স্বরচিত কবিতা - অন্ধকারের ডাক
মাঝে মাঝে গভীর রাতে জানালার পাশে বসে থেকে অনুভব করবেন, মানুষ ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব খুজে পান কি না। আমার তো মনে হয় ভয়েই কেউ এইকাজ করবেন না। এটাই স্বাভাবিক, আমাদের প্রতিটি মানুষের মধ্যেই ভয় নামের একটি জিনিস আছে যেটা অনেকের হয়তো একটু কম, আবার অনেকের একটু বেশি।
যখন রাত নিঝুম থাকে আর চারেদিক হয় অন্ধকার তখন কিছু ছায়া মূর্তি বেড়িয়ে আসে, যাদের দেখলে হইতো আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, তবে তাদের মধ্যে বেশির ভাগ মানুষের ক্ষতি করতে চাই বা মানুষকে ভয় দেখাতে চায় আর বিশেষ করে এটাই তাদের ধর্ম।
কিন্তু না, ভয় পেলে চলবে না নিজের মধ্যে সাহস রাখতে হবে আর এটাই বুদ্ধিমানের কাজ। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে অন্ধকারের ডাক নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
অন্ধকারের ডাক |
---|
বসে আছি জানালার পাশে,
হটাৎ শুনতে পেলাম কে যেন
চুপটি মেরে খিটখিটিয়ে হাসে।
শিহরিত গায়ের লোম,
মনে আমার আতংক জন্মে
চোখে নেই ঘুম।
নেইতো কারো শব্দ,
অদৃশ্য সেই জিনিসটা কি
করেছে আমায় জব্দ ।
বিরাট কালো এক ছায়া,
নিস্তব্ধতার গভীর রাতে
দিচ্ছে আমায় মায়া।
ও প্রেতআত্মাদের দল,
মিলে সবাই আড্ডা মারি
আমার সাথে চল।
দেখাবি কি মজা,
আমি তো সেই ভুতের রাজ্যের
রাজাদেরও রাজা।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_

আসলে ভয় ভীতি এই বিষয়টি প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি আছে। হয় কেউ একটু বেশি ভয় পায় আবার কেউ একটু কম ভয় পায় কিন্তু আমার ক্ষেত্রে ভয় আমি খুবই কম পাই। কিন্তু একাকীত্ব জীবনের অন্ধকার রাতে এই ভাবনাটা এই চিন্তা ধারার অনুভূতিটা সেটা ভয়ের রূপ নেয় ।আপনি যত বড় সাহসী হন না কেন কিছুটা ভয় লাগে মনে হয় কে যেন আমাকে ডাকছে আমার পিছে বসে আছে এই অনুভূতিগুলো নিজের থেকেই জন্ম দেয় ।সেজন্য এই ধরনের চিন্তাভাবনা বা এই ধরনের ভাবনা থেকে দূরে থাকাই উচিত।
গভীর রাতে জানালা খুলে বসে থাকার সাহস কয়জনের আছে সেটাই ভাবছি, কারণ আমরা সবাই কমবেশি ভয় পাই। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। আসলেই মনের মধ্যে আতঙ্ক থাকলে চোখে ঘুম আসে না। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আজকেও আপু আপনি চমৎকার একটি কবিতা শেয়ার করলেন। সত্যি কথা বলতে আমরা সবাই কম বেশি ভয় পাই একা হলে।একা অন্ধকার রাতে গা ছমছম করে।কবিতাটিতে ভয়ের অনুভূতি কে ফুটিয়ে তোলা হয়েছে।নিত্য নতুন টপিক নিয়ে দারুন দারুন কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।
ছন্দ মেলটা বেশ দারুন ছিল আপু। খুবই ভালো লাগলো। কিছুটা আতঙ্ক আবেগ জড়িয়ে পরবর্তীতে নিজের মনের মধ্যে এক সাহসের প্রকাশ ঘটেছে। যেখানে প্রথমত কোন কিছুর সন্ধান কে আমাকে ভয় দেখাচ্ছে! পরবর্তীতে আধারের ভয়। আঁধার থেকে যেন মনে হল ভূতের দল ভয় দেখাচ্ছে কিন্তু নিজের সাহসিকতা ভেসে উঠল। আমি তাদেরও রাজা। আমার এখানে নেই কোন ভয়। ভয় দেখিয়ে লাভ হবেনা। ভালো লাগার মত কবিতা রচনা করেছেন, চমৎকার ছিল।