আবেগের কবিতা || তুমি আছো বলেই || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

teddy-bear-gf310b6ac7_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন? ভালো এবং সুস্থ্য থাকার সংগ্রামে নিজেদের এগিয়ে রাখতে হবে, তবে বাস্তবতাকে অস্বীকার করে নয়। মাঝে মাঝে আমরা বাস্তবতাকে অস্বীকার করে ভিন্নভাবে কিছু হাসিল করার চেষ্টা করি, যার ফলাফল আমারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হই। সুতরাং চেষ্টায় গতিশীল থাকতে হবে কিন্তু সেটাকে অবাস্তবভাবে নয়। কাংখিতভাবে যে কোন ধরনের প্রচষ্টা আমাদের বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে আর অনাকাংখিত কিংবা বাস্তবতাকে অস্বীকার করে যদি কিছু করার চেষ্টা করি, তা সর্বদা আমাদের বিপর্যস্ত করে তুলে।

যাইহোক, বাস্তব কিংবা অবাস্তব যাইহোক, আমাদের জীবনে দুটোর প্রভাবই বেশ লক্ষ্যণীয় মানে অনুধাবনযোগ্য। সুতরাং আমরা একটু চেষ্টা করলেই সেটাকে মানিয়ে নিতে পারবো এবং অনাকাংখিত পরিস্থিতি হতে মুক্ত থাকতে পারবো। আশা করছি পুরো বিষয়টি এখন একদম পরিস্কার। আজকে তাহলে এ বিষয়ে আর কোন কথা বলবো না, বরং আমার সেই কাংখিত বিষয়ে ফিরে যাবো, এইতো বুঝে গেছেন কবিতা। কবিতা হলো আমার কাংখিত বিষয়, কারন এখানে অনুভূতি এবং হৃদয়ের বাণী ধারুনভাবে প্রস্ফুটিত হয়ে থাকে বা হওয়ার সুযোগ থাকে। তাইতো এগুলোকে নিয়ে বেশ চঞ্চল থাকার চেষ্টা করি এবং হৃদয়ের বাণীগুলোকে কবিতায় প্রকাশ করার প্রচষ্টায় গতিশীল থাকি, হি হি হি।

আজকে একটু ছোট কবিতা তবে সেই চঞ্চলতার উপস্থিতি আগের মতোই আছে, অনুভূতির দারুণ ছোঁয়া ঠিক আগের মতোই পাবেন। আসলে অনুভূতির চঞ্চলতা কিংবা ভালো লাগার স্পন্দন ছাড়া কবিতা হয় না, হ্যা আপনি অবশ্যই দুঃখ কিংবা যন্ত্রণা নিয়ে কবিতা লিখতে পারেন কিন্তু সেগুলোও হৃদয়ের অনুভূতি ছাড়া হবে না। চলুন তাহলে আজকের কবিতাটি পড়ে দেখি-

flowers-g06c7c35de_1280.jpg


তুমি আছো বলেই,
কল্পনার আকাশ রাঙাতে পারছি।
তুমি আছো বলেই
ভালোবাসার অনুভূতি সাজাতে পারছি।

তুমি আছো বলেই,
আকাঙ্খাগুলো সতেজ রাখতে পারছি।
তুমি আছো বলেই,
জীবনটাকে উপভোগ করতে পারছি।

তুমি আছো বলেই
বিদ্রোহের আগুন নিভাতে পারছি
তুমি আছো বলেই
সৃজনশীলতা ধরে রাখতে পারছি।

তুমি আছো বলেই
জীবনের দুঃখ ঘুচাতে পারছি।
তুমি আছো বলেই
জীবনের সুখ নিতে পারছি।

তুমি আছো বলেই
অনুপ্রেরণা ধরে রাখতে পারছি
তুমি আছো বলেই
হৃদয়কে চঞ্চল রাখতে পারছি।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

