আমার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ শনিবার । ০৯ ই ডিসেম্বর, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

candles-1645551_1280.jpg

Source



সুপ্রিয় বন্ধুগণ, প্রতিদিন বিভিন্ন ইউজারের লেখা আবেগের কবিতাগুলো পড়ে আমার নিজের মধ্যেই কেমন যেন কবি কবি ভাব চলে এসেছে। এর আগে কবিতা লেখা শুরু করলে, কবিতা লেখার ভাষা খুঁজে পেলাম না, কবিতার ছন্দ খুঁজে পেতাম না। কিন্তু বর্তমানে কবিতা লেখা আমার একটি অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। এখন একটু চেষ্টা করলেই মোটামুটি ভাবে কবিতা লিখতে পারি। আজ আমি আপনাদের নিকট একটি আবেগের কবিতা নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের নিকট ভালোবাসার অনুভূতি নিয়ে দুইটি অনু কবিতা লিখেছি। আমি আশা করি, আমার আজকের লেখা অনু কবিতা দুইটি আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।


⬇️ অনু কবিতা-০১।⬇️



একা ছিলাম এই দুনিয়ায়
বেঁচে আছি তোমার ভালোবাসায়,
তোমাকে কাছে পেয়ে হয়েছি দু'জন
প্রথম দেখায় কেড়েছিলে আমার মন।


তোমার পবিত্র ভালোবাসার বন্ধনে
তুমি শক্ত করে বেঁধেছিলে আমায়,
তোমাকে ছাড়া এই সুন্দর ভুবনে
আমার বেঁচে থাকা দায়।


তোমার কাছে মন দিয়েছি
স্বর্গ সুখের রাজ্য গড়েছি,
তোমাকে পেয়ে ধন্য হয়েছি
পূর্ণ হয়েছে মনের আশা।



⬇️ অনু কবিতা-০২।⬇️



মুখটা যে গোলাপ তোমার
ঠোঁট দু'টি যেন রাঙ্গা পাপড়ি,
রুপের নেশায় মরি তোমার
পরনে থাকে যখন নীল শাড়ি।


চোখ দুটি যেন তোমার
শাপলা ফুলের কোমল কলি,
মিষ্টি চেহারা দেখে তোমার
প্রেমের জ্বালায় জ্বলি।



হরিণের মতো চঞ্চল তুমি
তোমার কন্ঠে কোকিলের সুর,
তোমার মুখের মিষ্টি হাসিতে
চারিদিকে ছড়িয়ে পড়ে নূর।





সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি আমার লেখা কবিতাটি পড়ে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আসলে ভালোবাসার অনুভূতি দিয়ে কবিতাটি লেখার চেষ্টা করেছি। জানিনা কবিতাটি কতটা সুন্দরভাবে আপনাদের নিকট উপস্থাপন করতে পেরেছি। যাহোক কবিতাটি পড়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি ভালোবাসার অনুভূতি নিয়ে খুব সুন্দর দুটি অনু কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। আপনার দুটো অনু কবিতাই খুব সুন্দর হয়েছে। আমার কাছেও কবিতা লিখতে অনেক ভালো লাগে। এমন কি কবিতা পড়তেও খুব ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা অনু কবিতা দুটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে আমারও খুবই ভালো লাগলো। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার একগুচ্ছ অনু কবিতা পড়ে খুব ভালো লেগেছে আমার কাছে। আপনি দুটি অনু কবিতা লিখেছেন যেটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি সবগুলো লাইন অনেক সুন্দর করে লিখেছেন। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে প্রত্যেকটা অনু কবিতা আপনি অনেক সুন্দর করে লিখেছেন। আসলে এখন সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে। সবাই অনেক সুন্দর করে কবিতা লিখে থাকে আমাদের এই প্লাটফর্মের। আর আমি নিজেও কবিতা লিখতে খুব পছন্দ করি। পুরোটা সুন্দর করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

খুবই উৎসাহমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর কয়েকটা অনুকবিতা শেয়ার করেছেন। তবে আপনি দেখছি বেশ সুন্দর সুন্দর মন কবিতা লেখা শুরু করে দিয়েছেন আপনার অনুপমিতাগুলো পড়ে খুবই ভালো লাগছে আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বিপ্লব হোসেন মন্তব্যের বাড়ানোর দিকে লক্ষ্য রাখতে হবে। কয়েকটা বানান ভুল আছে তোমার এই কমেন্টে।

 2 years ago 

অনু কবিতাগুলো লিখতে আমার কাছে খুব ভালো লাগে। যেহেতু এক একটি কবিতার মধ্যে এক একটা অর্থ খুঁজে পাওয়া যায়। বেশ ভালই কবিতা লিখলেন আপনি আজকে। অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর কবিতা গুলো লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার অনু কবিতা পড়ে খুব ভালো লাগলো। আসলে এই ধরনের অণু কবিতা পড়তে খুবই ভালো লাগে। কবিতার ছন্দে প্রিয় জন উপমা অসাধারণ হয়েছে।

তোমার পবিত্র ভালোবাসার বন্ধনে
তুমি শক্ত করে বেঁধেছিলে আমায়,
তোমাকে ছাড়া এই সুন্দর ভুবনে
আমার বেঁচে থাকা দায়।

এতো চমৎকার অণু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার অনু কবিতা দুটি পড়ে অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার অনু কবিতাগুলো পড়ে বেশ উপভোগ করেছি ভাইয়া। আসলে আমার নিজের অন্যতম প্রিয় একটি কাজ কবিতা পড়া, সুযোগ পেলে কবিতা লেখারও চেষ্টা করি। এজন্যে আপনার কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আশা করি ভবিষ্যতেও আমদের সাথে আপনার কবিতা শেয়ার করবেন। শুভকামনা রইলো আপনার জন্যে।

Posted using SteemPro Mobile