"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে আবারো একটু দেরি করে ঘুম থেকে উঠে পড়লাম। প্রথমে আমাদের কমিউনিটি থেকে ঘুরে আসলাম৷ দেখলাম যে ভোট পড়েছে কিনা৷ এর পরবর্তীতে আমাদের যেসকল কমিউনিটিগুলো রয়েছে সেগুলো থেকে ঘুরে আসলাম৷ সেখানে খুব সুন্দর পোস্ট গুলো দেখলাম৷ এরপর আমি আমার পোস্ট তৈরি করার জন্য ভেবে নিলাম। ভাবলাম যে আজকে আপনাদের মাঝে কি পোস্ট শেয়ার করা যায়৷ তাই আমার গত সময়ের পোস্ট গুলো দেখে নিলাম৷ সেখানে দেখলাম যে অনেকগুলো পোস্ট তৈরি করা হয়ে গিয়েছে৷ তবে এখনো পর্যন্ত অনু কবিতা পোস্ট শেয়ার করা হয়নি৷ তাই আজকে অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য ভেবে নিলাম।
এর পরবর্তীতে আমি আমার অনু কবিতাগুলো লেখা শুরু করে দিলাম৷ একের পর এক সবগুলো অনু কবিতা লিখে নেওয়ার পরে আপনাদের মাঝে শেয়ার করার পূর্ববর্তী সময়ে এর যে বানানগুলো রয়েছে সবকিছু ঠিক করে নিলাম৷ এদেরকে এদের জায়গা বরাবর বসিয়ে দিলাম এবং সবকিছু ভালোভাবে ঠিক করে নেওয়ার পরে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম৷ আশা করি আজকের অনু কবিতা গুলো আপনাদের অনেক ভালো লাগবে৷ সব সময় আপনারা আমার অনু কবিতাগুলোর মধ্যে সুন্দর মন্তব্য শেয়ার করে থাকেন৷ যা আমার কাছে অনেক ভালো লাগে৷ তাই আজকেও সুন্দর কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম৷ যাতে করে এই অনু কবিতাগুলো আপনাদের অনেক ভালো লাগে।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
তোমার হাসি এখন শুধু স্মৃতির আলো,
তোমার না বলা কথা আজ আমার ছায়া কালো।
রাতের নীরবতা তোমায় ডাকে চুপিসারে,
তবুও তুমি আসো না, থাকো না আর আমার তরে।
অনু কবিতা-২
তুমি যখন থাকো পাশে,
সব কষ্টই যায় উড়ে।
তোমার নামেই শুরু করি,
দিনের শেষে তুমি আমার রবি।
অনু কবিতা-৩
আজ অবেলায় ডাকো কেন তুমি?
আমার হৃদয়ে শুধু কান্না আর মরুভূমি।
তুমি চেয়েছিলে ফেলে দিতে আমায়,
তাই তো আজ আমি রয়েছি অজানায়।
অনু কবিতা-৪
দিন যায়, রাত আসে,তবু থামে না পথ,
চেনা মুখগুলোও এখন লাগে অচেনা।
মন চায় একটু থামতে,এ যেন বিশ্রামের ঘোর,
তবু জীবন বলে,চলো লক্ষ যে আরও দূর।
অনু কবিতা-৫
পাখিরা গায় জাগরণের সুর,
ভরিয়ে তোলে হৃদয়পুর।
আশার ডানা মেলে আকাশে,
নতুন সকাল ডাকছে বাতাসে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালোবাসা সবসময় আপনার প্রতি আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য৷
https://x.com/bijoy1__2024_SB/status/1939489207992611282?t=0vthV0uAESjGO9Lan6aC6g&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1939283945247637984?t=fX2TnDrFuk2nXgBlGNKSSg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1939276629140000789?t=Cgfiod3CNKgNHaVxVJY7Ag&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1939275940917649575?t=MkUX3E5-wVNFlGVivU4oMw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1939275925222457570?t=9VyskW88PnfjK3DIZDlBPg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1939275703520055352?t=HYX6jFW0INSBf_al0aIdXg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1939275693642387603?t=Ivdt-KvgPGDFAt3Vivalrw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1939275486653497847?t=wqoB8lBNF8QojMkcNdwTUQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1939275476981404027?t=I3qZsR3_L3N4nFy6lVmL4g&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1938989400924586320?t=M22Npx-Aj9rqkDG0sYEc4w&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1938989388924625402?t=PE_KrPd44E4P0P8Cx9R95g&s=19
খুবই সুন্দর করে লিখেছেন তো আপনি আজকের কবিতাগুলো। আপনার এত সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়ে মনটা ভালো হয়ে গেল। প্রতিটা অনু কবিতা আপনি অনেক সুন্দর টপিক তুলে ধরে লিখেছেন। সবগুলো কবিতা খুবই সুন্দর ছিল। এরকম অনু কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। আশা করি আপনার লেখা কবিতা পরবর্তীতেও পড়তে পারব।
খুবই ভালো লাগলো আপনার কাছ থেকে এই চমৎকার একটি মন্তব্য পড়ে৷
আপনি দেখছি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে খুব সুন্দর পাঁচটি অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। আর ছোট ছোট মনের অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। ধন্যবাদ চমৎকার চমৎকার অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।
অনেক খুশি হলাম আপনার কাছ থেকে এত অসাধারণ একটি মন্তব্য পড়ে৷