এবার, আমার লেখা নতুন কবিতাটি পড়ে আসি...
"অন্ধকারের পথযাত্রী"
মোঃ ফয়সাল আহমেদ
বিষন্ন আমি, অন্ধকার আমার জীবন,
হারিয়ে ফেলেছি জীবনের গতি।
চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার,
নেই কোনো আলো, নেই কোনো গতি।
আমি কোথায় যাব? কিভাবে যাব?
কার সাথে যাব? কেউ তো নেই।
আমি একা চলি নির্জন পথে,
অজানা গন্তব্য, নিঃসঙ্গ প্রহর।
আমার পথ অন্ধকারে ঢাকা,
যেদিকে তাকাই অন্ধকার শুধুই।
শূন্য এ হৃদয়, বোবা এই মন,
শব্দহীন বেদনা, নিঃসঙ্গতা কষ্টময়।
তাই বলে কি এই আঁধার পথে
কেউ কি আমার হাত ধরবে না?
কেউ কি আমাকে আপন করে নেবে না?
নাকি আমি হারিয়ে যাব চিরতরে একা?
হয়তো কেউ নেই, কারণ সবাই ব্যস্ত,
নিজ নিজ জীবনের টানে ছুটে চলে।
আমার মতো এলোমেলো পথিকের,
সংগ দেবে কে? কেবা পাশে রবে?
আমি তো ছন্নছাড়া, লক্ষ্যহীন,
ভাসছি যেন দিকহীন স্রোতে।
অন্ধকার আমার একমাত্র সাথী,
আলো আমার জীবনে ধরা দেয় না।
তবুও এক আশার আলো খুঁজি,
একটি হাত, একটি সান্ত্বনার বাণী।
হয়তো কোথাও অপেক্ষায় আছে,
একটি নতুন ভোর, একটি নতুন গান।
এলোমেলো আমি, ছুটছি অনন্তের পথে,
হয়তো একদিন পাবো ঠিকানা।
অন্ধকারের শেষে আসবে উজ্জ্বল আলো,
হৃদয়ে গুঞ্জরিত হবে নতুন সুরের সানাই।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-Promotion
একাকীত্ব থেকে জন্ম নেওয়া দারুন এক অনুভূতির কবিতা পড়তে বেশ ভালো লাগলো ভাইয়া। মাঝে মাঝে আমিও যখন একা থাকি নানান ধরনের চিন্তাভাবনা মনের মধ্যে আসে। মনে হয় জীবনের গতি হারিয়ে ফেলেছি। জীবনের লক্ষ্য নেই কোন কোথায় ছুটছি কে জানে। কেন জানিনা মনে হয় জীবনটা বৃথা করে দিলাম নিজেই নিজের কারণে। আপনার অনুভূতির কবিতাটি পড়ে খুব ভালো লাগলো ভাই।
মানুষ একাকীত্ব ভাবে অনেক সময় পার করে থাকে। আর তখন সবার মনে আলাদা আলাদা অনুভূতি কাজ করে। আপনার তো দেখছি একাকীত্ব থেকে দারুন একটা কবিতা জন্ম নিয়েছে। আপনার লেখা পুরো কবিতাটা পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনার কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল।
বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি।
এটা একেবারে ঠিক। হয়তো সত্যি আমাদের কেউ নেই। সবাই নিজের মতো নিজেকে নিয়ে ব্যস্ত। একটা লক্ষ্যহীন দিকে আমরা ছুটে যায় প্রতিনিয়ত। চমৎকার লাগল আপনার কবিতা টা। দারুণ লিখেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।
আপনার কবিতা গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। আমি সবসময় আপনার কাছ থেকে এই সুন্দর কবিতা গুলো দেখি৷ এত সুন্দর একটি কবিতা পড়ে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের অসাধারণ কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা খুব ভালোভাবে বজায় রেখেছেন৷