আমার লেখা কিছু অনু কবিতা
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
তোমার ছোঁয়া পাইনি কখনো
তবু কী আশ্চর্য,
হাওয়ার মাঝে একটা কাঁপুনি ওঠে
যখন তুমি পাশ দিয়ে হেঁটে যাও নীরবে।
হৃদয় বুঝি তোমার পরিচিত,
হাত না ধরেও অনুভব করি,
ভালোবাসা আসলে শব্দ নয়,
তবুও নীরব স্পর্শ টানে।
সেদিন রাস্তার মোড়ে হঠাৎ দেখা হয়ে গেল,
তুমি হাঁটছিলে আলতা পায়ে,
বাতাসে চুল উড়ছিল হালকা করে।
একটা হাসি দিলে বললে ভালোবাসি গভীর ভাবে।
আমি বোঝার আগেই তুমি চলে গেলে।
বাকি সারাটা দিন ভাবতে থাকি,
ওটা কি কেবল একটুখানি সৌজন্য ছিল,
নাকি আমার দিকে ফিরে আসবে,
ভালোবাসার গোলাপ ফুল নিয়ে।
প্রতিদিন একটা কাগজে তোমার নাম লিখি,
আবার মুছে ফেলি নিজেই আমি
কেউ যেন দেখে না ফেলে।
এই নাম তাই মনের মাঝে লিখি,
আমার কথা মনে পরে সকাল-দুপুর-রাত জুড়ে।
তবু কখনো মুখে বলিনি,
ভালোবাসা আমি গভীর ভাবে
চুপ করে কবে এসে গ্রহণ করবে,
আমার ভালোবাসা সবখানি।
তোমার নামটা লিখি আমি কাগজে,
বারবার, নিঃশব্দে,
তারপর মুছে ফেলি যত্ন করে,
কারণ কেউ যেন ডাকে না তোমার নামটি ধরে।
আমার হৃদয়ের লুকানো ঠিকানা।
শুধুই তোমার নাম জুড়ে।
ভালোবাসা তো ব্যক্তিগত প্রার্থনার মতো
শুধু নিজের মনের ভেতরেই ঠাঁই পায় গভীর ভাবে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
![]() |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আজকে আপনি অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনু কবিতায় ভালোবাসার মানুষকে নিয়ে অনেক সুন্দর আবেগ প্রকাশ করেছেন। ভালোবাসা তো ঠিক এমনই হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
আপনি সবসময় খুব চমৎকার কবিতা লেখেন। আজকেও আপনার লেখা কবিতা গুলো পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। প্রিয় মানুষকে কেন্দ্র করে তৈরি অণু কবিতাগুলো খুব ভালো লাগলো। প্রিয় মানুষকে নিয়ে যতই লিখি না কেন তা কম। চমৎকার কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
ছোট ছোট অনু কবিতার মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি আপনার প্রতিভা তুলে ধরেছেন ভাইয়া। এত সুন্দর ভাবে প্রতিটা লাইন উপস্থাপন করেছেন যা পড়ে খুবই মুগ্ধ হলাম। আমার কাছে আপনার লেখার কবিতাগুলো দারুণ লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আজকে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। তবে ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আর ভালবাসার মানুষকে স্মরণ করে অনু কবিতা লিখলে কবিতাগুলো পড়তেও ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর টপিক নিয়ে চমৎকার অনু কবিতায় লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কবিতাগুলি প্রত্যেকটি অসম্ভব সুন্দর হয়েছে। ভালোবাসার আবেগ প্রত্যেকটি অণু কবিতায় পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। মুগ্ধ করা এত সুন্দর প্রেমময় কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার বাংলা ব্লগের ডিসকর্ড চ্যানেলে Daily Task এ এ্যাকটিভ থাকা বাধ্যতামূলক, কিন্তু সেখানে আপনার উপস্থিতি একদম জিরো।
ভাইয়া আমার x একাউন্ট সমস্যা হয়েছিলো,আজকে ঠিক করা হয়েছে।এখুন থেকে একটিভ থাকবো ইনশাআল্লাহ।