স্বরচিত কবিতা - ভালোবাসার দূরত্ব
হাজার যুদ্ধ হাজার ঝামেলার পর ভালোবাসার মানুষকে নিজের জীবনে ফিরে পেয়েও তাকে দূরে সরিয়ে রাখার কষ্ট আর কি হতে পারে !! তবে পরিস্থিতি নির্মম পরিহাস। জীবনে একসাথে থাকা একসাথে চলার ওয়াদা করে দুজনে এক সাথে হয়েছি, কিন্তু তবুও যেন দূরত্ব রয়েই গেছে।
ভালোবাসার মানুষটা দেশে থাকুক বা দেশের বাইরে, দূরত্ব কিন্তু সামানই তাই কিছুই করার নেই। রাতের নিস্তব্ধতায় মিলেমিশে কষ্টগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করি। আর এটাই ভালোবাসা। তবে আমি বলব, ভালোবাসার মানুষের দূরে নয় যতটা সম্ভব কাছাকাছি থাকার চেষ্টা করা উচিত। কেননা কে কখন হারিয়ে যায় তার কোন ভরসা নেই, তাই শেষ নিঃশ্বাস অবধি তার হাতে হাত রেখে কাটানো সময় থেকে ভালো কিছু আর কি হতে পারে ।
আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে ভালোবাসার দূরত্ব নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
ভালোবাসার দূরত্ব |
---|
জেগে আছি একা বসে তারাদের সাথে।
জোনাকিরা প্রকৃতির সাথে মিলে দেয় আলো,
তাই তুমি আজ দূরে বসে আছো।
দিয়েছো ভালোবাসা দাওনি ব্যথা।
আজ বিভোর সেই পরশে আমি
তাই আমি তোমাতেই এসে বারবার থামি।
দিয়েছিলে ভালোবাসা হৃদয়ে মেখে।
সেই সুগন্ধ বাতাসে আজও ভেসে চলে,
তাই প্রকৃতিও আমাদের যায়নি ভুলে।
রাত্রি নিস্তব্ধতা অনায়াসে ঢেলে দিল।
ভালোবাসায় ডুবে ছিলাম দুজনে মিলে,
এই ভালবাসার মুহূর্তে যখন তুমি পাশে ছিলে।
তোমায় মনে করে বার বার থামি।
আজ কাটানো সময় গুলো বিষন্নতা জুড়ে,
ভালোবাসা রেখে তুমি আছো দূরে।
ভালোবাসায় মিশবো দুজন হারিয়ে গিয়ে।
আর কতদিন আমি থাকবো একা,
সপ্ন মাঝে তোমার পায় যে দেখা।
সাক্ষী হয়ে থাকবে একমাত্র রূপালী চাঁদ।
তুমি এসে চেয়ে নিও আমায় খুঁজে,
ভিজা জোছনায় ভিজে ভিজে ।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_

এটা ঠিক বলেছেন আপু দেশে থাক কিংবা দেশের বাইরে দুটোই তো দূরত্ব।ভালোবাসার মানুষের দূরত্ব আসলে ভালো লাগে না।আপনি আপনার মনের অনুভূতি দিয়ে ভালোবাসার দূরত্ব নিয়ে খুব চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন। কবিতাটি খুব ভালো লেগেছে। কবিতার লাইনগুলো ভীষণ ভালো লেগেছে আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
চমৎকার লিখেছেন আপু কবিতার প্রতিটা লাইন অনেক ভালো লেগেছে কেননা প্রতিটা লাইনের সাথে যেন ভালোবাসা জড়িয়ে আছে। তাছাড়া আমার ভালোবাসা কেন্দ্রিক কবিতাগুলো একটু পড়তে বেশি ভালো লাগে সেটা হোক রোমান্টিক হোক কষ্টের। যাইহোক চমৎকার একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালোবাসার কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে আমার। এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।