স্বরচিত কবিতা : নিঃশব্দ বন্ধুত্ব।

in আমার বাংলা ব্লগ5 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

২৮ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ বৃহস্পতিবার।


1000027597.jpg

এই ছবিটি পিক্সেল ল্যাব দিয়ে তৈরি।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দীর্ঘ বিরতির পর আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। ব্যাক্তিগত কিছু সমস্যার কারনে আমি কাজে তেমন একটা সময় দিতে পারি নাই। যার কারনে আপনাদের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি। তবে আমার বাংলা ব্লগকে খুব বেশি দিন ছেড়ে থাকা যায় না। কাজ করি বা না করি এই ব্লগের সাথে সংযুক্ত থাকতে হবে এটাই হলো শেষ কথা। আমার বাংলা ব্লগ পরিবার ছেড়ে থাকাটা অনেক কষ্ট কর। তাই দীর্ঘদিন পর হলেও আবার ও এই পরিবারের সাথে মিলে মিশে কাজ করার জন্য হাজির হলাম। আশা করছি সেই আগের মতো করে আমি আপনাদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ কর‍তে পারবো।

আজকে আমি আপনাদের মাঝে একটি আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলেছি। কবিতা লিখে অনেক কঠিন কাজ, তবে সেই কাজটাও সহজ হয়েছে শুরু মাত্র আমার বাংলা ব্লগের কারনে। দীর্ঘদিন যাবত এই কমিউনিটিতে কবিতা পোস্ট করে আসছি। যদিও কবিতার মান তেমন উন্নত না হলেও কিছুটা হলেও যে লিখতে পারছি এটাই অনেক। কিছু না পারার থেকে অল্প একটু পারা অনেক ভালো। যাই হোক আজ আমি আপনাদের সাথে নিঃশব্দ বন্ধুত্ব নিয়ে লেখা আমার স্বরচিত কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আমার লেখা কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

নিঃশব্দ বন্ধুত্ব
লেখাঃ মো: আশিকুর রহমান।

চাঁদের আলোয় নদীর কূলে
দু’জন বসে চুপটি করে,
কথা নেই, শুধু বাতাস বয়ে
মনে মনে গল্প গড়ে।

হাতের স্পর্শ নেই যে তবু,
নয়ন বলে হাজার কথা,
একটু কাছে এলেই যেন
হারিয়ে যায় সমস্ত ব্যথা।

বন্ধুত্ব তো শব্দহীন,
আলোর মতো ছড়িয়ে থাকে,
দুঃখ এলে ছায়ার মতো
পাশে এসে বুকে ঢাকে।

কালবৈশাখী ঝড় উঠুক,
তবু হাত ছাড়বে না কেউ,
এই বন্ধনের গভীর ডোরে
ভাসবে তারা দু’জন নৌ।


সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য। আশা করছি আমার কবিতা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন কবিতার মাধ্যমে। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়স্বরচিত কবিতা
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000006184.png

1000008780.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 4 days ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 4 days ago 

আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন।

 3 days ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।নিঃশব্দ বন্ধুত্ব কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে নিঃস্বার্থ বন্ধুত্ব হচ্ছে অন্যরকম। আর বন্ধুত্ব নিয়ে সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

 2 days ago 

বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্ক আর কিছুই হতে পারে না৷ এই সম্পর্কের মধ্যে অনেক কিছু থাকে৷ আর আজকে যেভাবে এত সুন্দর একটি বিষয়কে নিয়ে পোস্ট শেয়ার করেছেন তা পড়ে খুব ভালোই লাগছে। এখানে কবিতা আপনি একেবারে সুন্দরভাবে লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য