স্বরচিত একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম
খুঁজে পায় অনাবিল সুখ প্রকৃতির মায়ায়।
খুঁজে ফিরি অজানা শান্তির নীড়ে
যেখানে পূর্ব গগনের সূর্য পশ্চিমে হারায়।
ছুটে চলে যায় দিন, আসে তিমির অন্ধকার রাত
তোমার হাতে হাতটি রেখে খুঁজে পাই প্রভাত।
জেগে ওঠে বোনের পাখিরা, গায় মধুর গান
এভাবেই প্রতিনিয়ত সৃষ্টি হয় বাংলা মায়ের প্রতি টান।
হয়ে ফুলের রানী।
শীতের আগমন দেখে
গাঁদা গোলাপ ডালিয়ার পাগলামি।
শিশির ভেজা শুভ্র সকালের
জেগে ওঠে ফুলগুলি।
ভেজা পাপড়িতে প্রজাপতি এসে
জানাই ভালোবাসার বাণী।
বারবার মনে পড়ে যায় তোমায়।
স্কুল-কলেজের এসেম্বলি ক্লাসে
নিজ কন্ঠে সুর তুলেছি শতবার।
তুমি আমার মাতৃভূমির মাতৃভাষার গান
রবি ঠাকুরের কলমে লেখা বাংলার জয়গান।
গেয়েছি আমি মুগ্ধ হয়ে মুক্ত পাখির মত
নিজকন্ঠে ধ্বনিত হয়েছে ভালোবাসা অবিরত।
ফুলে ফলে ভরা বিভিন্ন গাছ।
মানুষ সমাজে পশু পাখি রবে
সব মিলে তৈরি হবে পরিবেশের সাজ।
পুকুরের জল দখিনা হাওয়া নির্মল
চৈত্রে ফেটে উঠে বাংলার উর্বর মাটি।
সোনার ফসলে প্রাণবন্ত হয়ে ওঠে
বাংলা মায়ের বুক বড় খাটি।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
X-promotion
আজকের কাজ সম্পন্ন
জাস্ট ওয়াও আপু সকাল সকাল আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে মাতৃভূমি নিয়ে আপনি অনেক ভালো লিখেছেন। আর এটাই একজন প্রকৃত দেশপ্রেমিকের লক্ষণ। যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আশা করব এভাবে কমেন্ট করে পাশে থাকবেন
অনু কবিতাগুলো পড়ে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে অনু কবিতাগুলোর মধ্যে ভাষার ব্যবহারটা এবং ছন্দের ব্যবহারটা অসাধারণ হয়েছে। দারুন লাগলো অনু কবিতাগুলো পড়ে।
মন্তব্য দেখে ভালো লাগলো
আপনার নিজের ভালোলাগা অনুভূতি দিয়ে চমৎকার অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে ছোট ছোট মনের অনুভূতি দিয়ে কবিতা লিখলে কবিতাগুলো পড়তেও বেশ ভালো লাগে। সত্যি বলতে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখেছেন পড়ে অসম্ভব ভালো লাগলো। এই ধরনের অনু কবিতাগুলো বারবার পড়তে মন চায়।
খুব সুন্দর মন্তব্য করেছেন
আপনার লেখা কোন কবিতা গুলো পড়ে আমার খুবই ভালো লাগলো। অসাধারণ কিছু কবিতা লিখেছেন ভাষাগুলো খুবই সুন্দর ছিল।
আপনাকে ধন্যবাদ
একদম ঠিক বলেছেন আপু কবিতা লেখার মাধ্যমে নিজের মনের অনুভূতি গুলো প্রকাশ করা যায়। অনেক বিষয় আছে যা মুখে বলে বোঝান যায় না। তা কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়। আপনার আজকের অনু কবিতাগুলো খুবই চমৎকার হয়েছে। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।
হ্যাঁ মনের অনুভূতি প্রকাশ করার অন্যতম মাধ্যম এটা