স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ5 months ago


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। কিছু কিছু মনের অনুভূতি থেকে থাকে যা প্রকাশ করা যায় না। তবে কবিতা লেখার মধ্য দিয়ে সে অনুভূতি ব্যক্ত করা যায়। মাঝেমধ্যে ইচ্ছে হয় ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে ছোট ছোট কবিতা লিখি। তাই আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সারা সপ্তাহ ধরে ভেবেচিন্তে লেখা চারটা ছোট কবিতা নিয়ে। মনে করব, আমার এই কবিতা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে।

Picsart_24-12-05_08-16-00-743.jpg

Photo editing by PicsArt app

Photography device: Infinix Hot 11s


মাতৃভূমির প্রতি ভালোবাসা

ধরনির সুন্দর ধারায় আমি নিজেকে হারাই

খুঁজে পায় অনাবিল সুখ প্রকৃতির মায়ায়।

খুঁজে ফিরি অজানা শান্তির নীড়ে
যেখানে পূর্ব গগনের সূর্য পশ্চিমে হারায়।

ছুটে চলে যায় দিন, আসে তিমির অন্ধকার রাত
তোমার হাতে হাতটি রেখে খুঁজে পাই প্রভাত।

জেগে ওঠে বোনের পাখিরা, গায় মধুর গান
এভাবেই প্রতিনিয়ত সৃষ্টি হয় বাংলা মায়ের প্রতি টান।


ফুল

এসেছি ফুলের রাজ্যে

হয়ে ফুলের রানী।

শীতের আগমন দেখে
গাঁদা গোলাপ ডালিয়ার পাগলামি।

শিশির ভেজা শুভ্র সকালের
জেগে ওঠে ফুলগুলি।

ভেজা পাপড়িতে প্রজাপতি এসে
জানাই ভালোবাসার বাণী।


জাতীয় সংগীত

ঘন কুয়াশার এক শীতের সকালে

বারবার মনে পড়ে যায় তোমায়।

স্কুল-কলেজের এসেম্বলি ক্লাসে
নিজ কন্ঠে সুর তুলেছি শতবার।

তুমি আমার মাতৃভূমির মাতৃভাষার গান
রবি ঠাকুরের কলমে লেখা বাংলার জয়গান।

গেয়েছি আমি মুগ্ধ হয়ে মুক্ত পাখির মত
নিজকন্ঠে ধ্বনিত হয়েছে ভালোবাসা অবিরত।


মাতৃভূমি

পরিবেশের অঙ্গ বোনের কীটপতঙ্গ

ফুলে ফলে ভরা বিভিন্ন গাছ।

মানুষ সমাজে পশু পাখি রবে
সব মিলে তৈরি হবে পরিবেশের সাজ।

পুকুরের জল দখিনা হাওয়া নির্মল
চৈত্রে ফেটে উঠে বাংলার উর্বর মাটি।

সোনার ফসলে প্রাণবন্ত হয়ে ওঠে
বাংলা মায়ের বুক বড় খাটি।


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতা লেখার অনুভূতি:


নিজের ভালো লাগার অনুভূতি থেকে লেখা আমার আজকের এই ছোট কবিতা গুলো। প্রাকৃতিক পরিবেশের চিন্তাধারা থেকেই সৃষ্টি। একদিকে মাতৃভূমির প্রতি ভালোলাগা, আরেকদিকে মাতৃভাষার প্রতি ভালো লাগা। এছাড়াও প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন ঋতুর পরিবর্তন, সবকিছুই যখন নতুন ভাবে মন রাঙিয়ে তোলে; তখন চিন্তাধারা নতুন ভাবে জাগ্রত হয়। এ সমস্ত চিন্তা থেকেই আমার কবিতাগুলো লেখা। কবিতা গুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png

Sort:  
 5 months ago 
 5 months ago 

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20241205_084355.jpg

Screenshot_20241205_084240.jpg

Screenshot_20241205_084156.jpg

 5 months ago 

জাস্ট ওয়াও আপু সকাল সকাল আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে মাতৃভূমি নিয়ে আপনি অনেক ভালো লিখেছেন। আর এটাই একজন প্রকৃত দেশপ্রেমিকের লক্ষণ। যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আশা করব এভাবে কমেন্ট করে পাশে থাকবেন

 5 months ago 

অনু কবিতাগুলো পড়ে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে অনু কবিতাগুলোর মধ্যে ভাষার ব্যবহারটা এবং ছন্দের ব্যবহারটা অসাধারণ হয়েছে। দারুন লাগলো অনু কবিতাগুলো পড়ে।

 4 months ago 

মন্তব্য দেখে ভালো লাগলো

 5 months ago 

আপনার নিজের ভালোলাগা অনুভূতি দিয়ে চমৎকার অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে ছোট ছোট মনের অনুভূতি দিয়ে কবিতা লিখলে কবিতাগুলো পড়তেও বেশ ভালো লাগে। সত্যি বলতে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখেছেন পড়ে অসম্ভব ভালো লাগলো। এই ধরনের অনু কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

 4 months ago 

খুব সুন্দর মন্তব্য করেছেন

 5 months ago 

আপনার লেখা কোন কবিতা গুলো পড়ে আমার খুবই ভালো লাগলো। অসাধারণ কিছু কবিতা লিখেছেন ভাষাগুলো খুবই সুন্দর ছিল।

 4 months ago 

আপনাকে ধন্যবাদ

 5 months ago 

একদম ঠিক বলেছেন আপু কবিতা লেখার মাধ্যমে নিজের মনের অনুভূতি গুলো প্রকাশ করা যায়। অনেক বিষয় আছে যা মুখে বলে বোঝান যায় না। তা কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়। আপনার আজকের অনু কবিতাগুলো খুবই চমৎকার হয়েছে। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 4 months ago 

হ্যাঁ মনের অনুভূতি প্রকাশ করার অন্যতম মাধ্যম এটা