স্বরচিত একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। আজকে আমি আমার ভালো লাগা থেকে সৃষ্টি বেশ কিছু সুন্দর সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হয়ে বললাম। আমি আশা করব আপনারা সবাই আমার কবিতা গুলো আবৃত্তি করবেন এবং আনন্দ পাবেন। তাহলে চলুন সুন্দর কবিতা গুলো মনোযোগ দিয়ে আবৃত্তি করি এবং কবিতার আনন্দ উপভোগ করি।
যায় দেখি ভালো লাগে সুন্দর এই ভুবন।
কি দারুণ বানাইছে বিধির রঙিন দুনিয়া
কতজন ভালবাসে আপন শুধু মা।
যারে ভাবি আপন তার স্বার্থবাদী মন
স্বার্থের জন্য ভুলে যাই কে আমার আপন।
মা শুধু ভুলতে চায় না পেটে ধরেছে তাই
আপন যতই দেখে থাকুক মার মত কেউ নাই।
ভালো থাকি সারাক্ষণ।
দুঃখ কষ্ট সব কিছুর মধ্যে
সুন্দর এই জীবন।
জীবন যেন গাড়ির মত
থেমে থাকে না।
বসে থাকি শুয়ে থাকি
দিনকাল থামেনা।
দেখতে ভালো লাগে নদীর ঢেউ।
হৃদয়ে চাপা কান্না গুলো
বুঝতে চাইনা কেউ।
এক বুক নদী নিয়ে
ধরে রেখেছি জল
মাঝে মাঝে মনে হয়
জীবনটা আমার নিষ্ফল।
দূর দিগন্তে উড়ে যায়।
ইচ্ছেরা ডানা মেলে
ছুটে চলে নীল নীলিমায়।
কিন্তু আমার সাধ্য নাই
ইচ্ছে হলে আর কি করবো ভাই।
মন গগনে ঘুড়ি উড়ায়
নাটাই সুতা কিচ্ছু নয়।
তবুও স্বপ্ন দেখি কল্পনায়
এভাবেই অনুভবে সুখ খুঁজে পায়।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি আমার ভালোলাগা থেকে এই কবিতা গুলো লিখেছি। এখানে কোন প্রকার মনের বিরহ বেদনা ছিল না। যখন যেমন ভালোলাগা মন থেকে বের হয়েছে ঠিক তখনই লিখে রেখেছি। আর এভাবে সুন্দর সুন্দর কবিতা গুলো লিখতে সক্ষ। কবিতা লিখতে আমার এখনো অনেক অনেক ভালো লাগে। তাই একটু সুযোগ পেলে কবিতা লিখে ফেলি। এখানে ভালোলাগার অনুভূতি যেমন রয়েছে। ভালোলাগার অনুভূতির মধ্যে একটু আবেগ মিশিয়ে সুন্দরভাবে লিখার চেষ্টা করেছি। আর এটাই আমার কবিতার সার্থকতা। আশা করি আপনারা কবিতাগুলো আবৃত্তি করেছেন।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
X--promotion
আমার আজকের কাজ সম্পন্ন
আপনার এক গুচ্ছ কোন কবিতা দেখে ভীষণ ভালো লাগলো। এরকম কবিতাগুলো আমার কাছে পড়তে একটু বেশি ভালো লাগে।কারণ ছোট ছোট কবিতাগুলো খুব সুন্দর করে সাজানো হয়। আপনার এই অনু কবিতার প্রত্যেকটি কবিতা আমার কাছে দারুন লাগলো। যাই হোক এভাবে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন।
খুবই সুন্দর হয়েছে আপনার আজকের এই কবিতাগুলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর অনু কবিতা একের পর এক আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে৷ একই সাথে এখানে এই কবিতা গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকেও খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে দ্বিতীয় অনু কবিতা আমার অনেক পছন্দ হয়েছে৷