শততম হ্যাংআউট উপলক্ষে আমার লেখা কবিতা -ভালোবাসায় আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ মানেই আনন্দ,খুশি, মজা-মাস্তি আর ভালবাসা। আমার বাংলা ব্লগ আর দাদাকে নিয়ে যদি অনুভূতি শেয়ার করতে চাই তাহলে সময়ের পর সময় চলে যাবে কিন্তু অনুভূতি কথা গুলো বলা শেষ হবে না। আমি আমার বাংলা ব্লগে প্রায়ই ষষ্ঠ কি সপ্তম হ্যাংআউটে জয়েন হয়েছিলাম, তখন থেকে নিজের কণ্ঠে গান গেয়ে একজন গায়িকা হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছি। তবে দেখতে দেখতে কখন যে একশতম হ্যাংআউটে পৌঁছে গেছি সেটা বুঝতেই পারিনি ।
আজ ও সেই প্রথম দিনের হ্যাংআউটের মতই মনে হচ্ছে। সেই সে অনুভূতি সেই ভালোবাসা, বিন্দুমাত্র কমেনি বরং আরো বেড়েছে । এই অল্প সময়ে বাংলা ব্লগ থেকে আমি পেয়েছি অনেক কিছুই, আর একটু একটু করে আমার বাংলা ব্লগ আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। সকলের ভালবাসা আর স্নেহ প্রিতির বন্ধনে। তাই ওই ভালবাসা আর আবেগ নিয়েই লিখে ফেললাম আমার বাংলা ব্লগ নিয়ে একটি কবিতা। মনের কথা আর আবেগ গুলোকে কবিতার মাধ্যমে ছড়িয়ে দিলাম সবার মাঝে।
ভালোবাসায় আমার বাংলা ব্লগ
বলবো কিছু কথা,
আমার বাংলা ব্লগে
ব্লগিং করার শুরু থেকেই
মনে ছিল গাঁথা।
একশো তম হ্যাংআউটে,
আজ সেই উপলক্ষে মজা মাস্তি
আর আনন্দ করছি সবাই মিলে।
আমাদের এই কমিউনিটি,
বিন্দুমাত্র ভঙ্গ হয়না
কমিউনিটির কোনো নিয়ম-নীতি।
ন্যায়-নিষ্ঠার বলে,
কমিউনিটির সকল ইউজার
মোম হয়েছে গলে।
মন রেখেছেন দাদা,
যেমন সুন্দর তেমন স্মার্ট
ভেতরটাও সাদা।
পাবে নাকো খুঁজে,
আমার বাংলা ব্লগ বাসিরা
সবাই এটা বুঝে।
আড়াল থেকেই দেখে,
দূর থেকেই ভালোবাসার
ছোঁয়া দিয়ে থাকে।
এটা ভুলোনা কেউ,
ব্লাকস দাদার কবিতার সাগরে
দেখি শুধু ঢেউ।
সবদিকে সব ভালোবাসায় ঘেরা।
তবে, সবার আগে সবকিছুতেই
হাফিজ ভাই ই সেরা ।
মন থেকে অনেক ভাল,
শুরু থেকেই কমিউনিটির জন্য
নির্স্বার্থ ভাবে জ্বালিয়ে যাচ্ছেন আলো।
করছে সবাই র্আন,
আমি আশাবাদী, তারা ধরে রাখবে
আমার বাংলা ব্লগের মান।
তাদের মত মানুষ কোথাও হয়না,
সম্মান আর ভালবাসায় যেন
কমতি কোথাও রয়না।
এবিবি পরিবারে সব ভালোবাসায় ঘেরা,
সব কমিউনিটি থেকে সবার ঊর্ধ্বে
আমার বাংলা ব্লগই সেরা।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_

অসাধারণ একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার মাধ্যমে আমাদের সবার মনের ভাব প্রকাশ হয়ে গেল। আপনার কবিতাটি আমার কাছে কতটা ভালো লেগেছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু ১০০ তম হাং আউটে আপনাকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। কাল আপনার কবিতাটি শুনেছি, খুব ভালো লেগেছে আমার।কি সুন্দর ছন্দ মিলিয়ে মিলিয়ে আপনি কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন। এক কথায় অসাধারন হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে লিখে এবং আবৃত্তি করে শোনানোর জন্য।
আপু, গতকাল যখন হ্যাংআউটে আপনার এই কবিতাটি শুনছিলাম, তখনই কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর আজ যখন আপনার পোস্টে কবিতাটি পড়তে শুরু করলাম, তখন ভালোলাগাটা অনেক অনেক বেড়ে গেল। সত্যিই আপু, দেখতে দেখতে আমাদের প্রিয় কমিউনিটির ১০০তম হ্যাংআউট অতিক্রম হয়ে গেল। আর এই ১০০ তম হ্যাংআউট কে কেন্দ্র করে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই অসাধারণ লিখনির জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।