আমার লেখা কবিতা// স্বপ্নের কয়েন
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
পুস কয়েনের প্রেমে পড়ে,
হৃদয় আমার নিয়েছে লুটেপুটে,
ডলার-টাকার ধার ধারে না,
পুসেই যেন তাই রত্ন ছুটে।
সাত সকালে চা-এর কাপে,
দেখি আমি চার্টের ওঠানামা,
মনে ভাবি, আজকেই বুঝি,
ছুবো আমি স্বপ্নের সীমানা।
পুসের মুখে ঠোঁটের হাসি,
মনে যেন এক ছন্দের গান,
দাদা টুইট করলেই যেন,
পুস পায় নতুন প্রাণ।
বন্ধুরা হাসে, বলে পাগল,
কয়েন কিনে কি হয় ?
আমি বলি, পুস কয়েন কিনে
পারি দেবো মনের স্বপ্ন ,
রাতে জেগে ট্রেড করি,
চোখে ঘুম নেই আমার বিন্দু,
পুস যদি চাঁদে যায় একদিন
জীবনে পাবো রঙ্গিন দিন।
জীবনটা আজ মজার খেলায়,
মেতে ওঠেছে পুস কয়েন সাথে।
ব্লকচেইনের এই জাদুতে,
খুঁজে পায় আমি স্বপ্ন।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
![]() |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
এত সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতাটা অসম্ভব দারুন ছিল। অনেক বেশী সুন্দর করে লিখেছেন এই কবিতা আপনি। কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে আমার কাছে।