আবহাওয়াকে কেন্দ্র করে লেখা একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম
নেই আকাশে রোদের দেখা রয়েছে সূর্য বিহীন।
ভেবেছিলাম আসবে শীতল হাওয়া
অঝরে নামবে টিপ টিপ বৃষ্টি।
আসে নাই বৃষ্টি আসে নাই বাতাস
এসেছে শুধু মেঘলা গরম আভাস।
তবুও আনমনে চেয়ে রয়েছি আকাশ পানে
হয়তো কিছুক্ষণ পরে পাবো বৃষ্টি দেখা।
ঘুরাতে পারিনা আমি একটানা অবিরল।
তবুও ঠান্ডা বাতাসের আশায়
লোডশেডিং এর মুহুর্তে পাখা হাতে নিতে হয়।
এসেছিল রেমাল বন্ধু হয়ে কিছু বাতাস দিতে
হয়েছিলাম শীতল এক নিমিষে।
তবে আশা করি নাই সব একবারে পাব
কি দোষ হত বাতাস দিনে দিনে দিলে।
কেন তারা গাইছে কিসের প্রতি টান।
বুঝিনা কখনো পাখির ভাষা
তবুও বুঝি তাদের আছে ভালোবাসা।
বৃষ্টি এলে যেমন ব্যাঙ ডেকে যায়
রংধনুর সাত রং আকাশকে রাঙায়।
সবই বুঝি ভালোবাসা একে অপরের প্রতি টান
অপরূপ সৃষ্টির স্রষ্টা যিনি না জানি সে কত মহান।
না চাইতে সুন্দর এই ধরনি
করেছেন আমাদের দান।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
পাখিদের যে কিসের প্রতি টান সেটা আমাদের একেবারে অজানা। আর যদি জানাই থাকত তাহলে ব্যাপার টা আমরাও অনুভব করতে পারতাম। গরমের দিনে সেই শীতল বাতাসের প্রতিক্ষা সেই লোডশেডিং হাতাপাখা। দারুণ লিখেছেন কবিতা টা আপু। বেশ চমৎকার লাগল। ধন্যবাদ আমাদের সাথে অনু কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার মত আমিও ভেবেছিলাম যে এই ঝড়ের পরে কিছুদিন ঠান্ডা ওয়েদার পাবো। কিন্তু গরমে অবস্থা খারাপ। যাই হোক ঠিক ই
বলেছেন আপু মন আর আকাশের কোন ঠিক ঠিকানা নেই। যখন তখন পরিবর্তন হয়ে যায়। আপনার মনের বিভিন্ন ধরনের অনুভূতি নিয়ে আজকের অনু কবিতাগুলো কিন্তু খুব সুন্দর লিখেছেন। প্রথম অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।
আমার কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু ।
বর্তমান আবহাওয়ার সাথে মিল রেখে আপনি এত সুন্দর করে কবিতা লিখেছেন দেখে ভালো লাগলো। আর কবিতার লাইন গুলো খুবই ভালো ছিল। কথাগুলো বেশ ভালো লেগেছে আপু। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
কি আর করব গরম বলে কথা।
আপনি তো দেখছি খুব সুন্দর অনু কবিতা তৈরি করতে পারেন৷ একের পর এক অনু কবিতাগুলোর লাইন যখন পড়ছিলাম তখন অনেকটাই ভালো লাগছিল৷ একইসাথে সবগুলো খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ এই লাইনগুলো আপনার কাছ থেকে পড়ে খুবই ভালো লাগছে। এই অনু কবিতার লাইনের সামজ্ঞস্যতা আপনি খুব সুন্দর ভাবেই বজায় রেখেছেন
কবিতার লাইনগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।