স্বরচিত কবিতা - স্বাধীন জন্মভূমি
আমি ভালোবাসি আমার দেশকে, আমার মাতৃভূমিকে, ভালবাসি আমার মাতৃভাষাকে। আমি মুগ্ধ আমার দেশের প্রকৃতি দেখে, আমি হারিয়ে যাই বারবার প্রকৃতির মায়ায়। আমাদের মাতৃভূমি আমাদেরকে কত কিছুই না দিয়েছে আরো দিয়েছে শীতল ছায়া। দিয়েছে সোনালী ফসলের মাঠ, দিয়েছে কোকিল কন্ঠে গান, পেয়েছি মুগ্ধ করা দক্ষিণা বাতাস। এত এত ভালবাসার মুগ্ধতায় ভরিয়ে দিয়েছে সবকিছু। কি মায়া, কি স্নেহভরা আদর যত্ন আগলে রেখেছে আমাদের।
আর এই ভালোবাসা নিয়েই আজ তাই লিখেছি একটি কবিতা। যার প্রতিটি লাইনে শুধু ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের প্রতি ভালোবাসা। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে স্বাধীন জন্মভূমি নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
স্বাধীন জন্মভূমি |
---|
তাইতো তোমার আমি,
এত দুঃখ সয়েও তুমি সতেজ আছো
ওগো আমার জন্মভূমি।
আগলে রেখেছো তোমার বুকে,
তোমার দেওয়া ভালোবাসা নিয়ে
আমিও আছি অনেক সুখে।
আশ্রয় নিয়েছি মোরা,
তোমারি বুকের মাঝে ফুটে উঠেছে
হাজার হাজার কৃষ্ণচূড়া।
কত শত নদ-নদী,
আমারও ইচ্ছে করে তোমার মাঝে
আমিও নদীর মত হতাম যদি।
কত অসহায় মায়ের সন্তান,
তোমার জন্যেই দিতে হয়েছে
সেই সন্তানের রক্তদান।
স্বাধীন হলে তুমি,
তাইতো মোদের কাছে আজকে
তুমি স্বাধীন জন্মভূমি।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_

আপু, আপনার লেখা স্বাধীন জন্মভূমি শিরোনামের কবিতাটি পড়ে আবার খুবই ভালো লেগেছে। আসলে আমরা সকলেই আমাদের স্বদেশের প্রতি চিরঋণী। আপনার লেখা কবিতার নিচের লাইনগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে স্বাধীন জন্মভূমি নিয়ে বেশ দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আসলে আপু আপনার লেখা কবিতা গুলো পড়তে সব সময় আমার কাছে বেশ ভালো লাগে। আসলে লাইন চারটা আমার কাছে বেশ অসাধারণ লেগেছে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দেশের প্রতি অনেক ভালোবাসা জন্মালেই এত সুন্দর কবিতা লেখা সম্ভব হয়। আসলে আমরা সকলেই আমাদের দেশের প্রতি রিনি। এত সুন্দর দেশটা পেয়েছি বলে আজকে আমরা শান্তিতে বসবাস করতে পারি এবং এখানে রয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর মনমুগ্ধকর পরিবেশ এবং দেশে জন্ম দিতে পেরে যেন ধন্য। বেশ ভালো লেগেছে অপু আপনার এই দেশপ্রেম অনুভূতিমূলক কবিতা আবৃত্তি করে।
মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি সবারই একটা আলাদা ভালোবাসা রয়েছে। মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি এই টান সবারই থাকা উচিত। আপু আপনার শেয়ার করা এই "স্বাধীন জন্মভূমি" কবিতায় দেশের প্রতি আপনার অসামান্য ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পেলাম। আর মাতৃভূমি আমাদের আগলে রেখেছে বলেই আমরা অনেক সুখে আছি, এটা তো আমাদের মানতেই হবে । যাইহোক, অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
যার মধ্যে দেশপ্রেম রয়েছে, সে তার মাতৃভাষা এবং মাতৃভূমিকে অনেক ভালোবাসে। আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে বলে আমি মনে করি। স্বাধীন জন্মভূমিতে আমরা প্রাণভরে নিশ্বাস নিতে পারি। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার প্রতিটি লাইন দারুণ লেগেছে পড়ে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার দেশের প্রকৃতিকে পেয়ে আমরা সবাই
মুগ্ধ।আর প্রকৃতির সুন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। আসলে এই মাতৃভূমির কাছ থেকে আমরা কত কিছু পেয়েছি সোনালী ফসল কোকিলের গান দখিনা বাতাস। বেশ দারুন একটি কবিতা লিখেছেন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।