"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে আমি আবার আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করার চেষ্টা করব৷ আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম তখন ভাবলাম যে আপনাদের মাঝে কি পোস্ট শেয়ার করা যায়৷ তাই আমি আমাদের কমিউনিটি থেকে ঘুরে আসলাম৷ সেখানে দেখলাম যে সবাই খুব সুন্দর কিছু পোস্ট শেয়ার করেছেন৷ সবার সুন্দর পোস্টগুলো আমার কাছে অনেক ভালোই লেগেছিল৷ সবার সুন্দর পোস্ট গুলো দেখে আমিও ভাবলাম যে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করা যাক৷ তাই আজকে আমি আমার সুন্দর একটি পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম।
আমাদের কমিউনিটির সবাই দেখলাম খুব সুন্দর ভিডিও পোস্ট শেয়ার করেছেন৷ তাদের সবার সুন্দর পোস্ট দেখে আমার খুবই ভালো লাগছিল৷ এরপর আমি আমার পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম৷ আমি ভাবলাম যে অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক৷ তাই আমি আমার অনু কবিতা গুলো তৈরি করার জন্য বসে পড়লাম৷ একের পর এক সবগুলো অনু কবিতা লিখে নেওয়ার পরে এর বানান ঠিক করে নিলাম এবং সব কিছু ঠিক করার পর আপনাদের মাঝে শেয়ার করে দিলাম৷ আশা করি আজকের আমার এই অনু কবিতাগুলো আপনাদের অনেক ভালো লাগবে।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
আলো আধার মিলে মিশে,
চলছে জীবন ধীরে ধীরে,
এই দুটো রঙে গড়া জীবন,
থাকে যে সুখের ভিড়ে।
অনু কবিতা-২
সুখের আশায় জীবন কেটে যায়,
মনে হয় যেন এক সোনালী স্বপ্নে ভাসি।
আমার মনে থাকো তুমি সর্বদায়,
তাইতো তোমার কাছে ফিরে ফিরে আসি।
অনু কবিতা-৩
আলো আসে সকালের রোদে,
দেয় সে নতুন আশা।
আধার আসে রাতের কোলে,
চুপিচুপি ভালোবাসা।
আলো মানে আনন্দ মুখে,
হাসি খুশির গান।
আধার মানে নিঃশব্দতা,
মন খারাপ আপ্রাণ।
অনু কবিতা-৪
বাস্তবতা শেখায় কষ্টে বাঁচতে,
স্বপ্ন ভেঙে দেয় মানুষকে জাগিয়ে রাখতে।
আবার হাসির মাঝে লুকাই ব্যথা,
তবুও শিখেছি জীবনে হাসি খুশি থাকতে ।
অনু কবিতা-৫
আলো দেখে পথ চলি মোরা,
আর ভরসা নিয়ে বাঁচি।
আধারেও থাকে ভালোবাসা,
যদি মনটা হয় অচিন পাখি।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
https://x.com/bijoy1__2024_SB/status/1909079341578715411?t=2E3iF3mtQKRHqRKwuPvugw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালোবাসা রইল আমাকে সাপোর্ট করার জন্য।
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
turn-off
Auto-reply has been successfully disabled for your account. ✅
অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপনি। এত সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতাগুলো লেখায় খুব ভালো লেগেছে পড়তে। আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে খুবই ভালোবাসি। আপনি সব সময় অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আজকের অনু কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো।
অনেক খুশি হলাম আপনার কাছ থেকে সুন্দর মন্তব্য পড়ে।
আপনার লেখা অনু কবিতা প্রায় সময় পড়া হয়। আজকে খুব সুন্দর কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা প্রত্যেকটা অনু কবিতা খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে ৪ নং অনু কবিতা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।
আপনার কাছে ৪ নং অনু কবিতা ভালো লাগলো শুনে খুব খুশি হলাম ।