এটা কিন্তু একেবারেই সত্যি, বাস্তব কিংবা অবাস্তবই হোক না কেন, দুটোই আমাদের জীবনে বেশ লক্ষ্যণীয় মানে অনুধাবন যোগ্য। ঠিক বললেন, আমরা যদি চেষ্টা করি তাহলে সেটাকে খুব সহজেই মানিয়ে নিতে পারব এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে ভালোভাবে মুক্তি হতে পারবো। এই বিষয়টা কিন্তু সত্যি খুবই ভালোভাবেই বুঝলাম। যাইহোক, খুব সুন্দর করে কবিতাটা লিখেছেন। খুব ভালো লাগলো ভাইয়া আপনার লেখা কবিতাটা। আর আপনার কবিতার নামটাও বেশ ভালো ছিল,"তুমি আছো বলেই"। একেবারে হৃদয়ের গভীর থেকে লেখা আবেগীয় কবিতা ছিল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

বাহ, এটা খুব গভীর। ব্যক্তিটি অবশ্যই আপনার জীবনে গভীর ছাপ ফেলেছে

 2 years ago 

বাস্তব অবাস্তব দুটোই আমাদের জীবনের প্রভাব ফেলে এবং দুটোকেই মানিয়ে নিয়ে আমাদের জীবনে চলতে হয়। অনুভূতি, চঞ্চলতা, ভালোলাগা ভালোবাসা নিয়ে কবিতা। আর এজন্যেই আপনার কবিতাগুলো পড়তে অনেক বেশি ভালোলাগে। ধন্যবাদ ভাই এর সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

হৃদয়ের গভীর থেকে কিন্তু খুবই সুন্দর কবিতা লিখে ফেলেছেন। কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। খুবই সুন্দর আবেগী একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। এটা কিন্তু ঠিক বলেছেন, চেষ্টায় গতিশীল থাকতে হবে কিন্তু সেটাকে অবাস্তবভাবে নয়। খুব সুন্দর করেই কবিতাটা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতা গুলো সত্যি অনেক বেশি সুন্দর হয়। পরবর্তীতেও এরকম কবিতাগুলো দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

আপনার লেখা আবেগের কবিতাটি পড়ছি আর ভাবছি আপনার মনের এত আবেগ আর অনুভূতি গুলো কি প্রিয় মানুষটি বুঝে। কি আবেগ মাখা কবিতার প্রতিটি লাইন। ইস্ আমার প্রিয় মানুষ যদি এ রকম করে কবিতা লিখতে পারতো!

 2 years ago 

চিন্তার বিষয় হলো যদি কবিতা লিখতে পারতো তাহলে কি করতেন? হি হি হি।

 2 years ago 

সারাক্ষন শুধু উঁকি ঝুঁকি দিয়ে তা লেখা কবিতা গুলো পড়তাম

 2 years ago 

হা হা হা হা

 2 years ago 

ভাই আপনার আছে বলেই আপনি সার্থক। আমার নেই বলেই আমি ব্যর্থ।😥 জীবনের এই সার্থকতা আমিও পেতে চাই যেমনটা আপনি পেয়েছেন । সেই কবিতার অনুভূতি গুলো সত্যিই জীবনের রাঙাতে চাই অনেক ভালো লেগেছে আপনার স্বার্থক অনুভূতিগুলো।

 2 years ago 

তুমি আছো বলেই,
কল্পনার আকাশ রাঙাতে পারছি।
তুমি আছো বলেই
ভালোবাসার অনুভূতি সাজাতে পারছি।

এ যাবত অনেক কবিতা পোস্ট পড়েছি। কিন্তু আপনার কবিতা একটু ভিন্ন রকম আপনার কবিতা পড়ে আমি সত্যি অনেক খুশি হয়েছি। কবিতার প্রতিটি চরণ এর সাথে প্রতি চরণ অনেক মিল রয়েছে। আসলে ভালোবাসার মানুষটার জন্য অনেক কিছু করা যায় এবং আপনি সেটা কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন অসংখ্য ধন্যবাদ। আপনাকে।

 2 years ago 

জি ভাই ঠিক বলেছেন যে পরিস্থিতি যেমনই হোক বাস্তবতা মেনে নিয়েই ভালো থাকতে হবে ৷ কারন জীবন এমনি ৷ যা হোক আবেগী কবিতা অসাধারণ ছিল ৷ অসংখ্য ধন্যবাদ ৷