কবিতা আবৃত্তি ( সুরঞ্জনা- জীবনানন্দ দাশ )!!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আমাদের সবারই একজন করে পছন্দের মানুষ থাকে। অনেক সময় মানুষ টা বাস্তবিক না হয়ে কাল্পনিক হয়। আপনাদের টা জানি না তবে আমার একজন কাল্পনিক মানুষ আছে। তাকে নিয়ে এইরকম অসংখ্য চিন্তা অসংখ্য অনূভুতি আমার মধ্যে খেলা করে। সুরঞ্জনা হয়তো ছিল জীবনানন্দের সেইরকমই একজন কাল্পনিক মানুষ । এই সুরঞ্জনা কে জীবনানন্দ কতটা অনূভব করত সেটা তার কবিতার মধ্যে ফুটে উঠেছে। জীবনানন্দের বেশ কয়েকটা কবিতা লেখা সুরঞ্জনা কে নিয়ে। আর এগুলো শুধু কবিতা না। এগুলো যেন একেবারে অব্যক্ত অনূভুতি। সব প্রেমিকের এক না বলা কথা। আজ আমি সুরঞ্জনা কবিতা আবৃত্তি টা আপনাদের সাথে শেয়ার করে নেব। আশাকরি আপনাদের বেশ ভালো লাগবে।
- সুরঞ্জনা
- জীবনানন্দ দাশ
সুরঞ্জনা, আজো তুমি আমাদের পৃথিবীতে আছো;
পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন;
কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছো;
গ্রীক হিন্দু ফিনিশিয় নিয়মের রূঢ় আয়োজন
শুনেছো ফেনিল শব্দে তিলোত্তমা-নগরীর গায়ে
কী চেয়েছে? কী পেয়েছে? —গিয়েছে হারায়ে।
বয়স বেড়েছে ঢের নরনারীদের
ঈষৎ নিভেছে সূর্য নক্ষত্রের আলো;
তবুও সমুদ্র নীল; ঝিনুকের গায়ে আলপনা;
একটি পাখির গান কী রকম ভালো।
মানুষ কাউকে চায়— তার সেই নিহত উজ্জ্বল
ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল।
মনে পড়ে কবে এক তারাভরা রাতের বাতাসে
ধর্মাশোকের ছেলে মহেন্দ্রের সাথে
উতরোল বড়ো সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণে
তবুও কাউকে আমি পারিনি বোঝাতে
সেই ইচ্ছা সঙ্ঘ নয় শক্তি নয় কর্মীদের সুধীদের বিবর্ণতা নয়,
আরো আলো: মানুষের তরে এক মানুষীর গভীর হৃদয়।
যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা
মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহ্বল বাতাসে
ভূমধ্যসাগরলীন দূর এক সভ্যতার থেকে
আজকের নব সভ্যতায় ফিরে আসে;
তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রি মৃতদের রোল
দেহ দিয়ে ভালোবেসে, তবু আজ ভোরের কল্লোল।
কবিতা আবৃত্তি
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1908064491532849640?t=AS9YbRSduT-aw-_c2D6lzg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
জীবনানন্দ দাশের কবিতাগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। আজ সুন্দর একটি কবিতা আপনার এই পোষ্টের মাধ্যমে পড়ার সুযোগ হয়ে গেল। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর একটি কবিতা আজ আপনি আবৃত্তি করে শুনালেন।ভীষণ ভালো লাগলো শুনে আবৃত্তিটি।অনেক ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।
জীবনানন্দ দাশের কবিতা গুলো আমার বেশ ভালো লাগে। তবে এই কবিতাটা আগে কখনো পড়া হয়নি। কবিতার নামটা যেমন সুন্দর কবিতার লাইন গুলোও খুব সুন্দর। আপনি খুব সুন্দর ভাবে পুরো কবিতাটা আবৃত্তি করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে একটা কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি তো খুব চমৎকার ভাবে কবিতা আবৃত্তি করেছেন। তবে জীবনানন্দ দাশ এর কবিতাগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে। আর আপনি খুব সুন্দর করে সুরঞ্জনা কবিতাটি আবৃত্তি করেছেন। আর এই ধরনের কবিতাগুলো বারবার আবৃত্তি শুনতে মন চায়। ধন্যবাদ ধৈর্য ধরে কবিতাটি আবৃত্তি করে শেয়ার করার জন্য।