আবহাওয়াকে কেন্দ্র করে লেখা একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ10 months ago


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম



কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করে থাকি আপনাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য। ঠিক সেই ধারাবাহিকতা বজায় রাখতে আজকে আবারো উপস্থিত হলাম কিছু ছোট কবিতা নিয়ে। আশা করি আমার এই ছোট ছোট কবিতা গুলো আপনাদের আবৃত্তি করতে অনেক ভালো লাগবে।


ei_1714356965851-removebg-preview.png

Photo editing by background removal app

Photography device: Infinix hot 11s


এক নম্বর অনু কবিতা

আজ প্রচন্ড গরমের দিন

নেই আকাশে রোদের দেখা রয়েছে সূর্য বিহীন।

ভেবেছিলাম আসবে শীতল হাওয়া
অঝরে নামবে টিপ টিপ বৃষ্টি।

আসে নাই বৃষ্টি আসে নাই বাতাস
এসেছে শুধু মেঘলা গরম আভাস।

তবুও আনমনে চেয়ে রয়েছি আকাশ পানে
হয়তো কিছুক্ষণ পরে পাবো বৃষ্টি দেখা।


দুই নম্বর অনু কবিতা

হাত পাখার বাতাস যেন অতিসহ শীতল

ঘুরাতে পারিনা আমি একটানা অবিরল।

তবুও ঠান্ডা বাতাসের আশায়
লোডশেডিং এর মুহুর্তে পাখা হাতে নিতে হয়।

এসেছিল রেমাল বন্ধু হয়ে কিছু বাতাস দিতে
হয়েছিলাম শীতল এক নিমিষে।

তবে আশা করি নাই সব একবারে পাব
কি দোষ হত বাতাস দিনে দিনে দিলে।


তিন নম্বর অনু কবিতা

গাছে গাছে শুনতে পায় পাক পাখালির গান

কেন তারা গাইছে কিসের প্রতি টান।

বুঝিনা কখনো পাখির ভাষা
তবুও বুঝি তাদের আছে ভালোবাসা।

বৃষ্টি এলে যেমন ব্যাঙ ডেকে যায়
রংধনুর সাত রং আকাশকে রাঙায়।

সবই বুঝি ভালোবাসা একে অপরের প্রতি টান
অপরূপ সৃষ্টির স্রষ্টা যিনি না জানি সে কত মহান।

না চাইতে সুন্দর এই ধরনি
করেছেন আমাদের দান।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতার সারমর্ম:



কবিতা মনের ভাষা প্রকাশ করে। আমরা জানি আকাশের রং আর মানুষের মন কখনো স্থির নয়। সব সময় এই দুইটা জিনিস রং বদলায়। ঠিক আকাশের মত মনের মধ্যে কখন কোন আশা অনুভূতি জাগ্রত হয় কেউ বলতে পারেনা। ঠিক এখানে তিনটা অনু কবিতা লিখেছি, মনের মধ্যে বিভিন্ন মুহূর্তের বিভিন্ন রকম অনুভূতি আসাতে। আজকের দিনটা যেন প্রচন্ড গরম। আশা করেছিলাম আর রেমালের পর থেকে বৃষ্টি হবে পরিবেশ পরিস্থিতির শীতল থাকবে। কিন্তু এখন যেন তার উল্টা অনুভব। যখন কারেন্ট থাকে না তখন যেন পাখা খুঁজে বেড়াতে হয় শীতল বাতাসের আশায়। এদিকে গাছে গাছে পাখিরা কেন জানি ডাকে,কিসের প্রতি তাদের এত ভালোবাসা এত টান। ব্যাঙ জলের প্রাণী তবে কখন কোথায় থাকে তা আমরা জানিনা, তবে বৃষ্টি হলেই তার শব্দে মুখরিত হয়ে ওঠে চারিপাশ। যেন বৃষ্টিকে স্বাগত জানাই। বৃষ্টি শেষে রংধনু এসে আকাশকে রাঙিয়ে চলে। এই সবই যেন মহান সৃষ্টিকর্তার দান। মহান সৃষ্টিকর্তার ভালোবাসার প্রমাণ। আমাদের প্রতি তার অগাধ ভালোবাসা আছে বলেই এত সুন্দর পৃথিবী সাজিয়ে দিয়েছেন না চাইতেই।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 10 months ago 

পাখিদের যে কিসের প্রতি টান সেটা আমাদের একেবারে অজানা। আর যদি জানাই থাকত তাহলে ব‍্যাপার টা আমরাও অনুভব করতে পারতাম। গরমের দিনে সেই শীতল বাতাসের প্রতিক্ষা সেই লোডশেডিং হাতাপাখা। দারুণ লিখেছেন কবিতা টা আপু। বেশ চমৎকার লাগল। ধন্যবাদ আমাদের সাথে অনু কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 10 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

আপনার মত আমিও ভেবেছিলাম যে এই ঝড়ের পরে কিছুদিন ঠান্ডা ওয়েদার পাবো। কিন্তু গরমে অবস্থা খারাপ। যাই হোক ঠিক ই
বলেছেন আপু মন আর আকাশের কোন ঠিক ঠিকানা নেই। যখন তখন পরিবর্তন হয়ে যায়। আপনার মনের বিভিন্ন ধরনের অনুভূতি নিয়ে আজকের অনু কবিতাগুলো কিন্তু খুব সুন্দর লিখেছেন। প্রথম অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 10 months ago 

আমার কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু ‌।

 10 months ago 

বর্তমান আবহাওয়ার সাথে মিল রেখে আপনি এত সুন্দর করে কবিতা লিখেছেন দেখে ভালো লাগলো। আর কবিতার লাইন গুলো খুবই ভালো ছিল। কথাগুলো বেশ ভালো লেগেছে আপু। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 10 months ago 

কি আর করব গরম বলে কথা।

 10 months ago 

আপনি তো দেখছি খুব সুন্দর অনু কবিতা তৈরি করতে পারেন৷ একের পর এক অনু কবিতাগুলোর লাইন যখন পড়ছিলাম তখন অনেকটাই ভালো লাগছিল৷ একইসাথে সবগুলো খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ এই লাইনগুলো আপনার কাছ থেকে পড়ে খুবই ভালো লাগছে। এই অনু কবিতার লাইনের সামজ্ঞস্যতা আপনি খুব সুন্দর ভাবেই বজায় রেখেছেন

 10 months ago 

কবিতার লাইনগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।